Ajker Patrika

বিসিবি এইচপির কাছে পাত্তাই পেল না মেলবোর্ন

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২: ০৮
বিসিবি এইচপির কাছে পাত্তাই পেল না মেলবোর্ন

ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল না খেললেও বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ভক্ত-সমর্থকেরা। প্রবাসী দর্শকদের উপস্থিতিতে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে বিসিবি এইচপি। 

গার্ডেনস ওভালে টপ এন্ড টি-টোয়েন্ট সিরিজে আজ ১৭০ রানের লক্ষ্যে নেমে মেলবোর্ন রেনেগেডস শুরুটা করে দুর্দান্ত। হ্যারি ডিক্সন, জোশুয়া ব্রাউন দুই ওপেনারের ব্যাটিংয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে রেনেগেডস করে ৩৪ রান। রেনেগেডসের সর্বোচ্চ জুটি এটাই। পঞ্চম ওভারের প্রথম বলে ডিক্সনকে বোল্ড করে ভাঙন ধরানোর কাজ শুরু করেন আবু হায়দার রনি। ১৭ বলে ৩ চারে ১৬ রান করেন ডিক্সন। 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মেলবোর্ন রেনেগেডসের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৫ উইকেটে ৯১ রান। বিপর্যয়ে পড়া রেনেগেডস গুটিয়ে গেছে চোখের পলকেই। ৮ বলে ২ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৯৩ রানে অলআউট হয়েছে রেনেগেডস। সর্বোচ্চ ১৯ রান করেন ব্রাউন। ১৫ বলের ইনিংসে মেরেছেন ২ ছক্কা। ৩ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে বিসিবি এইচপির সেরা বোলার রিপন মন্ডল। ১২ বল ডট দিয়েছেন। রিপনের সমান ৩ উইকেট নিয়েছেন রাকিবুল ইসলাম। ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেছেন তিনি। 

বিসিবি এইচপির ম্যাচেও গার্ডেনস ওভালের গ্যালারিতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। ছবি: বিসিবিএর আগে প্রথমে ব্যাটিং করে বিধ্বংসী শুরু করে আকবর আলীর নেতৃত্বাধীন বিসিবি এইচপি। ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান করে এইচপি। তানজিদ হাসান তামিম ৯ বলে ৪ চারে করেন ১৭ রান। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এইচপি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন পারভেজ হোসেন ইমন। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৭ চার ও ২ ছক্কা। রেনেগেডসের সেরা বোলার ম্যাট হেনিগ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভার বোলিংয়ে খরচ করেছেন ২৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত