Ajker Patrika

অস্ট্রেলিয়ার ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০০
অস্ট্রেলিয়ার ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বোর্ডার-গাভাস্কার সিরিজে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে বাজেভাবে হেরে সিরিজ হারের শঙ্কায় এখন অজিরা। প্যাট কামিন্সদের নতুন মাথাব্যথা এখন চোটের মিছিল। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য হেরাল্ড সান জানিয়েছে, দ্বিতীয় টেস্টে কনুইয়ের চোটে পড়া ওপেনার ডেভিড ওয়ার্নার চিকিৎসার জন্য দেশে ফিরবেন। মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বলে দুবার কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ওয়ার্নারের বদলি ব্যাটারের বিষয়ে অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা এখানে আসার আগে আলোচনা করেছি যে যদি আমরা কোনো ওপেনার ব্যাটার হারাই, তবে ট্রেভিসকে ওপেনিং করানো হবে। উপমহাদেশের পরিবেশে প্রথমে ব্যাট করার মতো যোগ্যতা সে দেখিয়েছে।’

ওয়ার্নারের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ম্যাট রেনশ। চোটে পড়ায় রেনশ ও বাঁ হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার সিরিজের বাকি টেস্টে অনিশ্চিত বলে দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে।

জশ হ্যাজলউড ভারত সফরের শেষ দুই টেস্টে খেলার কথা থাকলেও খেলা হচ্ছে না। চোট থেকে সেরে না ওঠায় দেশে ফেরত যাবেন বলে নিশ্চিত করেছেন অজি কোচ ম্যাকডোনাল্ড। বছরের শুরুতে সিডনিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে গোড়ালির চোট এখনো ভোগাচ্ছে অস্ট্রেলিয়ার এই পেসারকে। 

ব্যক্তিগত কারণে কামিন্স আজ দেশে ফিরেছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১ মার্চ শুরু হতে যাওয়া ইন্দোরের তৃতীয় টেস্টে দেখা যেতে পারে তাঁকে। ডানহাতি এ পেসার যদি সময়মতো না-ও ফেরেন, তাহলে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারেন স্টিভেন স্মিথ। 

সিরিজ রক্ষা করতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে কামিন্সদের। চোট জর্জরিত দল নিয়ে অজিরা কেমন লড়াই করে, সেটিই হবে দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত