Ajker Patrika

টেস্ট ইতিহাসে প্রথম ‘বিব্রতকর’ রেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ওপেনার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪: ০২
টেস্ট ইতিহাসে প্রথম ‘বিব্রতকর’ রেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ওপেনার

কত রেকর্ডই না হয় ক্রিকেটে। সংখ্যার খেলা বলেই হয়তো রেকর্ডের সংখ্যাও বেশি। তেমনি এক রেকর্ড হয়েছে আজ সিডনি টেস্টে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম। 

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আজকের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এমন রেকর্ড অবশ্য কোনো ব্যাটারই আশা করেন না। 

কিন্তু কখনো কখনো এমন বিব্রতকর রেকর্ড না চাইলেও হয়ে যায়। আজ সেটাই হয়েছে আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সঙ্গে। শুরুটা হয়েছে শফিককে দিয়ে। সিডনি টেস্টের প্রথম ওভারে মিচেল স্টার্কের করা দ্বিতীয় বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া পেসারের বলটা এতটাই বাইরে ছিল যে উইকেটে আরও তিন স্ট্যাম্প যুক্ত করে ছেড়ে দিলেও আউট হতেন না পাকিস্তানি ওপেনার। 

কিন্তু কী মনে করে যেন খোঁচা দিতে গেলেন শফিক। ২ বলে কোনো রান করে জীবন দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আরেক ওপেনার আইয়ুবও শূন্য রানে আউট হয়েছেন ২ বল খেলে। তাঁকে উইকেটের পেছনে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন জশ হ্যাজলউড। এতে করে আইয়ুবের জন্য অভিষেক ইনিংসটা দুঃস্বপ্ন হয়ে থাকল। 

টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর পাকিস্তানের এটি প্রথম ঘটনা। সেবার পার্থ টেস্টে ‘ডাক’ মেরেছিলেন পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত