কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ ম্যাচ খেলে সাকিব আল হাসান শ্রীলঙ্কায় চলে গেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে। গতকাল কানাডায় ফাইনাল খেলেছে সাকিবের টাইগার্স। শেষ বলের রোমাঞ্চে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন মন্ট্রিয়ল টাইগার্স।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে সারে জাগুয়ার্স। তবু এই লক্ষ্য তাড়া করতে মন্ট্রিয়লকে বেগ পোহাতে হয়েছে। রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মন্ট্রিয়ল। ইনিংসের তৃতীয় বলে স্পেনসার জনসনের বলে বোল্ড হয়ে যান মুহাম্মদ ওয়াসিম। ওয়াসিমের পরে উইকেটে আসেন শ্রীমন্থ বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন টাইগার্স অধিনায়ক ক্রিস লিন। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৩৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন লিন ও বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে এলবিডব্লু করে জুটি ভাঙেন আয়ান খান। ১৫ বলে ১২ রান করেন বিজয়ারত্নে।
ওয়াসিম, বিজয়ারত্নেকে হারিয়ে ৬.১ ওভারে টাইগার্সের স্কোর ২ উইকেটে ৩১ রান। টাইগার্সের রান তোলার গতিও ছিল ধীর প্রকৃতির। কিছুক্ষণ পর অধিনায়ক লিনও বিদায় নিয়েছেন। ১২ তম ওভারের প্রথম বলে লিনকে বোল্ড করেন ইফতিখার আহমেদ। ৩৫ বলে ৩১ রান করেন টাইগার্স অধিনায়ক। একই ওভারের চতুর্থ বলে ইফতিখার নিয়েছেন দিলপ্রিত সিংয়ের উইকেট। ইফতিখারের জোড়া ধাক্কায় টাইগার্সের স্কোর হয় ১১.৪ ওভারে ৪ উইকেটে ৬১ রান। এরপর পঞ্চম উইকেটে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েতে অবদান রেখেছেন শারফেন রাদারফোর্ড ও দিপেন্দ্র সিং আইরি। দিপেন্দ্র রিটায়ার্ড আউট হলে উইকেটে আসেন আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ বলে আম্মার খালিদকে লং অনের ওপর দিয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন রাসেল। ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
টস হেরে প্রথমে ব্যাটিং করা সারে ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৩০ রান। ফাইনালেও বড় স্কোর করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১২ রান করে লিটন বোল্ড হয়েছেন আয়ান আফজাল খানের বলে। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেছেন জতিন্দর সিং। টাইগার্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আয়ান খান। ১টি করে উইকেট নিয়েছেন রাসেল, আয়ান খান ও আব্বাস আফ্রিদি।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৪ ম্যাচ খেলে সাকিব করেছেন ১০২ রান।২৫.৫০ গড় ও স্ট্রাইক রেট ১৫৪.৫৪। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ ম্যাচ খেলে সাকিব আল হাসান শ্রীলঙ্কায় চলে গেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে। গতকাল কানাডায় ফাইনাল খেলেছে সাকিবের টাইগার্স। শেষ বলের রোমাঞ্চে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন মন্ট্রিয়ল টাইগার্স।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে সারে জাগুয়ার্স। তবু এই লক্ষ্য তাড়া করতে মন্ট্রিয়লকে বেগ পোহাতে হয়েছে। রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মন্ট্রিয়ল। ইনিংসের তৃতীয় বলে স্পেনসার জনসনের বলে বোল্ড হয়ে যান মুহাম্মদ ওয়াসিম। ওয়াসিমের পরে উইকেটে আসেন শ্রীমন্থ বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন টাইগার্স অধিনায়ক ক্রিস লিন। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৩৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন লিন ও বিজয়ারত্নে। বিজয়ারত্নেকে এলবিডব্লু করে জুটি ভাঙেন আয়ান খান। ১৫ বলে ১২ রান করেন বিজয়ারত্নে।
ওয়াসিম, বিজয়ারত্নেকে হারিয়ে ৬.১ ওভারে টাইগার্সের স্কোর ২ উইকেটে ৩১ রান। টাইগার্সের রান তোলার গতিও ছিল ধীর প্রকৃতির। কিছুক্ষণ পর অধিনায়ক লিনও বিদায় নিয়েছেন। ১২ তম ওভারের প্রথম বলে লিনকে বোল্ড করেন ইফতিখার আহমেদ। ৩৫ বলে ৩১ রান করেন টাইগার্স অধিনায়ক। একই ওভারের চতুর্থ বলে ইফতিখার নিয়েছেন দিলপ্রিত সিংয়ের উইকেট। ইফতিখারের জোড়া ধাক্কায় টাইগার্সের স্কোর হয় ১১.৪ ওভারে ৪ উইকেটে ৬১ রান। এরপর পঞ্চম উইকেটে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েতে অবদান রেখেছেন শারফেন রাদারফোর্ড ও দিপেন্দ্র সিং আইরি। দিপেন্দ্র রিটায়ার্ড আউট হলে উইকেটে আসেন আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ বলে আম্মার খালিদকে লং অনের ওপর দিয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন রাসেল। ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
টস হেরে প্রথমে ব্যাটিং করা সারে ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৩০ রান। ফাইনালেও বড় স্কোর করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১২ রান করে লিটন বোল্ড হয়েছেন আয়ান আফজাল খানের বলে। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেছেন জতিন্দর সিং। টাইগার্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আয়ান খান। ১টি করে উইকেট নিয়েছেন রাসেল, আয়ান খান ও আব্বাস আফ্রিদি।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৪ ম্যাচ খেলে সাকিব করেছেন ১০২ রান।২৫.৫০ গড় ও স্ট্রাইক রেট ১৫৪.৫৪। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩০ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
২ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে