Ajker Patrika

সাকলায়েনের পরামর্শেই বিশ্বকাপ ও বাংলাদেশে বাবরদের সাফল্য

সাকলায়েনের পরামর্শেই বিশ্বকাপ ও বাংলাদেশে বাবরদের সাফল্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে মিসবাহ-উল-হক দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান সাকলায়েন মুশতাক। সাবেক এই কিংবদন্তি স্পিনারের অধীনে বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখায় পাকিস্তান। এরপর বাংলাদেশ সফরেও শতভাগ সাফল্য পেয়েছে তারা। 

সাফল্যের পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সুযোগ পাচ্ছেন সাকলায়েন। এবার সাকলায়েনকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেছেন, সব সময় সাকলায়েনের সমর্থন পেয়েছেন। 

পূর্ণ দায়িত্ব না পেয়েও পাকিস্তান দলকে দারুণ উজ্জীবিত করেছেন সাকলায়েন। সাবেক ক্রিকেটাররাও সাকলায়েনের কোচিংয়ের দারুণ প্রশংসা করেছেন। তাঁকে নিয়ে বাবর বলেন, ‘সাকলায়েন মুশতাক সব সময় আমাদের পাশে থাকেন। তিনি আমাদের সঙ্গে বসেন ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন। সাকলায়েন খেলোয়াড়দের বলেন, পাকিস্তানকে সবার আগে প্রাধান্য দিতে। কারণ, আমরা ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব।’ 

কোচের প্রশংসা করার পাশাপাশি উইন্ডিজ সিরিজ নিয়েও কথা বলেছেন বাবর। তিনি বলেন, ‘আমরা উইন্ডিজকে পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করার পর আমার অনিশ্চিত ছিলাম আর কোনো দল আমাদের এখানে আসবে কি না!’ 

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স সামনের দিনগুলোতে ধরে রাখতে প্রত্যয়ী বাবর আরও আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে পারফরম্যান্স আমরা দেখাচ্ছে সেটা সামনেও ধরে রাখতে চাই। অনেকেই বলছেন, তাদের দলে বড় নাম নেই। কিন্তু আমরা তাদের হালকাভাবে নিতে চাই না।’ 

এক বিবৃতিতে লেগ স্পিনার শাদাব খান বলেছেন, খেলোয়াড়েরা বাবরের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত। এই বক্তব্য নিয়ে জানতে চাইলে বাবর বলেন,‘অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন পারফর্ম করতে পারে না তখন তাদের অনুপ্রাণিত করতে আপনাকে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমার খেলোয়াড়েরা কথা শুনে এবং তারা দায়িত্ব নিয়ে খেলে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত