টপ এন্ড সিরিজের শুরুটা বিসিবি এইচপি পারফরম্যান্স (এইচপি) শুরু করেছে দারুণভাবে। মেলবোর্ন রেনেগেডসকে নিয়ে ছেলেখেলা করেছে আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি। অস্ট্রেলিয়ায় চলমান টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলে যেতে চায় এইচপি।
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন প্রবাসী দর্শকেরা। প্রবাসী ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন আকবর-রিপন মন্ডল-রাকিবুল ইসলামরা। যেখানে শেষ ৫ উইকেট মেলবোর্ন রেনেগেডস ১৫.২ ওভারে অলআউট হয়েছে ৯৩ রানে। রিপন, রাকিবুল নিয়েছেন তিনটি করে উইকেট। যেখানে ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেন রাকিবুল। দুর্দান্ত জয়ের পর বিসিবি প্রচারিত ভিডিওতে রাকিবুল বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। এরকম একটা টুর্নামেন্টের শুরুতে ম্যাচ জেতা খুবই প্রয়োজন ছিল। ব্যাটিং, বোলিং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পেরেছি। সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আমরা যেভাবে প্রথম ম্যাচটা জিতে শুরু করেছি, এই আত্মবিশ্বাস ধরে রেখে বাকি ম্যাচগুলো খেলব।’
রেনেগেডস ম্যাচের পরের দিনই মাঠে নামতে হচ্ছে বিসিবি এইচপিকে। বাংলাদেশ সময় আগামীকাল বেলা আড়াইটায় বিগ ব্যাশের আরেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে এইচপি। বিগ ব্যাশে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সের বিরুদ্ধে বিসিবি এইচপি খেলবে ১৭ আগস্ট। অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশের টিমের বিপক্ষে এমন পারফরম্যান্স অনেক অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাকিবুল। এই অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলে কাজে লাগাতে চান তরুণ বাঁহাতি স্পিনার।
প্রথমে ব্যাটিং করে বিসিবি এইচপি ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে বিসিবি এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নেমে ৪৮ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। যেখানে বিধ্বংসী ব্যাটিংয়ের পথে এইচপির এক পর্যায়ে স্কোর হয়ে যায় ১০.৫ ওভারে ৪ উইকেটে ৯২ রান। পঞ্চম উইকেট জুটিতে অনূর্ধ্ব-১৯ দলের আরেক সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ইমন ৫১ রানের জুটি গড়েছেন। ইমন বলেন,
‘লক্ষ্য ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রক্রিয়া মেনে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা শুরুতে তাড়াতাড়ি উইকেট হারিয়েছি। চেষ্টা করছি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার।’ রাকিবুলের মতো ইমনও মনে করেন, বিগ ব্যাশের দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে দেবে।
টপ এন্ড সিরিজের শুরুটা বিসিবি এইচপি পারফরম্যান্স (এইচপি) শুরু করেছে দারুণভাবে। মেলবোর্ন রেনেগেডসকে নিয়ে ছেলেখেলা করেছে আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি। অস্ট্রেলিয়ায় চলমান টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলে যেতে চায় এইচপি।
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন প্রবাসী দর্শকেরা। প্রবাসী ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন আকবর-রিপন মন্ডল-রাকিবুল ইসলামরা। যেখানে শেষ ৫ উইকেট মেলবোর্ন রেনেগেডস ১৫.২ ওভারে অলআউট হয়েছে ৯৩ রানে। রিপন, রাকিবুল নিয়েছেন তিনটি করে উইকেট। যেখানে ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেন রাকিবুল। দুর্দান্ত জয়ের পর বিসিবি প্রচারিত ভিডিওতে রাকিবুল বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। এরকম একটা টুর্নামেন্টের শুরুতে ম্যাচ জেতা খুবই প্রয়োজন ছিল। ব্যাটিং, বোলিং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পেরেছি। সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আমরা যেভাবে প্রথম ম্যাচটা জিতে শুরু করেছি, এই আত্মবিশ্বাস ধরে রেখে বাকি ম্যাচগুলো খেলব।’
রেনেগেডস ম্যাচের পরের দিনই মাঠে নামতে হচ্ছে বিসিবি এইচপিকে। বাংলাদেশ সময় আগামীকাল বেলা আড়াইটায় বিগ ব্যাশের আরেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে এইচপি। বিগ ব্যাশে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সের বিরুদ্ধে বিসিবি এইচপি খেলবে ১৭ আগস্ট। অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশের টিমের বিপক্ষে এমন পারফরম্যান্স অনেক অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাকিবুল। এই অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলে কাজে লাগাতে চান তরুণ বাঁহাতি স্পিনার।
প্রথমে ব্যাটিং করে বিসিবি এইচপি ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে বিসিবি এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নেমে ৪৮ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। যেখানে বিধ্বংসী ব্যাটিংয়ের পথে এইচপির এক পর্যায়ে স্কোর হয়ে যায় ১০.৫ ওভারে ৪ উইকেটে ৯২ রান। পঞ্চম উইকেট জুটিতে অনূর্ধ্ব-১৯ দলের আরেক সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ইমন ৫১ রানের জুটি গড়েছেন। ইমন বলেন,
‘লক্ষ্য ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রক্রিয়া মেনে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা শুরুতে তাড়াতাড়ি উইকেট হারিয়েছি। চেষ্টা করছি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার।’ রাকিবুলের মতো ইমনও মনে করেন, বিগ ব্যাশের দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে দেবে।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১১ ঘণ্টা আগে