Ajker Patrika

চার বলে চার উইকেটের অনন্য কীর্তি আইরিশ বোলারের

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭: ৫৫
চার বলে চার উইকেটের অনন্য কীর্তি আইরিশ বোলারের

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। তবে হ্যাটট্রিক করেই ক্ষান্ত হননি। পরের বলে আরেকটি উইকেট নিয়ে বিশ্বকাপে টানা চার বলে উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন তিনি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র হ্যাটট্রিকটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। লির সেই কীর্তির পর আরও পাঁচটি বিশ্বকাপ হয়ে গেলেও আর কোনো হ্যাটট্রিক দেখেনি বিশ্ব।

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টানা চার উইকেট নেন ক্যাম্ফার। ডাচ ইনিংসের দশম ওভারে দ্বিতীয়বার বোলিং করতে আসেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। ১৩২ গতির প্রথম ডেলিভারিটিতে অবশ্য উইকেটের দেখা পাননি। স্ট্রাইক প্রান্তে ছিলেন কলিন অ্যাকারমান।

পরের বল থেকেই ইতিহাস রচনার শুরু। উইকেটকিপার নিল রকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যাকারমান। তৃতীয় বলে আউট হন রায়ান টেন ডেসকাট। লম্বা সময় পর নেদারল্যান্ডসের জার্সি গায়ে ডেসকাটের ফেরাটা সুখকর হতে দেননি ক্যাম্ফার। এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানেই ফেরেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। ক্যাম্ফারের হ্যাটট্রিক বলটিতে অবশ্য এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। রিভিউ নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মাত্র পঞ্চম টি-টোয়েন্টিতে খেলতে নামা ক্যাম্ফার।

টানা তিনটি দারুণ ডেলিভারির পর ক্যাম্ফারের চতুর্থ উইকেটের বলটা একটু নিরীহই ছিল। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল ব্যাটার রিলফ ফন ডার মারওয়ের ব্যাটের ভেতরের কানা লেগে স্টাম্পে আঘাত হানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা চার বলে চার উইকেট নেওয়ার উচ্ছ্বাসে মাতেন ক্যাম্ফার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত