Ajker Patrika

‘বিপদে’ সাহায্য চাওয়া অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডাকে না ১৬ বছর

আপডেট : ২৫ জুন ২০২৪, ১৩: ৫৮
‘বিপদে’ সাহায্য চাওয়া অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডাকে না ১৬ বছর

পেশাদার ক্রিকেট ছাড়লেও ব্যঙ্গ-রসিকতায় সামাজিক মাধ্যম মাতিয়ে রাখেন ওয়াসিম জাফর। বড় টুর্নামেন্টে কোনো দলকে নিয়ে মজা করতে তিনি এক কাঠি সরেস। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের বাংলাদেশ নিয়ে এক কথায় খোঁচা মেরেছেন জাফর। 

অ্যান্টিগায় ভারতের কাছে গত রাতে ২৪ রানে হেরে অস্ট্রেলিয়ার নেট রানরেট এখন ০.৩৩১। অস্ট্রেলিয়ার মতো ২ পয়েন্ট হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কোনোমতে আজ সেন্ট ভিনসেন্টে জিতে যায়, তাহলে নেট রানরেটের হিসাবে উঠে যাবে অস্ট্রেলিয়া। ভারত ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেছিলেন, ‘কাম অন বাংলাদেশ।’ মার্শের এই কথার পরিপ্রেক্ষিতেই খোঁচা মেরেছেন জাফর।  দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নিজেদের দেশে বাংলাদেশকে যে ১৬ বছর ধরে ডাকে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন জাফর। ভারতীয় ক্রিকেটার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে টুইট করেছেন, ‘মিচেল মার্শ গতকাল বলেছে কাম অন বাংলাদেশ। ২০০৮ থেকে এই তিন শব্দ ক্রিকেট অস্ট্রেলিয়া কখনোই বলেনি বাংলাদেশকে (বাংলাদেশের সবশেষ অস্ট্রেলিয়া সফর)। যদি অস্ট্রেলিয়াকে উঠতে বাংলাদেশ সাহায্য করে, পারতপক্ষে একটি সিরিজ খেলার আমন্ত্রণ তো অস্ট্রেলিয়া জানাতেই পারে।’ 
জাফর অবশ্য গত রাতেই অস্ট্রেলিয়াকে নিয়ে এক দফা বিদ্রুপ করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ—অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারের জাতীয় সংগীত গাওয়ার ছবি পোস্ট করেছেন জাফর। ভারতের সাবেক ক্রিকেটার ছবির ওপর দিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ জাফর ক্যাপশন দিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ব্যাপারই নেই এখানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত