Ajker Patrika

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান কোহলির

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান কোহলির

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার। 

আজ গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ বলে অপরাজিত ৪৯ ইনিংস খেলেন কোহলি। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে তার রান ছিল ১০ হাজার ৯৮১ রান। আজকের ইনিংসের পর সাবেক ভারতীয় অধিনায়কের নামের পাশে এখন টি-টোয়েন্টিতে ১১ হাজার ৩০ রান। এ রান করতে বিরাট খেলেছেন ৩৫৪ ম্যাচ। এর মধ্যে ভারতের জার্সি গায়ে ১০৯ ম্যাচে করেছেন ৩ হাজার ৭১২ রান। 

তার পরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যিনি ৪০০ ম্যাচে সংগ্রহ করেছেন ১০ হাজার ৫৮৭ রান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহের তালিকায় সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ক্যারিবিয়ান তারকার মোট রান ১৪ হাজার ৫৬২। এ ছাড়া কাইরন পোলার্ড ও শোয়েব মালিক কোহলির চেয়ে এগিয়ে আছেন। 

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২৭ রান করেছে। ওপেনার লোকেশ রাহুল ২৮ বলে করেন ৫৭ রান। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ২২ বলে ৬১ রান। শেষদিকে ৭ বলে ১৭ রানের ক্যামিও উপহার দেন দিনেশ কার্তিক। ৪৩ রান করেন অধিনায়ক ও ওপেনার রোহিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত