যে দিন গত হয়, তা আর কখনো ফিরে পাওয়া যায় না। এমন চিরন্তন সত্য জানার পরও মানুষ অতীতকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করেন, কিন্তু পান না। পরে তাই আবেগী হয়ে স্মৃতিকে রোমন্থন করতে থাকেন।
বাংলাদেশ দলের অতীতের এক মুহূর্ত নিয়ে আজ তেমনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশি অলরাউন্ডারও জানেন সেই মুহূর্তটা আর কখনো ফিরে পাবেন না তিনি। তবু অনেকের মতো একই কাজ করলেন তিনি। আসলে পুরোনো স্মৃতির প্রেম থেকে বের হতে পারছে না ৩৭ বছর বয়সী ব্যাটার।
সামাজিক মাধ্যমে তাই ২০১৯ সালের একটা ছবি শেয়ার না করে থাকতে পারলেন না মাহমুদউল্লাহ। ২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ট্রফি জয়ের আগে হোটেলে ক্যামেরাবন্দী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’, যার বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে।
সেদিন হোটেলে এক রুমে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম হাসিমুখে ফ্রেমবন্দী হয়েছিলেন। মাশরাফির নেতৃত্বাধীন তখনকার দলটির মাঠে এবং মাঠের বাইরে দারুণ সময় কাটানোর প্রতিচ্ছবি যেন এই ছবি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে তাই অতীতের সুখকর মুহূর্তগুলো হাতরাচ্ছেন মাহমুদউল্লাহ।
নিজের সামাজিক মাধ্যমে ছবিটি দিয়ে মাহমুদউল্লাহ ক্যাপশনে লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত ছিল। চলো আমরা মুহূর্তগুলো ফিরিয়ে আনি।’ সময়কে ধরে রাখার কোনো যন্ত্র আবিষ্কার হলে হয়তো এই ছবিকে দেয়ালে বেঁধে রাখতে দিতেন না মাহমুদউল্লাহ। সেটা নেই বলেই সতীর্থদের উদ্দেশে আবার সেই মুহূর্তগুলো ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর চাওয়া অবশ্য পূরণ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দহ রয়েছে। বিশেষ করে মাঠে। কারণ ২০১৯ বিশ্বকাপের পরেই জাতীয় দল থেকে অনেক দূরে সরে গেছেন মাশরাফি। বয়স ৪০ হলেও যদিও এখনো জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। সঙ্গে জাতীয় সংসদের সদস্য হওয়ায় তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে গত বছর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। গত মার্চের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে।
দুই ভায়রা ভাই মাহমুদউল্লাহ-মুশফিকও এখনো তিন সংস্করণে খেলেন না। টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর বিপরীতে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। তিন সংস্করণে ‘একমাত্র শেরপা’ হিসেবে পঞ্চপাণ্ডবের শুধু খেলছেন সাকিবই। মাশরাফির মতো সাকিবও এখন জাতীয় সংসদের সদস্য। একসঙ্গে তাই আবারও তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে লড়াইয়ে দেখার সম্ভাবনা নেই।
মাঠে না থাকলেও মাঠের বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানো কিন্তু রয়েছে। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের কারণেই নাকি তামিম বিদায় নিয়েছেন গত এক বছরে তেমনই শোনা যাচ্ছে। ফলে একসময়কার হরিহর আত্মার দুই বন্ধু তামিম-সাকিব এখন কেউ কারও সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখও দেখেন না। দুজনের সেই সম্পর্ক উষ্ণ হলেই মাহমুদউল্লাহর চাওয়াটা আবারও পূরণ হতে পারে। ভবিষ্যতে এমন ছবির জন্ম হবে কি না, সেটা আবারও সেই সময়ই বলে দেবে।
যে দিন গত হয়, তা আর কখনো ফিরে পাওয়া যায় না। এমন চিরন্তন সত্য জানার পরও মানুষ অতীতকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করেন, কিন্তু পান না। পরে তাই আবেগী হয়ে স্মৃতিকে রোমন্থন করতে থাকেন।
বাংলাদেশ দলের অতীতের এক মুহূর্ত নিয়ে আজ তেমনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশি অলরাউন্ডারও জানেন সেই মুহূর্তটা আর কখনো ফিরে পাবেন না তিনি। তবু অনেকের মতো একই কাজ করলেন তিনি। আসলে পুরোনো স্মৃতির প্রেম থেকে বের হতে পারছে না ৩৭ বছর বয়সী ব্যাটার।
সামাজিক মাধ্যমে তাই ২০১৯ সালের একটা ছবি শেয়ার না করে থাকতে পারলেন না মাহমুদউল্লাহ। ২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ট্রফি জয়ের আগে হোটেলে ক্যামেরাবন্দী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’, যার বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে।
সেদিন হোটেলে এক রুমে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম হাসিমুখে ফ্রেমবন্দী হয়েছিলেন। মাশরাফির নেতৃত্বাধীন তখনকার দলটির মাঠে এবং মাঠের বাইরে দারুণ সময় কাটানোর প্রতিচ্ছবি যেন এই ছবি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে তাই অতীতের সুখকর মুহূর্তগুলো হাতরাচ্ছেন মাহমুদউল্লাহ।
নিজের সামাজিক মাধ্যমে ছবিটি দিয়ে মাহমুদউল্লাহ ক্যাপশনে লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত ছিল। চলো আমরা মুহূর্তগুলো ফিরিয়ে আনি।’ সময়কে ধরে রাখার কোনো যন্ত্র আবিষ্কার হলে হয়তো এই ছবিকে দেয়ালে বেঁধে রাখতে দিতেন না মাহমুদউল্লাহ। সেটা নেই বলেই সতীর্থদের উদ্দেশে আবার সেই মুহূর্তগুলো ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর চাওয়া অবশ্য পূরণ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দহ রয়েছে। বিশেষ করে মাঠে। কারণ ২০১৯ বিশ্বকাপের পরেই জাতীয় দল থেকে অনেক দূরে সরে গেছেন মাশরাফি। বয়স ৪০ হলেও যদিও এখনো জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। সঙ্গে জাতীয় সংসদের সদস্য হওয়ায় তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে গত বছর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। গত মার্চের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে।
দুই ভায়রা ভাই মাহমুদউল্লাহ-মুশফিকও এখনো তিন সংস্করণে খেলেন না। টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর বিপরীতে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। তিন সংস্করণে ‘একমাত্র শেরপা’ হিসেবে পঞ্চপাণ্ডবের শুধু খেলছেন সাকিবই। মাশরাফির মতো সাকিবও এখন জাতীয় সংসদের সদস্য। একসঙ্গে তাই আবারও তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে লড়াইয়ে দেখার সম্ভাবনা নেই।
মাঠে না থাকলেও মাঠের বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানো কিন্তু রয়েছে। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের কারণেই নাকি তামিম বিদায় নিয়েছেন গত এক বছরে তেমনই শোনা যাচ্ছে। ফলে একসময়কার হরিহর আত্মার দুই বন্ধু তামিম-সাকিব এখন কেউ কারও সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখও দেখেন না। দুজনের সেই সম্পর্ক উষ্ণ হলেই মাহমুদউল্লাহর চাওয়াটা আবারও পূরণ হতে পারে। ভবিষ্যতে এমন ছবির জন্ম হবে কি না, সেটা আবারও সেই সময়ই বলে দেবে।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১১ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৩ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৪ ঘণ্টা আগে