Ajker Patrika

রোহিত-কোহলিদের প্রধান নির্বাচক আগারকার

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০: ২৩
রোহিত-কোহলিদের প্রধান নির্বাচক আগারকার

‘স্টিং অপারেশনের’ ফাঁদে পড়ে গত ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান চেতন শর্মা। ভারতের সাবেক পেস অলরাউন্ডারের সরে যাওয়ার পর থেকেই খালি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচকের পদ। সেই পদে এবার অজিত আগারকারকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই।

গতকাল আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ। এখন থেকে তাঁর নেতৃত্বেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের নির্বাচিত করা হবে কোনো সিরিজ বা টুর্নামেন্টের জন্য। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পেসারকে নিয়োগের বিষয়ে বিবৃতিতে বিসিসিআই লিখেছে, ‘সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জাপকে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) সাক্ষাৎকারের মাধ্য়মে নির্বাচক কমিটির চেয়ারম্যানকে বেছে নিয়েছে। সিএসির তিন সদস্যই অজিত আগারকারের নাম সুপারিশ করেছেন।’

অবশ্য আগারকার যে প্রধান নির্বাচক হতে যাচ্ছেন, তা অনেক আগে থেকেই জানা যাচ্ছিল। ভারতীয় পেস অলরাউন্ডার অন্যান্য আবেদনকারীর চেয়ে অভিজ্ঞতাসহ অন্যান্য মানদণ্ডে এগিয়ে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক খেলার অভিজ্ঞতার সঙ্গে মুম্বাইয়ের হয়ে দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি।

প্রায় এক দশকের ক্যারিয়ারে ১৯১টি ওয়ানডেতে ২৮৮ উইকেট নিয়েছেন আগারকার। রান করেছেন ১২৬৯। ২৬ টেস্টে উইকেট নিয়েছেন ৫৮টি। দীর্ঘ সংস্করণে ৫৭১ রান করছেন। ২০০২ সালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে একমাত্র টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তিনি। আর চার টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৪৫ বছর বয়সী পেসার উইকেট নিয়েছেন ৩টি এবং রান করেছেন ১৫। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত