Ajker Patrika

ডট বল নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ কোচ

ডট বল নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ১৬ রানে। ১০ বছরের গেরো খুলেছে কুড়ি ওভারের বিশ্বকাপে। এর আগে সর্বশেষ জয় পেয়েছিল তারা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

শুরুটা দারুণ হলেও পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালের আশা প্রায় শেষ বললেই চলে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে তারা। 

প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের অতীতের ভালো স্মৃতি মনে করেছেন প্রধান কোচ হাসান তিলকরত্নে। টি-টোয়েন্টিতে দুবার এবং ওয়ানডেতে তিনবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

হাসান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের জন্য খেলতে হবে। আমরা তাদের (অতীতেও) হারিয়েছি।’ ব্যাটিংয়ের পাশাপাশি আস্থার বোলিংটাও ভালো হচ্ছে না। তারপরও কিছুটা প্রতিরোধ গড়ছে বোলিংয়েই। উদ্বেগের জায়গা, গত দুই ম্যাচে প্রায় ১০ ওভার ডট দিয়েছেন ব্যাটাররা। 

ব্যাটিং নিয়ে বেশ চিন্তায় হাসানও, ‘ব্যাটিং নিয়ে আমরা উদ্বিগ্ন। ডট বল নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়গুলো নিয়ে আমরা এখনো কাজ করছি। গত ম্যাচে আমাদের ৫৭টি ডট বল গেছে। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ৬৩টি ডট বল দিয়েছিলাম। এ বিষয়গুলো আমাদের উন্নতি করতে হবে।’ 

ফিল্ডিংয়ের অবস্থাও নাজুক। হাসান বলেন, ‘হ্যাঁ, আমাদের ফিল্ডিং অবশ্যই স্ট্যান্ডার্ডের নিচে। তিন ম্যাচে আমরা মোট ৯টি ক্যাচ ছেড়েছি। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশ্বকাপের মতো আসরে নিজেদের এ ভুল লুকিয়ে রাখা সম্ভব নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত