নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল ফিরেছেন ফিরেছেন কাল রাতে। দেশে ফিরেই তারকা অলরাউন্ডার গিয়েছিলেন নিজ এলাকা মাগুরায়। সেখান থেকে আজ রাতেই ঢাকায় ফেরার কথা। কিন্তু কাল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডির হয়ে সুপার লিগ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এরই মধ্যে জানা গেছে, ডিপিএলের দুটি ম্যাচ খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বে তিনি খেলবেন না। নির্বাচকেরাও জানিয়েছেন, সাকিব নিজ থেকেই প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকতেই তিনি বলেছেন, ‘আলোচনার মাধ্যমেই (চূড়ান্ত) হয়, আমার ইচ্ছেমতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নেই।’
আজকের পত্রিকার মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, সকালে মাগুরা আসার পর সংসদ সদস্য সাকিব যান জেলা প্রশাসক কার্যালয়ে। দুপুরে তাঁর বাড়ির কাছে কেশব মোড়ের অফিসে কিছুক্ষণ বসেন। সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা। তাঁর দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগামীকাল বিকেএসপিতে ডিপিএল সুপার লিগে খেলবে আবাহনীর বিপক্ষে। তবে মাঠে নামতে পারছেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। শেখ জামালের সুপার লিগের বাকি দুই ম্যাচ গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। কাল না খেললে ৩ ও ৬ মে খেলবেন সাকিব।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব খেলেছেন মাত্র এক ম্যাচ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অবশ্য আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। করেছেন ৫১ রান, বোলিংয়ে ১৪৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
আরও পড়ুন:
লম্বা ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল ফিরেছেন ফিরেছেন কাল রাতে। দেশে ফিরেই তারকা অলরাউন্ডার গিয়েছিলেন নিজ এলাকা মাগুরায়। সেখান থেকে আজ রাতেই ঢাকায় ফেরার কথা। কিন্তু কাল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডির হয়ে সুপার লিগ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এরই মধ্যে জানা গেছে, ডিপিএলের দুটি ম্যাচ খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বে তিনি খেলবেন না। নির্বাচকেরাও জানিয়েছেন, সাকিব নিজ থেকেই প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকতেই তিনি বলেছেন, ‘আলোচনার মাধ্যমেই (চূড়ান্ত) হয়, আমার ইচ্ছেমতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নেই।’
আজকের পত্রিকার মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, সকালে মাগুরা আসার পর সংসদ সদস্য সাকিব যান জেলা প্রশাসক কার্যালয়ে। দুপুরে তাঁর বাড়ির কাছে কেশব মোড়ের অফিসে কিছুক্ষণ বসেন। সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা। তাঁর দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগামীকাল বিকেএসপিতে ডিপিএল সুপার লিগে খেলবে আবাহনীর বিপক্ষে। তবে মাঠে নামতে পারছেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। শেখ জামালের সুপার লিগের বাকি দুই ম্যাচ গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। কাল না খেললে ৩ ও ৬ মে খেলবেন সাকিব।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব খেলেছেন মাত্র এক ম্যাচ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অবশ্য আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। করেছেন ৫১ রান, বোলিংয়ে ১৪৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
আরও পড়ুন:
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোচদের ‘ব্র্যান্ড’ হিসেবে খ্যাতি রয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনের। তাঁর হাত ধরেই সাকিব আল হাসান থেকে শুরু করে হালের জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা তৈরি হচ্ছেন।
২৪ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
১ ঘণ্টা আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২ ঘণ্টা আগে