Ajker Patrika

মেয়াদ ফুরোনোর আগেই কেন চাকরি ছাড়লেন দক্ষিণ আফ্রিকার কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৬: ৫০
পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সীমিত ওভার ক্রিকেটের কোচ রব ওয়াল্টার। ছবি: ক্রিকইনফো
পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সীমিত ওভার ক্রিকেটের কোচ রব ওয়াল্টার। ছবি: ক্রিকইনফো

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’

সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত