বিলাসবহুল বাড়িতে থাকার ইচ্ছা সবারই থাকে। খেলোয়াড়দের এ বিষয়ে আগ্রহ অন্যদের চেয়ে কিছুটা বেশিই। স্টিভেন স্মিথও এর বাইরে নন। তবে পরিবার নিয়ে বসবাসের চেয়েও তাঁর আগ্রহ বাড়ি বিক্রির ব্যবসাতে। তিনি ও তাঁর স্ত্রী দানি উইলিস রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন কয়েক বছর আগে। এবার অজি দম্পতি দুই বছর আগে কেনা এক বিলাসবহুল বাড়ি বিক্রি করেছেন ১১৫ কোটি টাকায়। বাড়িটি বিক্রি করে তাঁরা লাভ করেছেন প্রায় ৪৯ কোটি টাকা।
এ মুহূর্তে স্মিথ অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কা সফরে। অজি ক্রিকেটার দ্বিতীয় টেস্ট খেলছেন গলে। বাড়ি বিক্রির সাফল্যের সঙ্গে তিনি মাঠেও সাফল্য পেয়েছেন। সাবেক অধিনায়ক গল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৬ ইনিংস পর সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর অনুপস্থিতেই অস্ট্রেলিয়ায় অবস্থিত স্ত্রী উইলিস বৃহস্পতিবার এক আলিসান বাড়ি নিলামে তুলেছিলেন। পরে ১১৫ কোটি টাকায় বাড়িটি বিক্রি করেছেন অজি ব্যাটারের স্ত্রী। কেনা ও সংস্কারকাজের খরচ বাদ দিলে বাড়িটি বিক্রি করে দম্পতির লাভ হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। চার রিয়েল এস্টেট কোম্পানি নিলামে অংশগ্রহণ করেছিল। এই দম্পতি বাড়িটিতে ছিলেন প্রায় দুই বছর।
স্মিথ-উইলিস দম্পত্তির বাড়িটি ছিল সিডনির কিংস রোডে। তাঁরা চার বেডরুম ও তিন বাথরুমের বাড়িটি কিনেছিলেন ২০২০ সালে। বাড়িটি কিনতে এই দম্পতির খরচ হয়েছিল ৬১ কোটি টাকা। পরে ৫ কোটি ২২ লাখ টাকায় সংস্কারকাজ করে বাড়িটির চেহারা বদলে ফেলেন। ৭৬৬ বর্গমিটারের বাড়িতে ছিল আধুনিক যুগের সকল সুযোগ-সুবিধা। তাঁদের বাসাটিতে ছিল ব্রেকফাস্ট বার, হোম থিয়েটার, তাপানুকূল সুইমিং পুল, ফায়ার প্লেস, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত রিমোট পদ্ধতি, ডাবল গ্যারেজ সঙ্গে ছিল অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাও। তাঁদের বাড়িটি থেকে সিডনি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যেত। বাড়িটির স্থপতি ছিলেন ম্যাককিম ডিজাইন।
বিলাসবহুল বাড়িতে থাকার ইচ্ছা সবারই থাকে। খেলোয়াড়দের এ বিষয়ে আগ্রহ অন্যদের চেয়ে কিছুটা বেশিই। স্টিভেন স্মিথও এর বাইরে নন। তবে পরিবার নিয়ে বসবাসের চেয়েও তাঁর আগ্রহ বাড়ি বিক্রির ব্যবসাতে। তিনি ও তাঁর স্ত্রী দানি উইলিস রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন কয়েক বছর আগে। এবার অজি দম্পতি দুই বছর আগে কেনা এক বিলাসবহুল বাড়ি বিক্রি করেছেন ১১৫ কোটি টাকায়। বাড়িটি বিক্রি করে তাঁরা লাভ করেছেন প্রায় ৪৯ কোটি টাকা।
এ মুহূর্তে স্মিথ অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কা সফরে। অজি ক্রিকেটার দ্বিতীয় টেস্ট খেলছেন গলে। বাড়ি বিক্রির সাফল্যের সঙ্গে তিনি মাঠেও সাফল্য পেয়েছেন। সাবেক অধিনায়ক গল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৬ ইনিংস পর সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর অনুপস্থিতেই অস্ট্রেলিয়ায় অবস্থিত স্ত্রী উইলিস বৃহস্পতিবার এক আলিসান বাড়ি নিলামে তুলেছিলেন। পরে ১১৫ কোটি টাকায় বাড়িটি বিক্রি করেছেন অজি ব্যাটারের স্ত্রী। কেনা ও সংস্কারকাজের খরচ বাদ দিলে বাড়িটি বিক্রি করে দম্পতির লাভ হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। চার রিয়েল এস্টেট কোম্পানি নিলামে অংশগ্রহণ করেছিল। এই দম্পতি বাড়িটিতে ছিলেন প্রায় দুই বছর।
স্মিথ-উইলিস দম্পত্তির বাড়িটি ছিল সিডনির কিংস রোডে। তাঁরা চার বেডরুম ও তিন বাথরুমের বাড়িটি কিনেছিলেন ২০২০ সালে। বাড়িটি কিনতে এই দম্পতির খরচ হয়েছিল ৬১ কোটি টাকা। পরে ৫ কোটি ২২ লাখ টাকায় সংস্কারকাজ করে বাড়িটির চেহারা বদলে ফেলেন। ৭৬৬ বর্গমিটারের বাড়িতে ছিল আধুনিক যুগের সকল সুযোগ-সুবিধা। তাঁদের বাসাটিতে ছিল ব্রেকফাস্ট বার, হোম থিয়েটার, তাপানুকূল সুইমিং পুল, ফায়ার প্লেস, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত রিমোট পদ্ধতি, ডাবল গ্যারেজ সঙ্গে ছিল অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাও। তাঁদের বাড়িটি থেকে সিডনি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যেত। বাড়িটির স্থপতি ছিলেন ম্যাককিম ডিজাইন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সাধারণ সম্মেলন কবে হবে, তা অবশেষে জানা গেল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে হতে যাচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন। এই সভায় আলোচনা হতে পারে ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে।
১৬ মিনিট আগে৬৭ বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। শুধু একবার নয়, ছয়বার তা অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম লেখান কিংবদন্তি এই সাঁতারু। তাঁর দেখানো পথ অনুসরণ করেন আব্দুল মালেক ও মোশাররফ হোসেনও। কিন্তু এরপর কেটে গেছে ৩৭ বছর।
৩২ মিনিট আগেলিগ ওয়ান, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ব্যতিক্রম সিরি ‘আ’। উত্তেজনা ধরে রেখেই শেষ রাউন্ডে গড়িয়েছে ইতালির শীর্ষ ফুটবল লিগ। এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগ টেবিলের শীর্ষে ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য নাপোলি।
১ ঘণ্টা আগেশারজায় গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে একের পর এক চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে হারানোর চমক তো রয়েছেই। ম্যাচ শেষে বাংলায় কথা বললেন আমিরাতের এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগে