ক্রীড়া ডেস্ক
ভারতকে মেলবোর্ন টেস্টে হারানোর মধ্য দিয়ে শেষ হয় ২০২৪ সালের টেস্ট অধ্যায়। তার পরই গতকাল বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রাভিস হেডের। একাদশে ইংল্যান্ডের তিনজন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত দুজন করে, একজন করে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জসপ্রীত বুমরাকে। ওপেনিংয়ে রেখেছে ২০২৪ সালে রানের ফুলকি ছোটানো ভারতীয় ব্যাটার যশস্বী জয়েসওয়ালকে। ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিসহ ১৬ টেস্টে ২৯ ইনিংসে ১৪৭৮ রান করেছেন এ তরুণ ব্যাটার। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অপরাজিত ২১৪ রান। বুমরা গত এক বছরে টেস্টে নিয়েছেন সর্বোচ্চ ৭১ উইকেট। নেতৃত্ব দিয়েছেন একটি টেস্টে।
আরেক ওপেনার ইংল্যান্ডের বেন ডাকেট রেখেছে সিএ। মিডল অর্ডারে জো রুট, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস সুযোগ পেয়েছেন। উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। পেস বোলিং আক্রমণে বুমরার পাশাপাশি আছেন জশ হ্যাজেলউড ও ম্যাট হেনরি।
সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ রয়েছেন। এ ছাড়া জায়গা পাননি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। কামিন্স এ বছর ৯ টেস্টে শিকার করেছেন ৩৭ উইকেট। বোলিং গড় ২৪.৮০। জায়গা পাননি ২০২৪ সালে ১১ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ—৫২ উইকেটশিকারি ইংল্যান্ডের গাস আটকিনসনও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়েসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জাসপ্রীত বুমরা (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও কেশব মহারাজ।
ভারতকে মেলবোর্ন টেস্টে হারানোর মধ্য দিয়ে শেষ হয় ২০২৪ সালের টেস্ট অধ্যায়। তার পরই গতকাল বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রাভিস হেডের। একাদশে ইংল্যান্ডের তিনজন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত দুজন করে, একজন করে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জসপ্রীত বুমরাকে। ওপেনিংয়ে রেখেছে ২০২৪ সালে রানের ফুলকি ছোটানো ভারতীয় ব্যাটার যশস্বী জয়েসওয়ালকে। ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিসহ ১৬ টেস্টে ২৯ ইনিংসে ১৪৭৮ রান করেছেন এ তরুণ ব্যাটার। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অপরাজিত ২১৪ রান। বুমরা গত এক বছরে টেস্টে নিয়েছেন সর্বোচ্চ ৭১ উইকেট। নেতৃত্ব দিয়েছেন একটি টেস্টে।
আরেক ওপেনার ইংল্যান্ডের বেন ডাকেট রেখেছে সিএ। মিডল অর্ডারে জো রুট, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস সুযোগ পেয়েছেন। উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। পেস বোলিং আক্রমণে বুমরার পাশাপাশি আছেন জশ হ্যাজেলউড ও ম্যাট হেনরি।
সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ রয়েছেন। এ ছাড়া জায়গা পাননি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। কামিন্স এ বছর ৯ টেস্টে শিকার করেছেন ৩৭ উইকেট। বোলিং গড় ২৪.৮০। জায়গা পাননি ২০২৪ সালে ১১ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ—৫২ উইকেটশিকারি ইংল্যান্ডের গাস আটকিনসনও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়েসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জাসপ্রীত বুমরা (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও কেশব মহারাজ।
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে