নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে তামিম ইকবাল এখন অনেকটাই ঝাড়া হাত-পা। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই। কদিন পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টের আগে তামিম দুবাইয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আজ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা এখন আছেন মরুর দেশেই। দুবাইয়ের এক বিখ্যাত রেস্টুরেন্টে শান্ত-মিরাজদের পাশাপাশি বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে সময় কাটিয়েছেন তামিম। নাফিস এখন বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন। নৈশভোজের পর গত রাতে একটি ছবি তুলে সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলকে। আশা করছি চ্যাম্পিয়নস ট্রফিটা দারুণভাবে শুরু হবে।’
তামিম দুবাইয়ে প্রায়ই আসেন তিনি। তবে এবার যে তাঁর সফরের উপলক্ষ ভিন্ন, সেটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশ-ভারত ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতেই হয়তো দেখা যাবে তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাঠে নামার সুযোগ নেই। তবে মাঠের বাইরে থেকে শান্ত-মিরাজদের অনুপ্রেরণা হিসেবে তামিম কাজ করতে পারেন। তামিমের উপস্থিতি ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে নিঃসন্দেহে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা, বাড়তি চাপ। দ্বিপক্ষীয় সিরিজ হোক বা বৈশ্বিক টুর্নামেন্ট, বাংলাদেশ-ভারত ম্যাচ এখন বেশ রোমাঞ্চ ছড়ায়। এবারের চ্যাম্পিয়নস ট্রফিও ব্যতিক্রম নয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানি-ভারতীয় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে শান্তকে। বাংলাদেশ অধিনায়ককে আজ নেতৃত্ব দিতে হবে মাঠের প্রতিটি মুহূর্তে।
২০১৭ সালে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। সেবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস, ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭০ রান—দুর্দান্ত এক ব্যাটিং করেছিলেন তামিম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে তামিম ইকবাল এখন অনেকটাই ঝাড়া হাত-পা। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই। কদিন পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টের আগে তামিম দুবাইয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আজ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা এখন আছেন মরুর দেশেই। দুবাইয়ের এক বিখ্যাত রেস্টুরেন্টে শান্ত-মিরাজদের পাশাপাশি বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে সময় কাটিয়েছেন তামিম। নাফিস এখন বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন। নৈশভোজের পর গত রাতে একটি ছবি তুলে সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলকে। আশা করছি চ্যাম্পিয়নস ট্রফিটা দারুণভাবে শুরু হবে।’
তামিম দুবাইয়ে প্রায়ই আসেন তিনি। তবে এবার যে তাঁর সফরের উপলক্ষ ভিন্ন, সেটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশ-ভারত ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতেই হয়তো দেখা যাবে তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাঠে নামার সুযোগ নেই। তবে মাঠের বাইরে থেকে শান্ত-মিরাজদের অনুপ্রেরণা হিসেবে তামিম কাজ করতে পারেন। তামিমের উপস্থিতি ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে নিঃসন্দেহে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা, বাড়তি চাপ। দ্বিপক্ষীয় সিরিজ হোক বা বৈশ্বিক টুর্নামেন্ট, বাংলাদেশ-ভারত ম্যাচ এখন বেশ রোমাঞ্চ ছড়ায়। এবারের চ্যাম্পিয়নস ট্রফিও ব্যতিক্রম নয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানি-ভারতীয় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে শান্তকে। বাংলাদেশ অধিনায়ককে আজ নেতৃত্ব দিতে হবে মাঠের প্রতিটি মুহূর্তে।
২০১৭ সালে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। সেবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস, ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭০ রান—দুর্দান্ত এক ব্যাটিং করেছিলেন তামিম।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
৩১ মিনিট আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
৪ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
৪ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
৫ ঘণ্টা আগে