মাঠের খেলায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার পেরে ওঠেনি ভারত। তবে অশোভন আচরণ, বিতর্ক, স্লেজিং, দর্শকদের সঙ্গে তর্ক—এ সব কোনো কিছুই বাদ রাখেনি তারা। আলাদা করে বললে, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ছিলেন এক কাঠি সরেস। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টেও ব্যতিক্রম হয়নি।
বিশেষ করে আজ তৃতীয় দিন কোহলির অঙ্গভঙ্গি টেনে এনেছিল ৬ বছর আগের অস্ট্রেলিয়ার ক্রিকেটের বিব্রতকর অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। গ্যালারিতে দর্শকেরা দুয়ো দিচ্ছেন ভারতীয়দের। সংবাদমাধ্যমের প্রতিবেদন, দর্শকদের পাল্টা জবাব দিতেই কোহলি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি সমর্থকেরা ভারতীয় দলকে অনবরত কিছু না কিছু বলেই যাচ্ছেন। তার জবাব দেন কোহলি! ঋষভ পন্তের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পায়জামার দুই পকেটে হাত ঢুকিয়ে দেন। পকেট বের করে এনে বোঝান, সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভেতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে ও ভেংচি কেটে বোঝান সেখানেও কিছু নেই।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘স্যান্ডপেপার’ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে এ জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ব্যানক্রফট পকেটে এবং অন্তর্বাসের ভেতরে সিরিশ কাগজ লুকিয়ে রেখেছিলেন। কোহলি সেটিই অনুকরণ করে দেখিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে।
"What is that about?"#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
মেলবোর্ন টেস্টে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বিতর্ক তৈরি করেছিলেন কোহলি। তারপর থেকেই অজি মিডিয়া ও সমর্থকেরা কোহলিকে সুযোগ পেলেই কটাক্ষ করার চেষ্টা করেন। কোহলির সঙ্গে ড্রেসিংরুমে ফেরার পথেও তর্ক জুড়ে দেন দর্শকেরা। খেলায় অবশ্য জিতেছে অস্ট্রেলিয়াই। সিডনি টেস্টে আজ ভারতকে হারিয়েছে ৬ উইকেটে। সিরিজ জিতেছে তারা ১-৩ ব্যবধানে।
মাঠের খেলায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার পেরে ওঠেনি ভারত। তবে অশোভন আচরণ, বিতর্ক, স্লেজিং, দর্শকদের সঙ্গে তর্ক—এ সব কোনো কিছুই বাদ রাখেনি তারা। আলাদা করে বললে, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ছিলেন এক কাঠি সরেস। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টেও ব্যতিক্রম হয়নি।
বিশেষ করে আজ তৃতীয় দিন কোহলির অঙ্গভঙ্গি টেনে এনেছিল ৬ বছর আগের অস্ট্রেলিয়ার ক্রিকেটের বিব্রতকর অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। গ্যালারিতে দর্শকেরা দুয়ো দিচ্ছেন ভারতীয়দের। সংবাদমাধ্যমের প্রতিবেদন, দর্শকদের পাল্টা জবাব দিতেই কোহলি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি সমর্থকেরা ভারতীয় দলকে অনবরত কিছু না কিছু বলেই যাচ্ছেন। তার জবাব দেন কোহলি! ঋষভ পন্তের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পায়জামার দুই পকেটে হাত ঢুকিয়ে দেন। পকেট বের করে এনে বোঝান, সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভেতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে ও ভেংচি কেটে বোঝান সেখানেও কিছু নেই।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘স্যান্ডপেপার’ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে এ জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ব্যানক্রফট পকেটে এবং অন্তর্বাসের ভেতরে সিরিশ কাগজ লুকিয়ে রেখেছিলেন। কোহলি সেটিই অনুকরণ করে দেখিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে।
"What is that about?"#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
মেলবোর্ন টেস্টে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বিতর্ক তৈরি করেছিলেন কোহলি। তারপর থেকেই অজি মিডিয়া ও সমর্থকেরা কোহলিকে সুযোগ পেলেই কটাক্ষ করার চেষ্টা করেন। কোহলির সঙ্গে ড্রেসিংরুমে ফেরার পথেও তর্ক জুড়ে দেন দর্শকেরা। খেলায় অবশ্য জিতেছে অস্ট্রেলিয়াই। সিডনি টেস্টে আজ ভারতকে হারিয়েছে ৬ উইকেটে। সিরিজ জিতেছে তারা ১-৩ ব্যবধানে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে