Ajker Patrika

ফিঞ্চের চোখে তিন ফরম্যাটের সেরা ক্রিকেটার বাবর

ফিঞ্চের চোখে তিন ফরম্যাটের সেরা ক্রিকেটার বাবর

বড় টুর্নামেন্ট এলেই যেন বাবর আজমের ব্যাটে চলে রানখরা। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটিংয়ে অফফর্মে ছিলেন বাবর। অফফর্মের কারণে স্বাভাবিকভাবেই পাকিস্তানি অধিনায়ককে শুনতে হয়েছে তুমুল সমালোচনা। তবে এর সঙ্গে যেন একমত নন অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের মতে, তিন ফরম্যাটের সেরা ক্রিকেটার বাবর।

ফক্স ক্রিকেটের এক ভিডিও বার্তায় দেখা গেছে, বর্তমানে সেরা পাঁচ ক্রিকেটারকে নিয়ে আলাপ-আলোচনা করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভিডিওতে দেখা গেছে অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মারনাস ল্যাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ক্রিকেটারদের। তখন বাবরের প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘তিন ফরম্যাট খেলা সেরা তিন ক্রিকেটারের একজন সে (বাবর)। সে অসাধারণ এক খেলোয়াড়। সে সত্যিই ক্লাসিকাল খেলোয়াড়। যখন সে বলে হিট করে, সেটা নিশ্চিত বাউন্ডারি হয়। সে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলে এবং তার খেলা দেখে ভালোই লাগে।’

ফিঞ্চের সঙ্গে সহমত পোষণ করেন ল্যাবুশেইন ও লায়ন। বাবরকে প্রশংসায় ভাসিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার বলেন, ‘সে সব ফরম্যাটেই দুর্দান্ত খেলোয়াড়। সবসময়ই সে রান করে।’

২০১৫ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন বাবর। ৭ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৪২ টেস্ট, ৯২ ওয়ানডে এবং ৯৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলে ২৩৩ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১১,১৪১ রান। সেঞ্চুরি করেছেন ২৬টি এবং ফিফটি করেছেন ৭৫টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত