কত রেকর্ডই না হয় ক্রিকেটে। সংখ্যার খেলা বলেই হয়তো রেকর্ডের সংখ্যাও বেশি। তেমনি এক রেকর্ড হয়েছে আজ সিডনি টেস্টে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আজকের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এমন রেকর্ড অবশ্য কোনো ব্যাটারই আশা করেন না।
কিন্তু কখনো কখনো এমন বিব্রতকর রেকর্ড না চাইলেও হয়ে যায়। আজ সেটাই হয়েছে আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সঙ্গে। শুরুটা হয়েছে শফিককে দিয়ে। সিডনি টেস্টের প্রথম ওভারে মিচেল স্টার্কের করা দ্বিতীয় বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া পেসারের বলটা এতটাই বাইরে ছিল যে উইকেটে আরও তিন স্ট্যাম্প যুক্ত করে ছেড়ে দিলেও আউট হতেন না পাকিস্তানি ওপেনার।
কিন্তু কী মনে করে যেন খোঁচা দিতে গেলেন শফিক। ২ বলে কোনো রান করে জীবন দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আরেক ওপেনার আইয়ুবও শূন্য রানে আউট হয়েছেন ২ বল খেলে। তাঁকে উইকেটের পেছনে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন জশ হ্যাজলউড। এতে করে আইয়ুবের জন্য অভিষেক ইনিংসটা দুঃস্বপ্ন হয়ে থাকল।
টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর পাকিস্তানের এটি প্রথম ঘটনা। সেবার পার্থ টেস্টে ‘ডাক’ মেরেছিলেন পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান।
কত রেকর্ডই না হয় ক্রিকেটে। সংখ্যার খেলা বলেই হয়তো রেকর্ডের সংখ্যাও বেশি। তেমনি এক রেকর্ড হয়েছে আজ সিডনি টেস্টে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আজকের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এমন রেকর্ড অবশ্য কোনো ব্যাটারই আশা করেন না।
কিন্তু কখনো কখনো এমন বিব্রতকর রেকর্ড না চাইলেও হয়ে যায়। আজ সেটাই হয়েছে আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সঙ্গে। শুরুটা হয়েছে শফিককে দিয়ে। সিডনি টেস্টের প্রথম ওভারে মিচেল স্টার্কের করা দ্বিতীয় বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া পেসারের বলটা এতটাই বাইরে ছিল যে উইকেটে আরও তিন স্ট্যাম্প যুক্ত করে ছেড়ে দিলেও আউট হতেন না পাকিস্তানি ওপেনার।
কিন্তু কী মনে করে যেন খোঁচা দিতে গেলেন শফিক। ২ বলে কোনো রান করে জীবন দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আরেক ওপেনার আইয়ুবও শূন্য রানে আউট হয়েছেন ২ বল খেলে। তাঁকে উইকেটের পেছনে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন জশ হ্যাজলউড। এতে করে আইয়ুবের জন্য অভিষেক ইনিংসটা দুঃস্বপ্ন হয়ে থাকল।
টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর পাকিস্তানের এটি প্রথম ঘটনা। সেবার পার্থ টেস্টে ‘ডাক’ মেরেছিলেন পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
২ ঘণ্টা আগেঅবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
৫ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের অনুসন্ধান দল। এবার তাদের নজরে রয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাই প্রক্রিয়া এবং বোর্ডের ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ স্থানান্তরের স্বচ্ছতা।
৫ ঘণ্টা আগেআর কিছু সময় ব্যাটিং করতে পারলে ম্যাচ হতো ড্র। কিন্তু আদিত্য অশোক ও জায়ডেন লেনক্সের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে খেই হারায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সিলেটে চার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
৫ ঘণ্টা আগে