Ajker Patrika

লঙ্কা প্রিমিয়ার লিগ কি ‘নাগিন প্রিমিয়ার লিগ’ 

লঙ্কা প্রিমিয়ার লিগ কি ‘নাগিন প্রিমিয়ার লিগ’ 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম যেন সাপদের ‘অভয়ারণ্য’ হয়ে উঠেছে। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রায় ম্যাচেই মাঠে ঢুকে পড়ছে সাপ। 

১২ আগস্ট প্রেমাদাসায় মুখোমুখি হয় বি লাভ ক্যান্ডি-জাফনা কিংস। ক্যান্ডির দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল জাফনা। বোলিং শেষে ফিল্ডিংয়ে যাচ্ছিলেন ক্যান্ডির ফিল্ডার ইসুরু উদানা। তখনই দর্শকেরা ‘সাপ, সাপ’ বলে চিৎকার করে উদানাকে সতর্ক করেছিলেন। এই বাঁহাতি পেসার সাপের ওপর পাড়া দিতে গিয়েও দেননি। বরং তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর সাপ অবশ্য মাঠ ছেড়ে চলে যায়। এই ম্যাচে সাপ আসার ঘটনা ঘটেছিল আরও একবার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জাফনার ইনিংসের ১৮ তম ওভারের সময় বাউন্ডারি লাইনের তারে জড়িয়ে নড়াচড়া করছিল এক সাপ। ক্যামেরাম্যানের সঙ্গে আরও এক লোক সেই সাপ দেখছিলেন। 

এর আগে গত ৩১ আগস্ট এলপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গল টাইটানস ও ডাম্বুলা অরা। গলের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ডাম্বুলা। ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসেছিলেন গলের হয়ে খেলা সাকিব আল হাসান। তখনই মাঠে সাপ ঢুকে পড়ে। চতুর্থ আম্পায়ারের চেষ্টার সাপ এরপর মাঠ ছেড়ে চলে গিয়েছিল। এরপর বোলিং চালিয়ে যান সাকিব। মাঠে সাপ ঢোকার এই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে গতকাল দেরি করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না।’ এরপর সাপের ছবি স্ক্রিনশট নিয়ে কার্তিক টুইট করেছিলেন, ‘নাগিন ফিরে এসেছে। আমি ভেবেছিলাম এটা বাংলাদেশে হয়েছে।’ ক্যাপশন শেষে হাসির ইমোজি জুড়ে দিয়েছিলেন তিনি। নাগিন ড্যান্স, নিদাহাস ট্রফি-এই দুটো শব্দও হ্যাশট্যাগ দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত