Ajker Patrika

বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ, মনে করেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯: ২৫
বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ, মনে করেন সুজন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে শূন্য হাতে ফেরে বাংলাদেশ। আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এই বিশ্বকাপেও ভালো কিছু প্রত্যাশা করা কঠিন বাংলাদেশ দলের জন্য। একে তো সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে বিশ্বকাপ, তার ওপর বাংলাদেশের পারফরম্যান্সেরও বিশেষ পরিবর্তন ঘটেনি। তবু বিশ্বকাপে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ। সেটা হতে পারে বিশ্বকাপ জয়ও।

এই আশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ মিরপুরে সুজন বলেছেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই সংস্করণটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই সংস্করণের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে ইতিবাচক মানুষ, তাই ইতিবাচক থাকার চেষ্টা করি সব সময়। আমি মনে করি, বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা। যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ছয় মাস কিংবা এক বছর সময় লাগবে।’

এশিয়া কাপ ভালো যায়নি বাংলাদেশের। যদিও বিশ্বকাপের আগে আগামী মাসে নিউজিল্যান্ডে পাকিস্তানসহ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল। মূলত এখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চায় বাংলাদেশ। সেখানে ব্যাটারদের কাছ থেকে ভয়ডরহীন ক্রিকেট দেখতে চান সুজন, ‘আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই সংস্করণের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার। যদিও সেটার কোনো সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে এক-দুইটা ম্যাচ না-ও জিততে পারি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত