ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সাধারণ সম্মেলন কবে হবে, তা অবশেষে জানা গেল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে হতে যাচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন। এই সভায় আলোচনা হতে পারে ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে।
আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন নিয়ে ক্রিকবাজ গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষিতে এই সম্মেলনের অনেক গুরুত্ব রয়েছে। বিশ্ব ক্রিকেট প্রশাসকেরা ধারণা করছেন ভারত-পাকিস্তান সাম্প্রতিক ইস্যু বার্ষিক সম্মেলনে অনেক গুরুত্ব দিয়ে দেখা হতে পারে। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া বার্ষিক সম্মেলন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর কাছে প্রথম। জয় এর আগে আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন। তিনি গত বছরের আগস্টে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন।
আইসিসির সহযোগী দলের প্রধান নির্বাহী কমিটির (সিইসি) নির্বাচনও হতে পারে সিঙ্গাপুরের সভায়। সহযোগী দলগুলো থেকে তিন প্রতিনিধি সিইসিতে নির্বাচিত হবেন। ক্রিকেট কানাডার রাশপাল বাজওয়া, ডেনিশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উমাইর বাট ও বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুমোদ দামোদর বর্তমানে সিইসিতে আছেন। ৪৫ সহযোগী দেশের ইলেকটোরাল কোলাজের মাধ্যমে তিন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত প্রতিনিধিরা দুই বছর থাকবেন সিইসিতে।
ক্রিকবাজ এর আগে এক প্রতিবেদন প্রকাশ করেছিল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টি-টোয়েন্টি সংস্করণে হতে পারে। এমনকি ওয়ানডেতে দুই নতুন বল ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছিল। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া আইসিসির বার্ষিক সভায় এই দুই ব্যাপারে সুপারিশ করা হতে পারে বলে আশা করছেন অনেকে।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরই ভারত-পাকিস্তানের সম্পর্ক বেশ খারাপ। ক্রিকেটও এর প্রভাবমুক্ত নয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে জানা যায়, এশিয়া কাপ থেকে ভারত নিজেদের গুটিয়ে নিতে পারে। নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ, ছেলেদের এশিয়া কাপ—দুটি টুর্নামেন্টই রয়েছে সেই তালিকায়। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার প্রতিবেদন অস্বীকার করেছে।
আরও পড়ুন:
ক্রিকেটে পাকিস্তানকে বেকায়দায় ফেলতেই কি ভারতের এমন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সাধারণ সম্মেলন কবে হবে, তা অবশেষে জানা গেল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে হতে যাচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন। এই সভায় আলোচনা হতে পারে ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে।
আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন নিয়ে ক্রিকবাজ গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষিতে এই সম্মেলনের অনেক গুরুত্ব রয়েছে। বিশ্ব ক্রিকেট প্রশাসকেরা ধারণা করছেন ভারত-পাকিস্তান সাম্প্রতিক ইস্যু বার্ষিক সম্মেলনে অনেক গুরুত্ব দিয়ে দেখা হতে পারে। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া বার্ষিক সম্মেলন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর কাছে প্রথম। জয় এর আগে আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন। তিনি গত বছরের আগস্টে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন।
আইসিসির সহযোগী দলের প্রধান নির্বাহী কমিটির (সিইসি) নির্বাচনও হতে পারে সিঙ্গাপুরের সভায়। সহযোগী দলগুলো থেকে তিন প্রতিনিধি সিইসিতে নির্বাচিত হবেন। ক্রিকেট কানাডার রাশপাল বাজওয়া, ডেনিশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উমাইর বাট ও বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুমোদ দামোদর বর্তমানে সিইসিতে আছেন। ৪৫ সহযোগী দেশের ইলেকটোরাল কোলাজের মাধ্যমে তিন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত প্রতিনিধিরা দুই বছর থাকবেন সিইসিতে।
ক্রিকবাজ এর আগে এক প্রতিবেদন প্রকাশ করেছিল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টি-টোয়েন্টি সংস্করণে হতে পারে। এমনকি ওয়ানডেতে দুই নতুন বল ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছিল। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া আইসিসির বার্ষিক সভায় এই দুই ব্যাপারে সুপারিশ করা হতে পারে বলে আশা করছেন অনেকে।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরই ভারত-পাকিস্তানের সম্পর্ক বেশ খারাপ। ক্রিকেটও এর প্রভাবমুক্ত নয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে জানা যায়, এশিয়া কাপ থেকে ভারত নিজেদের গুটিয়ে নিতে পারে। নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ, ছেলেদের এশিয়া কাপ—দুটি টুর্নামেন্টই রয়েছে সেই তালিকায়। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার প্রতিবেদন অস্বীকার করেছে।
আরও পড়ুন:
ক্রিকেটে পাকিস্তানকে বেকায়দায় ফেলতেই কি ভারতের এমন সিদ্ধান্ত
উইন্ডিজ বোর্ডের সভা জ্যামাইকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। ডেকেছে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের নামী সব সাবেক ক্রিকেটারকে। তবে ২৭ রানে অলআউট হওয়ার যন্ত্রণা তাড়া করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের...
১১ মিনিট আগেফাইনালের সম্ভাবনা জাগিয়েও চীনের ডাজুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ নারী দলকে। আইরিন রিয়ার জন্য টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে আলাদাভাবে। ৫ গোল করে হয়েছেন আসরের সেরা উদীয়মান তারকা। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ১৭ বছর বয়সী এই খেলোয়াড় শোনালেন প্রাপ্য..
৪৩ মিনিট আগেপ্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দুই দলের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস।
১ ঘণ্টা আগেগল টেস্ট ড্র করে কলম্বোয় বাংলাদেশ এসেছিল টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। কলম্বোতেই ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেই কলম্বোয় বাংলাদেশ এবার এসেছে টি-টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে। টেস্ট আর ওয়ানডে সিরিজ জেতার সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ পারেনি। টি-টোয়েন্টিতে ভিন্ন কিছুর..
২ ঘণ্টা আগে