Ajker Patrika

বোলারদের কাজটা সহজ করে রাখলেন মুশফিক–নাঈমরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮: ০৯
বোলারদের কাজটা সহজ করে রাখলেন মুশফিক–নাঈমরা

‘আমরাও আগে ব্যাটিং করতে চেয়েছিলাম’—টস হেরেও ব্যাটিং করার সুযোগ পেয়ে মাহমুদউল্লাহ রিয়াদ লুকাননি তাঁর উচ্ছ্বাস। বাংলাদেশ অধিনায়ক কেন আগে ব্যাটিং করতে চেয়েছিলেন সেটি বোঝা যাবে বাংলাদেশের ইনিংসের দিকে চোখ রাখলে। টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

 ০, ৮ ও ১১—বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির রান এগুলো। এমন মলিন রেকর্ড নিয়ে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শারজাতে নামা লিটন দাস ও মোহাম্মদ নাঈম খেললেন দুর্দান্ত। পাওয়ার প্লে শেষ হওয়ার ১ বল আগে এই জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে উঠে যায় ৪০ রান। মিড অপে দাসুন শানাকার দুর্দান্ত ক্যাচ হওয়ার আগে লিটন করেন ১৬ বলে ১৬ রান। 

ভারত–পাকিস্তান ম্যাচ মানে যেমন আলাদা উত্তেজনা, এখন বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচেও যেন সেই উত্তাপ। ২০১৮ সালের সেই নিদহাস ট্রফি থেকেই দুই দলের খেলা মানেই যেন একটু বেশিই উত্তেজনা। আজ তো একটু হলে লাহিরু কুমারার সঙ্গে লিটনের হাতাহাতি হয়ে যেত! আজ ম্যাচের শুরু থেকেই লিটন–নাঈমকে উত্তেজিত করছিলেন লাহিরু। কখনো কথা দিয়ে, কখনো শরীর তাক করে বল ছুড়ে। আউট হওয়ার পর লিটন ফিরে যাচ্ছিলেন, তখন লাহিরু কিছু একটা বলতেই জবাব দেন লিটনও। দুজনের মধ্যে চোখে–চোখ রেখে কথার লড়াই চলল কিছুক্ষণ। 

লিটনের আউটের পর দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান চেয়েছিলেন শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলতে। নিজের খেলা দ্বিতীয় বলেই মারেন বাউন্ডারি। একটু পর আবারও বাউন্ডারি। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। চামিকা করুণারত্নের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হওয়ার আগে করেন ৭ বলে ১০ রান। 

বাংলাদেশের ইনিংসের এর পরেরটা নাঈম–মুশফিকময়। আবারও একটি দুর্দান্ত ইনিংস আসল নাঈমের ব্যাট থেকে। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেওয়া এই বাঁহাতি ওপেনার ফিরেছেন ৬২ রানে। তার আগেই মুশফিকের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ৫১ বলে ৭৩ রানের জুটি।

বহুদিন ধরে চলতে থাকা ব্যাডপ্যাঁচ থেকেও মুক্তি মিলল মুশফিকের। সুপার টুয়েলভের শুরুতেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে মুশফিক খেলেছেন ৩৭ বলে অপরাজিত ৫৭ রানের অসাধারণ ইনিংস। শেষেরদিকে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে মুশিই বাংলাদেশকে পৌঁছে দেন ১৭১ রানে। 

শ্রীলঙ্কা প্রায় সময়ই একাদিক স্পিনার নিয়ে একাদশ সাজায়। সেই লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে নামল মাত্র এক স্পিনার নিয়ে। সেখানে বাংলাদেশ ভারসাম্য রাখল একাদশে। তাসকিন আহমেদের জায়গায় নাসুম আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমানের পেস আক্রমণে সঙ্গে সাইফউদ্দিন। স্পিনিং বিভাগে সাকিবের নেতৃত্বে নাসুম, মেহেদী। 

ব্যাটাররা কাজটা সহজ করেই রাখলেন। এখন শ্রীলঙ্কাকে ১৭১ রানের আগে থামিয়ে দেওয়ার কাজটা দুর্দান্তভাবে করার পালা মোস্তাফিজ–সাকিবদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত