২০২৪ বিপিএলে সাকিব আল হাসান খেলছেন রংপুর রাইডার্সে। তিনি খেলছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরে। সাকিব-সোহানদের দলই কয়েক দিন আগে জানিয়েছিল যে রাসি ফন ডার ডাসেন খেলবেন রংপুরে। এখন জানা গেল, ডাসেন খেলছেন না রংপুরে।
চোটের কারণেই বিপিএলে খেলা হচ্ছে না ডাসেনের। রংপুর রাইডার্স আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, চোটের কারণে রাইডার্স জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রাসি ফন ডার ডাসেনের। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রোটিয়া ক্রিকেটার না এলেও রংপুরে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। নিশামের যোগ দেওয়ার কথা নিশ্চিত করে রংপুর তাদের ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও রংপুর ছেড়েছে তাদের ফেসবুক পেজে। ফ্র্যাঞ্চাইটি ক্যাপশন দিয়েছে, ‘বিপিএল মাতাতে রাইডার জিমি নিশাম যোগ দিয়েছেন রাইডার্স টিম হোটেলে। চলবে আমাদের জয়ের লড়াই।’ ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি বাংলাদেশে খেলতে মুখিয়ে আছি।’ আরও দেখা গেছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রংপুরের টিম হোটেলে উঠেছেন ও একের পর এক ছবি তুলছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নিশাম এখন পর্যন্ত খেলেছেন ২৬২ ম্যাচ। ১৪০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৩৬২২ রান। টি-টোয়েন্টিতে কতটা ঝোড়ো ইনিংস খেলতে পারেন, সেটা তাঁর স্ট্রাইকরেটেই বোঝা যাচ্ছে। শেষের দিকের ওভারগুলোতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে রংপুর। ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্টে পয়েন্ট তালিকার সবার ওপরে সাকিব-সোহানদের দল।
২০২৪ বিপিএলে সাকিব আল হাসান খেলছেন রংপুর রাইডার্সে। তিনি খেলছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরে। সাকিব-সোহানদের দলই কয়েক দিন আগে জানিয়েছিল যে রাসি ফন ডার ডাসেন খেলবেন রংপুরে। এখন জানা গেল, ডাসেন খেলছেন না রংপুরে।
চোটের কারণেই বিপিএলে খেলা হচ্ছে না ডাসেনের। রংপুর রাইডার্স আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, চোটের কারণে রাইডার্স জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রাসি ফন ডার ডাসেনের। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রোটিয়া ক্রিকেটার না এলেও রংপুরে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। নিশামের যোগ দেওয়ার কথা নিশ্চিত করে রংপুর তাদের ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও রংপুর ছেড়েছে তাদের ফেসবুক পেজে। ফ্র্যাঞ্চাইটি ক্যাপশন দিয়েছে, ‘বিপিএল মাতাতে রাইডার জিমি নিশাম যোগ দিয়েছেন রাইডার্স টিম হোটেলে। চলবে আমাদের জয়ের লড়াই।’ ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি বাংলাদেশে খেলতে মুখিয়ে আছি।’ আরও দেখা গেছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রংপুরের টিম হোটেলে উঠেছেন ও একের পর এক ছবি তুলছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নিশাম এখন পর্যন্ত খেলেছেন ২৬২ ম্যাচ। ১৪০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৩৬২২ রান। টি-টোয়েন্টিতে কতটা ঝোড়ো ইনিংস খেলতে পারেন, সেটা তাঁর স্ট্রাইকরেটেই বোঝা যাচ্ছে। শেষের দিকের ওভারগুলোতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে রংপুর। ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্টে পয়েন্ট তালিকার সবার ওপরে সাকিব-সোহানদের দল।
তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। একবার নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়ার পর ফের হচ্ছেন নিষিদ্ধ। এমন অবস্থার মধ্যে মিরপুরে এসেছেন তামিম ইকবাল। মিরপুরে আজ গাড়ি থেকে নায়কের বেশে বের হয়েছেন তামিম। তাঁর সঙ্গে এসেছেন আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।
২৭ মিনিট আগেগোলের সুযোগ পেয়ে এখন প্রায়ই কাজে লাগাতে পারছেন না লিওনেল মেসি। কখনো গোলপোস্টের বাইরে শট করেন। কখনোবা তাঁর শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে গিয়ে জমা হয়। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে আজ মেসির মতো ব্যর্থ হয়েছে তাঁর দল ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এরপর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। অনলাইন ভিত্তিক প্লাটফর্ম ফ্যানকোডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট ভারতের দর্শকেরা সরাসরি দেখতে পারলেও এবার আর তা হচ্ছে না। ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ করা হলো পিএসএলের।
২ ঘণ্টা আগে