Ajker Patrika

দুই দিন ব্যাটিংয়ের পরিকল্পনা আফগানদের

দুই দিন ব্যাটিংয়ের পরিকল্পনা আফগানদের

শুরু থেকেই মিরপুর টেস্টের লাগাম বাংলাদেশের হাতে। তৃতীয় দিনে শেষে পুরো আধিপত্য লিটন দাসের দলের। নিজেদের রেকর্ড তো অবশ্যই, আন্তর্জাতিক তালিকায় সর্বোচ্চ সপ্তম লক্ষ্যে দিয়েছে বাংলাদেশ। 

৬৬২ রানের লক্ষ্যে পেরোতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানিস্তানকে। করতে হবে অবিশ্বাস্য কিছু। আগের সর্বোচ্চ রেকর্ডটির চেয়েও ২৪৪ রান বেশি তাড়া করতে হবে। ২০০৩ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের ৪১৮ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

বড় লক্ষ্য তাড়া করতে এসে আবার ৪৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে আফগানরা। এমন কঠিন সময়ে শেষ দুই দিন দলের কি পরিকল্পনা হবে তা জানিয়েছেন জোনাথন ট্রট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ইংলিশ কোচ বলেছেন, ‘আমরা আগামী দুই দিন ব্যাট করার চেষ্টা করব। তবে কাজটা খুবই কঠিন। ব্যাটিংয়ে অবশ্য অপরাজিত দুই ব্যাটার ভিন্ন কিছুর ইঙ্গিতই দিয়েছে। আমরা টেস্টে এমনটাই আশা করি। পিচও ধীর গতির হয়ে আসছে বিধায় আশা করি ব্যাট করতে পারব এবং ভালো পারফরম্যান্স করব।’ 

বাংলাদেশের ব্যাটারদের কাছে নিজের বোলারদের পিটুনি খাওয়ার বিষয়ে ট্রট বলেছেন, ‘বোলারদের মধ্যে ভালো করার প্রচেষ্টা দেখেছি। মনে করি, ছেলেদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হবে। এভাবে তাদের একটা দিন মাঠে কাটাতে হয়েছে।’

পুরো দিনে মাত্র ৩ উইকেট নিয়েছে আফগান বোলাররা। এই ৩ উইকেট নিতে ঘাম ছুটেছে তাদের। প্রতিপক্ষের বোলারদের উপর আধিপত্য দেখিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা। বাংলাদেশের ব্যাটাররা এমন আধিপত্য দেখাবে এমনটা ভেবেছিলেন কিনা এই প্রশ্নের জবাবে ট্রট বলেছেন, ‘আমি জানতাম। ইংল্যান্ডের বিপক্ষে তারা ভালো ক্রিকেট খেলেছে। যদিও সংস্করণ ভিন্ন ছিল। সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশ বেশ কিছু সফল সিরিজ খেলেছে। তাই শুধু আফগানিস্তান নয়, সকল দেশের জন্যই বাংলাদেশে খেলাটা কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত