২০২৪ বিপিএলে সাকিব আল হাসান খেলছেন রংপুর রাইডার্সে। তিনি খেলছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরে। সাকিব-সোহানদের দলই কয়েক দিন আগে জানিয়েছিল যে রাসি ফন ডার ডাসেন খেলবেন রংপুরে। এখন জানা গেল, ডাসেন খেলছেন না রংপুরে।
চোটের কারণেই বিপিএলে খেলা হচ্ছে না ডাসেনের। রংপুর রাইডার্স আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, চোটের কারণে রাইডার্স জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রাসি ফন ডার ডাসেনের। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রোটিয়া ক্রিকেটার না এলেও রংপুরে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। নিশামের যোগ দেওয়ার কথা নিশ্চিত করে রংপুর তাদের ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও রংপুর ছেড়েছে তাদের ফেসবুক পেজে। ফ্র্যাঞ্চাইটি ক্যাপশন দিয়েছে, ‘বিপিএল মাতাতে রাইডার জিমি নিশাম যোগ দিয়েছেন রাইডার্স টিম হোটেলে। চলবে আমাদের জয়ের লড়াই।’ ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি বাংলাদেশে খেলতে মুখিয়ে আছি।’ আরও দেখা গেছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রংপুরের টিম হোটেলে উঠেছেন ও একের পর এক ছবি তুলছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নিশাম এখন পর্যন্ত খেলেছেন ২৬২ ম্যাচ। ১৪০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৩৬২২ রান। টি-টোয়েন্টিতে কতটা ঝোড়ো ইনিংস খেলতে পারেন, সেটা তাঁর স্ট্রাইকরেটেই বোঝা যাচ্ছে। শেষের দিকের ওভারগুলোতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে রংপুর। ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্টে পয়েন্ট তালিকার সবার ওপরে সাকিব-সোহানদের দল।
২০২৪ বিপিএলে সাকিব আল হাসান খেলছেন রংপুর রাইডার্সে। তিনি খেলছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরে। সাকিব-সোহানদের দলই কয়েক দিন আগে জানিয়েছিল যে রাসি ফন ডার ডাসেন খেলবেন রংপুরে। এখন জানা গেল, ডাসেন খেলছেন না রংপুরে।
চোটের কারণেই বিপিএলে খেলা হচ্ছে না ডাসেনের। রংপুর রাইডার্স আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, চোটের কারণে রাইডার্স জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রাসি ফন ডার ডাসেনের। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রোটিয়া ক্রিকেটার না এলেও রংপুরে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। নিশামের যোগ দেওয়ার কথা নিশ্চিত করে রংপুর তাদের ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও রংপুর ছেড়েছে তাদের ফেসবুক পেজে। ফ্র্যাঞ্চাইটি ক্যাপশন দিয়েছে, ‘বিপিএল মাতাতে রাইডার জিমি নিশাম যোগ দিয়েছেন রাইডার্স টিম হোটেলে। চলবে আমাদের জয়ের লড়াই।’ ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি বাংলাদেশে খেলতে মুখিয়ে আছি।’ আরও দেখা গেছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রংপুরের টিম হোটেলে উঠেছেন ও একের পর এক ছবি তুলছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নিশাম এখন পর্যন্ত খেলেছেন ২৬২ ম্যাচ। ১৪০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৩৬২২ রান। টি-টোয়েন্টিতে কতটা ঝোড়ো ইনিংস খেলতে পারেন, সেটা তাঁর স্ট্রাইকরেটেই বোঝা যাচ্ছে। শেষের দিকের ওভারগুলোতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে রংপুর। ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্টে পয়েন্ট তালিকার সবার ওপরে সাকিব-সোহানদের দল।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে