অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে তামিম ইকবাল এখন অনেকটাই ঝাড়া হাত-পা। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই। কদিন পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টের আগে তামিম দুবাইয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আজ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা এখন আছেন মরুর দেশেই। দুবাইয়ের এক বিখ্যাত রেস্টুরেন্টে শান্ত-মিরাজদের পাশাপাশি বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে সময় কাটিয়েছেন তামিম। নাফিস এখন বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন। নৈশভোজের পর গত রাতে একটি ছবি তুলে সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলকে। আশা করছি চ্যাম্পিয়নস ট্রফিটা দারুণভাবে শুরু হবে।’
তামিম দুবাইয়ে প্রায়ই আসেন তিনি। তবে এবার যে তাঁর সফরের উপলক্ষ ভিন্ন, সেটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশ-ভারত ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতেই হয়তো দেখা যাবে তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাঠে নামার সুযোগ নেই। তবে মাঠের বাইরে থেকে শান্ত-মিরাজদের অনুপ্রেরণা হিসেবে তামিম কাজ করতে পারেন। তামিমের উপস্থিতি ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে নিঃসন্দেহে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা, বাড়তি চাপ। দ্বিপক্ষীয় সিরিজ হোক বা বৈশ্বিক টুর্নামেন্ট, বাংলাদেশ-ভারত ম্যাচ এখন বেশ রোমাঞ্চ ছড়ায়। এবারের চ্যাম্পিয়নস ট্রফিও ব্যতিক্রম নয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানি-ভারতীয় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে শান্তকে। বাংলাদেশ অধিনায়ককে আজ নেতৃত্ব দিতে হবে মাঠের প্রতিটি মুহূর্তে।
২০১৭ সালে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। সেবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস, ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭০ রান—দুর্দান্ত এক ব্যাটিং করেছিলেন তামিম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে তামিম ইকবাল এখন অনেকটাই ঝাড়া হাত-পা। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই। কদিন পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টের আগে তামিম দুবাইয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আজ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা এখন আছেন মরুর দেশেই। দুবাইয়ের এক বিখ্যাত রেস্টুরেন্টে শান্ত-মিরাজদের পাশাপাশি বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে সময় কাটিয়েছেন তামিম। নাফিস এখন বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন। নৈশভোজের পর গত রাতে একটি ছবি তুলে সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলকে। আশা করছি চ্যাম্পিয়নস ট্রফিটা দারুণভাবে শুরু হবে।’
তামিম দুবাইয়ে প্রায়ই আসেন তিনি। তবে এবার যে তাঁর সফরের উপলক্ষ ভিন্ন, সেটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশ-ভারত ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতেই হয়তো দেখা যাবে তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মাঠে নামার সুযোগ নেই। তবে মাঠের বাইরে থেকে শান্ত-মিরাজদের অনুপ্রেরণা হিসেবে তামিম কাজ করতে পারেন। তামিমের উপস্থিতি ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে নিঃসন্দেহে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা, বাড়তি চাপ। দ্বিপক্ষীয় সিরিজ হোক বা বৈশ্বিক টুর্নামেন্ট, বাংলাদেশ-ভারত ম্যাচ এখন বেশ রোমাঞ্চ ছড়ায়। এবারের চ্যাম্পিয়নস ট্রফিও ব্যতিক্রম নয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানি-ভারতীয় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে শান্তকে। বাংলাদেশ অধিনায়ককে আজ নেতৃত্ব দিতে হবে মাঠের প্রতিটি মুহূর্তে।
২০১৭ সালে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। সেবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস, ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭০ রান—দুর্দান্ত এক ব্যাটিং করেছিলেন তামিম।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১২ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৩ ঘণ্টা আগে