Ajker Patrika

পাকিস্তান সফরে আসা অ্যাগারের স্ত্রীকে প্রাণনাশের হুমকি

পাকিস্তান সফরে আসা অ্যাগারের স্ত্রীকে প্রাণনাশের হুমকি

সব শঙ্কা উড়িয়ে গত পরশু ভোরে পাকিস্তান পৌঁছেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান পৌঁছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু এবার এল ভিন্ন খবর, অস্ট্রেলিয়া সফরে আসার আগে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারের স্ত্রীকে নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছিল, অ্যাগার যেন সফরে না যান। 

পাকিস্তান সফরের তিন সংস্করণের দলে থাকা অ্যাগার হুমকি উপেক্ষা করেই পাকিস্তানে এসেছেন। ধারণা করা হচ্ছে, ভারত থেকে এই হুমকির বার্তা পাঠানো হয়েছে। ‘সিডনি মর্নিং হেরাল্ড’ ও ‘দ্য এইজ’ অ্যাগারের স্ত্রী মেডেলেইনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো ওই বার্তা খুঁজে বের করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে তা রিপোর্ট করেছে। জানা গেছে, একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই হুমকি দেওয়া হয়েছে। ঐতিহাসিক সফরের মাঝপথে এমন ঘটনায় বিব্রত পিসিবি। 

এবারের সফরে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে হবে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। রঙ্গিন পোশাকের চারটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত