Ajker Patrika

বায়ো-বাবল ভাঙার অপরাধে কঠিন শাস্তি শ্রীলঙ্কান তিন ক্রিকেটারের 

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৩: ৫১
বায়ো-বাবল ভাঙার অপরাধে কঠিন শাস্তি শ্রীলঙ্কান তিন ক্রিকেটারের 

বায়ো-বাবল বা জৈব সুরক্ষাবলয় ভাঙায় কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকাকে দুই বছর নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নিরোশান ডিকভেলাকে নিষিদ্ধ করেছে ১৮ মাসের জন্য। প্রত্যেককে সাড়ে ১৮ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়েছে। 

গত জুনের ইংল্যান্ড সফরে এই তিন ক্রিকেটার সুরক্ষাবলয় ভেঙে বাইরে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছিল, দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ডিকভেলা আর কুশল মেন্ডিস ডারহামের একটি রাস্তায় ঘুরছেন। ভিডিওতে না থাকলেও সেখানে আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাতিলাকাও ছিলেন বলে জানা গিয়েছিল। 

নাজির নিস্তার নামে এক ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছিলেন, ‘খারাপ খেলার পরও ডারহামে এই দুই ক্রিকেটার উদযাপন করছেন! ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও যে ভাবে তাঁরা জৈব সুরক্ষাবলয়ের নীতি ভেঙে ইংল্যান্ডের রাত উপভোগ করছিলেন, এতে তাঁদের দায়িত্বজ্ঞানহীনতাই ফুটে ওঠে।’ 

ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে এসএলসি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারকে ওই সময় দেশে পাঠিয়েছিল। দেশে ফেরার পর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে এসএলসি। এর শুনানি হয়েছে গত বৃহস্পতিবার। সেই শুনানিতে তাদের এই শাস্তি দেয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত