নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা এক ভ্রমণের ঝক্কি। প্রায় ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে আজ বাংলাদেশ সময় সকালের দিকে টেক্সাসের হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। এত লম্বা ভ্রমণের ধকল কাটাতে একটা দিন বিশ্রামেই কাটবে সাকিব-শান্তদের। এরপর শুরু অনুশীলন। ২১ মে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থাকলেও বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপ। রওনা দেওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাওহিদ হৃদয় জানিয়েছেন, ভালো খেলা নয়, বিশ্বকাপ জিততে চান তাঁরা। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা, আসলে ভালো করা নয়, কাপ নিতে চাই। আর এটা শুধু আমি না, সবাই চাই।’
বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ ট্রফি জয়ের কথা না বললেও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে, এমনটা বিশ্বাস করেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমি খুব বিশ্বাস করি, আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে যাবে। ইনশা আল্লাহ।’
২০ ওভারের বিশ্বকাপের শুরু থেকে এখনো পর্যন্ত ৯টি বিশ্বকাপে সুযোগ পাওয়া সাকিব আল হাসান বলেছেন, ‘একটা জিনিসই চাই, বাংলাদেশের হয়ে যেন অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি।’
অষ্টম বিশ্বকাপে খেলতে যাওয়া মাহমুদউল্লাহ বলেছেন, ‘আশা করি, ওর (শান্ত) যে নেতৃত্বগুণ আছে, ইনশা আল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু করব।’
আইসিসি এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সূচি ঘোষণা করেছে। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ক্রিকইনফোর তথ্যমতে, বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে নিউইয়র্কে।
লম্বা এক ভ্রমণের ঝক্কি। প্রায় ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে আজ বাংলাদেশ সময় সকালের দিকে টেক্সাসের হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। এত লম্বা ভ্রমণের ধকল কাটাতে একটা দিন বিশ্রামেই কাটবে সাকিব-শান্তদের। এরপর শুরু অনুশীলন। ২১ মে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থাকলেও বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপ। রওনা দেওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাওহিদ হৃদয় জানিয়েছেন, ভালো খেলা নয়, বিশ্বকাপ জিততে চান তাঁরা। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা, আসলে ভালো করা নয়, কাপ নিতে চাই। আর এটা শুধু আমি না, সবাই চাই।’
বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ ট্রফি জয়ের কথা না বললেও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে, এমনটা বিশ্বাস করেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমি খুব বিশ্বাস করি, আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে যাবে। ইনশা আল্লাহ।’
২০ ওভারের বিশ্বকাপের শুরু থেকে এখনো পর্যন্ত ৯টি বিশ্বকাপে সুযোগ পাওয়া সাকিব আল হাসান বলেছেন, ‘একটা জিনিসই চাই, বাংলাদেশের হয়ে যেন অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি।’
অষ্টম বিশ্বকাপে খেলতে যাওয়া মাহমুদউল্লাহ বলেছেন, ‘আশা করি, ওর (শান্ত) যে নেতৃত্বগুণ আছে, ইনশা আল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু করব।’
আইসিসি এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সূচি ঘোষণা করেছে। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ক্রিকইনফোর তথ্যমতে, বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে নিউইয়র্কে।
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
৪ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
৫ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৭ ঘণ্টা আগে