আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গত রাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উড়াল দেওয়ার আগে শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। যদি শান্তর কথা সত্যি করে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতে, তাহলে ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট ভরে উঠবে কোটি কোটি টাকায়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার,যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৭৭ লাখ টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ এই দুই দল পাচ্ছে সাড়ে ৩ লাখ ডলার করে (৪ কোটি ২৩ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, যা ৪১ লাখ ৮ হাজার টাকা। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের কিছু নেই। টুর্নামেন্টের আট দলই এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (১ কোটি ৫১ লাখ টাকা)।
২০১৭ সালে সবশেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির এই ইভেন্টটি। সেবারের তুলনায় এবার ৫৩ শতাংশ বেড়েছে অর্থ পুরস্কার।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ওঠে, ফাইনাল হবে দুবাইয়ে। সেটা না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে হবে। ভারত টুর্নামেন্টে তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান পড়েছে ‘বি’ গ্রুপে।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গত রাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উড়াল দেওয়ার আগে শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। যদি শান্তর কথা সত্যি করে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতে, তাহলে ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট ভরে উঠবে কোটি কোটি টাকায়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার,যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৭৭ লাখ টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ এই দুই দল পাচ্ছে সাড়ে ৩ লাখ ডলার করে (৪ কোটি ২৩ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, যা ৪১ লাখ ৮ হাজার টাকা। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের কিছু নেই। টুর্নামেন্টের আট দলই এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (১ কোটি ৫১ লাখ টাকা)।
২০১৭ সালে সবশেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির এই ইভেন্টটি। সেবারের তুলনায় এবার ৫৩ শতাংশ বেড়েছে অর্থ পুরস্কার।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ওঠে, ফাইনাল হবে দুবাইয়ে। সেটা না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে হবে। ভারত টুর্নামেন্টে তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান পড়েছে ‘বি’ গ্রুপে।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৬ মিনিট আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৩ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগে