ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এবার সুপার লিগ পর্ব মাঠে গড়ানোর পালা।
শীর্ষ ছয় দল নিয়ে আগামী ১৮ এপ্রিল শুরু হবে সুপার লিগ। প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই হবে এ দিন। আবাহনী লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ হবে মিরপুরে। আর বাকি দুটি ম্যাচ বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে গড়াবে।
প্রথম রাউন্ড শেষে পরের দিন ১৯ এপ্রিল রাখা হয়েছে রিজার্ভ ডে। আর ২০ এপ্রিল বিশ্রাম। ২১ এপ্রিল গড়াবে দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ। এই রাউন্ডেও একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি ম্যাচ হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। পরের দুই দিন রিজার্ভ ডে ও বিশ্রাম।
২৪ এপ্রিল মাঠে গড়াবে সুপার লিগের তৃতীয় রাউন্ড। এই রাউন্ড থেকে শুধু রিজার্ভ ডে রাখা হয়েছে। একদিন পর ২৬ এপ্রিল চতুর্থ রাউন্ড ও ২৮ এপ্রিল হবে পঞ্চম রাউন্ড। মাঝের একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এই তিন রাউন্ডেও আগের দুই রাউন্ডের মতো একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি বিকেএসপির দুই মাঠে।
মিরপুরের সবকটি ম্যাচ টিভিতে দেখানো হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টসে।
সুপার লিগের সূচি
তারিখ ও বার মুখোমুখি ভেন্যু
শেখ জামাল-গাজী গ্রুপ বিকেএসপি ৩
১৮ এপ্রিল, সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক মিরপুর
শেখ জামাল-রূপগঞ্জ টাইগার্স মিরপুর
২১ এপ্রিল, বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
২৪ এপ্রিল, রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ-আবাহনী লিমিটেড মিরপুর
রূপগঞ্জ টাইগার্স-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-আবাহনী লিমিটেড মিরপুর
২৬ এপ্রিল, মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জ মিরপুর
২৮ এপ্রিল, বৃহস্পতিবার আবাহনী লিমিটেড-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ বিকেএসপি ৩
* সব ম্যাচ সকাল ৯টায় শুরু
* মিরপুরের ম্যাচগুলো টিভিতে দেখাবে
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এবার সুপার লিগ পর্ব মাঠে গড়ানোর পালা।
শীর্ষ ছয় দল নিয়ে আগামী ১৮ এপ্রিল শুরু হবে সুপার লিগ। প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই হবে এ দিন। আবাহনী লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ হবে মিরপুরে। আর বাকি দুটি ম্যাচ বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে গড়াবে।
প্রথম রাউন্ড শেষে পরের দিন ১৯ এপ্রিল রাখা হয়েছে রিজার্ভ ডে। আর ২০ এপ্রিল বিশ্রাম। ২১ এপ্রিল গড়াবে দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ। এই রাউন্ডেও একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি ম্যাচ হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। পরের দুই দিন রিজার্ভ ডে ও বিশ্রাম।
২৪ এপ্রিল মাঠে গড়াবে সুপার লিগের তৃতীয় রাউন্ড। এই রাউন্ড থেকে শুধু রিজার্ভ ডে রাখা হয়েছে। একদিন পর ২৬ এপ্রিল চতুর্থ রাউন্ড ও ২৮ এপ্রিল হবে পঞ্চম রাউন্ড। মাঝের একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এই তিন রাউন্ডেও আগের দুই রাউন্ডের মতো একটি ম্যাচ মিরপুরে ও বাকি দুটি বিকেএসপির দুই মাঠে।
মিরপুরের সবকটি ম্যাচ টিভিতে দেখানো হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টসে।
সুপার লিগের সূচি
তারিখ ও বার মুখোমুখি ভেন্যু
শেখ জামাল-গাজী গ্রুপ বিকেএসপি ৩
১৮ এপ্রিল, সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক মিরপুর
শেখ জামাল-রূপগঞ্জ টাইগার্স মিরপুর
২১ এপ্রিল, বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪
২৪ এপ্রিল, রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ-আবাহনী লিমিটেড মিরপুর
রূপগঞ্জ টাইগার্স-গাজী গ্রুপ বিকেএসপি ৩
শেখ জামাল-আবাহনী লিমিটেড মিরপুর
২৬ এপ্রিল, মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জ মিরপুর
২৮ এপ্রিল, বৃহস্পতিবার আবাহনী লিমিটেড-রূপগঞ্জ টাইগার্স বিকেএসপি ৪
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ বিকেএসপি ৩
* সব ম্যাচ সকাল ৯টায় শুরু
* মিরপুরের ম্যাচগুলো টিভিতে দেখাবে
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৬ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে