কত রেকর্ডই না হয় ক্রিকেটে। সংখ্যার খেলা বলেই হয়তো রেকর্ডের সংখ্যাও বেশি। তেমনি এক রেকর্ড হয়েছে আজ সিডনি টেস্টে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আজকের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এমন রেকর্ড অবশ্য কোনো ব্যাটারই আশা করেন না।
কিন্তু কখনো কখনো এমন বিব্রতকর রেকর্ড না চাইলেও হয়ে যায়। আজ সেটাই হয়েছে আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সঙ্গে। শুরুটা হয়েছে শফিককে দিয়ে। সিডনি টেস্টের প্রথম ওভারে মিচেল স্টার্কের করা দ্বিতীয় বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া পেসারের বলটা এতটাই বাইরে ছিল যে উইকেটে আরও তিন স্ট্যাম্প যুক্ত করে ছেড়ে দিলেও আউট হতেন না পাকিস্তানি ওপেনার।
কিন্তু কী মনে করে যেন খোঁচা দিতে গেলেন শফিক। ২ বলে কোনো রান করে জীবন দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আরেক ওপেনার আইয়ুবও শূন্য রানে আউট হয়েছেন ২ বল খেলে। তাঁকে উইকেটের পেছনে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন জশ হ্যাজলউড। এতে করে আইয়ুবের জন্য অভিষেক ইনিংসটা দুঃস্বপ্ন হয়ে থাকল।
টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর পাকিস্তানের এটি প্রথম ঘটনা। সেবার পার্থ টেস্টে ‘ডাক’ মেরেছিলেন পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান।
কত রেকর্ডই না হয় ক্রিকেটে। সংখ্যার খেলা বলেই হয়তো রেকর্ডের সংখ্যাও বেশি। তেমনি এক রেকর্ড হয়েছে আজ সিডনি টেস্টে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আজকের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এমন রেকর্ড অবশ্য কোনো ব্যাটারই আশা করেন না।
কিন্তু কখনো কখনো এমন বিব্রতকর রেকর্ড না চাইলেও হয়ে যায়। আজ সেটাই হয়েছে আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সঙ্গে। শুরুটা হয়েছে শফিককে দিয়ে। সিডনি টেস্টের প্রথম ওভারে মিচেল স্টার্কের করা দ্বিতীয় বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া পেসারের বলটা এতটাই বাইরে ছিল যে উইকেটে আরও তিন স্ট্যাম্প যুক্ত করে ছেড়ে দিলেও আউট হতেন না পাকিস্তানি ওপেনার।
কিন্তু কী মনে করে যেন খোঁচা দিতে গেলেন শফিক। ২ বলে কোনো রান করে জীবন দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আরেক ওপেনার আইয়ুবও শূন্য রানে আউট হয়েছেন ২ বল খেলে। তাঁকে উইকেটের পেছনে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন জশ হ্যাজলউড। এতে করে আইয়ুবের জন্য অভিষেক ইনিংসটা দুঃস্বপ্ন হয়ে থাকল।
টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর পাকিস্তানের এটি প্রথম ঘটনা। সেবার পার্থ টেস্টে ‘ডাক’ মেরেছিলেন পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৪ মিনিট আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
২ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩ ঘণ্টা আগে