পেশাদার ক্রিকেট ছাড়লেও ব্যঙ্গ-রসিকতায় সামাজিক মাধ্যম মাতিয়ে রাখেন ওয়াসিম জাফর। বড় টুর্নামেন্টে কোনো দলকে নিয়ে মজা করতে তিনি এক কাঠি সরেস। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের বাংলাদেশ নিয়ে এক কথায় খোঁচা মেরেছেন জাফর।
অ্যান্টিগায় ভারতের কাছে গত রাতে ২৪ রানে হেরে অস্ট্রেলিয়ার নেট রানরেট এখন ০.৩৩১। অস্ট্রেলিয়ার মতো ২ পয়েন্ট হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কোনোমতে আজ সেন্ট ভিনসেন্টে জিতে যায়, তাহলে নেট রানরেটের হিসাবে উঠে যাবে অস্ট্রেলিয়া। ভারত ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেছিলেন, ‘কাম অন বাংলাদেশ।’ মার্শের এই কথার পরিপ্রেক্ষিতেই খোঁচা মেরেছেন জাফর। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নিজেদের দেশে বাংলাদেশকে যে ১৬ বছর ধরে ডাকে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন জাফর। ভারতীয় ক্রিকেটার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে টুইট করেছেন, ‘মিচেল মার্শ গতকাল বলেছে কাম অন বাংলাদেশ। ২০০৮ থেকে এই তিন শব্দ ক্রিকেট অস্ট্রেলিয়া কখনোই বলেনি বাংলাদেশকে (বাংলাদেশের সবশেষ অস্ট্রেলিয়া সফর)। যদি অস্ট্রেলিয়াকে উঠতে বাংলাদেশ সাহায্য করে, পারতপক্ষে একটি সিরিজ খেলার আমন্ত্রণ তো অস্ট্রেলিয়া জানাতেই পারে।’ জাফর অবশ্য গত রাতেই অস্ট্রেলিয়াকে নিয়ে এক দফা বিদ্রুপ করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ—অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারের জাতীয় সংগীত গাওয়ার ছবি পোস্ট করেছেন জাফর। ভারতের সাবেক ক্রিকেটার ছবির ওপর দিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ জাফর ক্যাপশন দিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ব্যাপারই নেই এখানে।’
পেশাদার ক্রিকেট ছাড়লেও ব্যঙ্গ-রসিকতায় সামাজিক মাধ্যম মাতিয়ে রাখেন ওয়াসিম জাফর। বড় টুর্নামেন্টে কোনো দলকে নিয়ে মজা করতে তিনি এক কাঠি সরেস। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের বাংলাদেশ নিয়ে এক কথায় খোঁচা মেরেছেন জাফর।
অ্যান্টিগায় ভারতের কাছে গত রাতে ২৪ রানে হেরে অস্ট্রেলিয়ার নেট রানরেট এখন ০.৩৩১। অস্ট্রেলিয়ার মতো ২ পয়েন্ট হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কোনোমতে আজ সেন্ট ভিনসেন্টে জিতে যায়, তাহলে নেট রানরেটের হিসাবে উঠে যাবে অস্ট্রেলিয়া। ভারত ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেছিলেন, ‘কাম অন বাংলাদেশ।’ মার্শের এই কথার পরিপ্রেক্ষিতেই খোঁচা মেরেছেন জাফর। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নিজেদের দেশে বাংলাদেশকে যে ১৬ বছর ধরে ডাকে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন জাফর। ভারতীয় ক্রিকেটার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে টুইট করেছেন, ‘মিচেল মার্শ গতকাল বলেছে কাম অন বাংলাদেশ। ২০০৮ থেকে এই তিন শব্দ ক্রিকেট অস্ট্রেলিয়া কখনোই বলেনি বাংলাদেশকে (বাংলাদেশের সবশেষ অস্ট্রেলিয়া সফর)। যদি অস্ট্রেলিয়াকে উঠতে বাংলাদেশ সাহায্য করে, পারতপক্ষে একটি সিরিজ খেলার আমন্ত্রণ তো অস্ট্রেলিয়া জানাতেই পারে।’ জাফর অবশ্য গত রাতেই অস্ট্রেলিয়াকে নিয়ে এক দফা বিদ্রুপ করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ—অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারের জাতীয় সংগীত গাওয়ার ছবি পোস্ট করেছেন জাফর। ভারতের সাবেক ক্রিকেটার ছবির ওপর দিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ জাফর ক্যাপশন দিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ব্যাপারই নেই এখানে।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
৯ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১১ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১১ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১২ ঘণ্টা আগে