ক্রীড়া ডেস্ক
অবশেষে স্পিনার শোয়েব বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত। এই সপ্তাহান্তেই তিনি ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তাঁর ভিসার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বিবৃতি দেওয়ার পর এই জটিলতা কাটল।
প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ছিলেন বশির। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ২০ বছর বয়সী এই অফ স্পিনারকে শুরুতে ভিসা দেয়নি ভারত। টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে গত রোববার বশিরের ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় বাধ্য হয়েই আবুধাবিতে অনেক অপেক্ষার পর গতকাল ইংল্যান্ডে ফিরে যান। তার এক দিন পর আজ বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত।
এভাবে বশিরের দেশে ফিরে যাওয়ায় সমালোচনাও শুরু হয়। বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে দেরিতে হলেও ভিসা সমস্যা সমাধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট (ইসিবি) বলেছে, ‘এই পরিস্থিতি সমাধান হওয়ায় আমার এখন আনন্দিত। শোয়েব বশির এখন ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তে ভারত সফরে থাকা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘লন্ডন থেকে ভিসা ইস্যু করা হয়েছে। ভারতীয় ভিসা ইস্যু করার কিছু নিয়মকানুন আছে। এই ক্ষেত্রেও সেটি প্রয়োগ করা হয়েছে।’
বশিরের ভিসা না পাওয়া নিয়ে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকেই। ঋষি সুনাকের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আশা করি, ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তেমন কেউ ভারতে যাওয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে।’
তবে ভিসা জটিলতায় ভারতে যেতে না পারায় আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না বশিরের।
অবশেষে স্পিনার শোয়েব বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত। এই সপ্তাহান্তেই তিনি ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তাঁর ভিসার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বিবৃতি দেওয়ার পর এই জটিলতা কাটল।
প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ছিলেন বশির। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ২০ বছর বয়সী এই অফ স্পিনারকে শুরুতে ভিসা দেয়নি ভারত। টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে গত রোববার বশিরের ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় বাধ্য হয়েই আবুধাবিতে অনেক অপেক্ষার পর গতকাল ইংল্যান্ডে ফিরে যান। তার এক দিন পর আজ বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত।
এভাবে বশিরের দেশে ফিরে যাওয়ায় সমালোচনাও শুরু হয়। বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে দেরিতে হলেও ভিসা সমস্যা সমাধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট (ইসিবি) বলেছে, ‘এই পরিস্থিতি সমাধান হওয়ায় আমার এখন আনন্দিত। শোয়েব বশির এখন ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তে ভারত সফরে থাকা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘লন্ডন থেকে ভিসা ইস্যু করা হয়েছে। ভারতীয় ভিসা ইস্যু করার কিছু নিয়মকানুন আছে। এই ক্ষেত্রেও সেটি প্রয়োগ করা হয়েছে।’
বশিরের ভিসা না পাওয়া নিয়ে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকেই। ঋষি সুনাকের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আশা করি, ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তেমন কেউ ভারতে যাওয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে।’
তবে ভিসা জটিলতায় ভারতে যেতে না পারায় আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না বশিরের।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৩ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৪ ঘণ্টা আগে