Ajker Patrika

সাকিব-তামিমের মতো আর ঝামেলা চান না তাসকিন

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১: ১৩
সাকিব-তামিমের মতো আর ঝামেলা চান না তাসকিন

বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশের স্কোয়াডে তামিম ইকবালের না থাকা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে নানান আলোচনা-সমালোচনা হয়েছে। তার প্রভাব টুর্নামেন্টে পড়বে বলে অনেকেই জানিয়েছে। তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দল জানিয়েছিল তার প্রভাব পড়বে না। 

তবে আজ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ভালোভাবেই বোঝা যাচ্ছে তামিমের প্রভাব পড়েছে টুর্নামেন্টে। তাসকিন আহমেদের কথায়ও সেটাই ফুটে উঠেছে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর মিক্সড জোনে বাংলাদেশি পেসার জানিয়েছেন, সাকিব-তামিমের মতো আর ঝামেলা চান না তিনি। 

বিশ্বকাপ জয় দিয়ে শুরু করলেও শেষটা হার দিয়েই শেষ করল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারার পর সাকিব-তামিমের ঝামেলা নিয়ে কথা বলেছেন তাসকিন। বাংলাদেশি পেসার বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলায় ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটায় ভালো। কোনো ঝামেলাই ভালো না।’ বিশ্বকাপের আগমুহূর্তে সাকিব ও তামিমের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত