অ্যাডিলেড টেস্ট
প্রবাদ আছে, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।’ ভারতেরও কী সেই দশা হলো না? আজ গোলাপী বল দেখতেই কেমন যেন আড়ষ্ট হয়ে গেল সফরকারীদের ব্যাটিং লাইনআপ। শীতে অবশ্য পুরোনো ব্যথা বাড়ে। সেই ব্যথার কথা যখন উঠল, ঠিক চার বছর আগের এক স্মৃতির কাছে ফেরা যাক।
অ্যাডিলেডে ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিবারাত্রির ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউড হওয়ার লজ্জায় পড়ে ভারত। সেই টেস্টের পর দুই দল আবারও খেলতে নেমেছে গোলাপী বলে। এবারও সেই অ্যাডিলেডে। তবে আগের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়েনি ভারতীয়রা। টেনেটুনে ২৬৫ বল খেলে করেছে ১৮০ রান।
টেনেটুনে বলার কারণ, দুই লোয়ার অর্ডার ব্যাটার নিতিশ কুমার রেড্ডি (৪২) ও রবিচন্দ্রন অশ্বিন (২২) সপ্তম উইকেটে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩২ রানের জুটি না গড়তে হয়তো আরও আগেই থামতে হতো ভারতকে। পার্থে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিলের ফেরা, জসপ্রীত বুমরার জন্মদিন—প্রেরণার অভাব অবশ্য ছিল না তাদের সামনে।
কিন্তু অ্যাডিলেড তো অজিদের দূর্গ (গোলাপি টেস্টে এখানে সাত ম্যাচে সাত জয় অজিদের)—সেখানে থাকবে পেসারদের দাপট। চার বছর আগে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স-জশ হ্যাজলউড। আজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীদের ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দিয়েছেন মিচেল স্টার্ক। চা বিরতির আগে বীরদর্পে গোলাপী বল উঁচিয়ে যখন অজি পেসার হাসিমুখে ড্রেসিংরুমে ফিরছেন, নামের পাশে জ্বলজ্বল করছে—৬/৪৮। টেস্টে এক ইনিংসে এটাই ক্যারিয়ার সেরা বোলিং তাঁর।
ইনিংসের প্রথম বলে দুর্দান্ত ইনসুইংয়ে যেভাবে ওপেনার যশস্বী জয়সওয়ালকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন স্টার্ক—সেটিই যেন আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেয় ভারতের। তবে দ্বিতীয় উইকেটে ওপেনার লোকেশ রাহুল (৩৭) ও শুবমানের (৩১) ৬৯ রানের জুটি ধাক্কা কাটানোর আভাস দিলেও প্রথম সেশনেই হারিয়ে বসে ৪ উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি (৭) ও রোহিত শর্মা (৩) ব্যাটিং পজিশন পাল্টালেও রান পাননি। উইকেটরক্ষক ঋষভ পন্তও (২১) পারেননি চাপের মুখে দাঁড়িয়ে থাকতে।
অফসাইড অফে আবারও দুর্বলতা ধরা পড়েছে কোহলির। স্টার্কের বলে তিনি ও রাহুল যেভাবে ফিরেছেন সেটিকে কার্বন কপি বলায় যায়। অ্যাডিলেডে প্রথম দিনে পড়েছে মোট ১১ উইকেট। তার ১টি বুমরার। ৩৩ ওভারে ১ উইকেটে ৮৬ রানে দিন পার করা অজিদের একমাত্র উইকেট ওপেনার উসমান খাজাকে (১৩) ফিরেছেন তিনি। আগামীকাল ৯৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে আছেন ওপেনার নাথান ম্যাকসুইনি (৩৮) ও মার্নাস লাবুশেন (২০)।
টিটস বিটস
০
চতুর্থ ভারতীয় হিসেবে জন্মদিনে টেস্টে ডাক মারলেন ৩১ বছর বয়সে পা রাখা বুমরা। এই তালিকায় অপর তিন নাম—সৈয়দ কিরমানি, ভেঙ্কটপতি রাজু ও ইশান্ত শর্মা।
৩
কপিল দেব ও জহির খানের পর তৃতীয় ভারতীয় পেসার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৫০ উইকেট পেলেন বুমরা।
৫০
কোহলিকে ফিরিয়ে প্রথম পেসার হিসেবে অ্যাডিলেড ওভালে উইকেটের ফিফটি করলেন স্টার্ক।
প্রবাদ আছে, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।’ ভারতেরও কী সেই দশা হলো না? আজ গোলাপী বল দেখতেই কেমন যেন আড়ষ্ট হয়ে গেল সফরকারীদের ব্যাটিং লাইনআপ। শীতে অবশ্য পুরোনো ব্যথা বাড়ে। সেই ব্যথার কথা যখন উঠল, ঠিক চার বছর আগের এক স্মৃতির কাছে ফেরা যাক।
অ্যাডিলেডে ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিবারাত্রির ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউড হওয়ার লজ্জায় পড়ে ভারত। সেই টেস্টের পর দুই দল আবারও খেলতে নেমেছে গোলাপী বলে। এবারও সেই অ্যাডিলেডে। তবে আগের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়েনি ভারতীয়রা। টেনেটুনে ২৬৫ বল খেলে করেছে ১৮০ রান।
টেনেটুনে বলার কারণ, দুই লোয়ার অর্ডার ব্যাটার নিতিশ কুমার রেড্ডি (৪২) ও রবিচন্দ্রন অশ্বিন (২২) সপ্তম উইকেটে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩২ রানের জুটি না গড়তে হয়তো আরও আগেই থামতে হতো ভারতকে। পার্থে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিলের ফেরা, জসপ্রীত বুমরার জন্মদিন—প্রেরণার অভাব অবশ্য ছিল না তাদের সামনে।
কিন্তু অ্যাডিলেড তো অজিদের দূর্গ (গোলাপি টেস্টে এখানে সাত ম্যাচে সাত জয় অজিদের)—সেখানে থাকবে পেসারদের দাপট। চার বছর আগে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স-জশ হ্যাজলউড। আজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীদের ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দিয়েছেন মিচেল স্টার্ক। চা বিরতির আগে বীরদর্পে গোলাপী বল উঁচিয়ে যখন অজি পেসার হাসিমুখে ড্রেসিংরুমে ফিরছেন, নামের পাশে জ্বলজ্বল করছে—৬/৪৮। টেস্টে এক ইনিংসে এটাই ক্যারিয়ার সেরা বোলিং তাঁর।
ইনিংসের প্রথম বলে দুর্দান্ত ইনসুইংয়ে যেভাবে ওপেনার যশস্বী জয়সওয়ালকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন স্টার্ক—সেটিই যেন আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেয় ভারতের। তবে দ্বিতীয় উইকেটে ওপেনার লোকেশ রাহুল (৩৭) ও শুবমানের (৩১) ৬৯ রানের জুটি ধাক্কা কাটানোর আভাস দিলেও প্রথম সেশনেই হারিয়ে বসে ৪ উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি (৭) ও রোহিত শর্মা (৩) ব্যাটিং পজিশন পাল্টালেও রান পাননি। উইকেটরক্ষক ঋষভ পন্তও (২১) পারেননি চাপের মুখে দাঁড়িয়ে থাকতে।
অফসাইড অফে আবারও দুর্বলতা ধরা পড়েছে কোহলির। স্টার্কের বলে তিনি ও রাহুল যেভাবে ফিরেছেন সেটিকে কার্বন কপি বলায় যায়। অ্যাডিলেডে প্রথম দিনে পড়েছে মোট ১১ উইকেট। তার ১টি বুমরার। ৩৩ ওভারে ১ উইকেটে ৮৬ রানে দিন পার করা অজিদের একমাত্র উইকেট ওপেনার উসমান খাজাকে (১৩) ফিরেছেন তিনি। আগামীকাল ৯৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে আছেন ওপেনার নাথান ম্যাকসুইনি (৩৮) ও মার্নাস লাবুশেন (২০)।
টিটস বিটস
০
চতুর্থ ভারতীয় হিসেবে জন্মদিনে টেস্টে ডাক মারলেন ৩১ বছর বয়সে পা রাখা বুমরা। এই তালিকায় অপর তিন নাম—সৈয়দ কিরমানি, ভেঙ্কটপতি রাজু ও ইশান্ত শর্মা।
৩
কপিল দেব ও জহির খানের পর তৃতীয় ভারতীয় পেসার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৫০ উইকেট পেলেন বুমরা।
৫০
কোহলিকে ফিরিয়ে প্রথম পেসার হিসেবে অ্যাডিলেড ওভালে উইকেটের ফিফটি করলেন স্টার্ক।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৩৯ মিনিট আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
১ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
২ ঘণ্টা আগেঅ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
২ ঘণ্টা আগে