Ajker Patrika

ভারতের কাছে ২৪১ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৩৭
পাকিস্তানকে অলআউট করার পর হাসিমুখে মাঠ ছাড়ছেন কোহলিরা। ছবি: এএফপি
পাকিস্তানকে অলআউট করার পর হাসিমুখে মাঠ ছাড়ছেন কোহলিরা। ছবি: এএফপি

শুরুর চাপ সামলে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। কিন্তু মাঝের ওভারে নাটকীয় ধস ওলটপালট করে দিল সবকিছু। তাই এখন বড় দায়িত্বটা বোলারদের কাঁধেই, কেননা ভারতের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুটিয়ে গেছে ২৪১ রানে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস নিয়ে অতোটা মাথাব্যথা ছিল না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। ভাগ্য তাঁর পক্ষেও ছিল না। এনিয়ে টানা ১২ ওয়ানডেতে টস জেতেনি ভারত, যা যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। তা নিয়ে অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই তাদের।

বোলিংয়ে নেমে যথারীতি মোহাম্মদ শামির হাতে বল তুলে দেন রোহিত। প্রথম ওভারে কিছুটা এলোমেলোই ছিলেন শামি। বলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে তার বেশ সুনাম থাকলেও পাঁচটি ওয়াইড দিয়ে অবাক করেন সবাইকে। তবে দ্রুতই সামলে নেন নিজেকে।

ভালো বোলিংয়ের ফল হিসেবে পাওয়ার প্লের ভেতরই ব্রেক থ্রুর দেখা পায় ভারত। নবম ওভারে বাবর আজমকে শিকার করেন হার্দিক পান্ডিয়া। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল খোঁচা মেরে উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দেন বাবর। ছন্দহীনতা ধরে রেখে ২৬ বলে ৫ চারে ২৩ রানে ফেরেন তিনি। পরের ওভারে অক্ষর প্যাটেলের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হন ইমাম উল হক। ফখর জামানের ইনজুরি কপাল খুলে দিয়েছিল তাঁর। কিন্তু কাজে লাগাতে পারলেন না সুযোগ। ২৬ বলে ১০ রান করেই ফিরতে হয় তাঁকে।

উদ্বোধনী জুটি বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন রিজওয়ান ও শাকিল। প্রথমে ধীরে খেললেও থিতু হওযার পর রানের গতি বাড়ানোর চেষ্টায় থাকেন তাঁরা। কিন্তু সেই সাজানো জুটিতে চিড় ধরান অক্ষর প্যাটেল। একবার জীবন পেয়েও সেটার সদ্ব্যবহার করতে পারেননি রিজওয়ান। অক্ষরকে বেরিয়ে এনে খেলতে গিয়ে নিজের স্টাম্প হারিয়ে ফেলেন তিনি। ফলে ভাঙ্গে ১০৩ রানের জুটি। ৭৭ বলে ৩ চারে ৪৬ রানে ফেরেন রিজওয়ান।

শাকিল অবশ্য ফিফটির দেখা পান, তবুও ইনিংস বড় করতে পারেননি তিনি। পান্ডিয়ার শিকার হয়ে ৭৬ বলে ৫ চারে ৬২ রানেই থামতে হয় তাঁকে। পরের সময়টা কেবলই ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। খুশদিল শাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩৯ বলে ২ ছক্কায় ৩৮ রানের বেশি করতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া পান্ডিয়া দুটি, হর্ষিত রানা, অক্ষর ও রবীন্দ্র জাদেজার শিকার একটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত