Ajker Patrika

আরাভ খান ইস্যুতে সাকিবের পাশে থাকবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আরাভ খান ইস্যুতে সাকিবের পাশে থাকবে বিসিবি

দুবাইয়ে আরাভ খান নামে এক ব্যবসায়ীর জুয়েলারি শপ উদ্বোধনে যাওয়া নিয়ে সাকিব আল হাসানকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। গত কদিন এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। বিতর্কের মাঝে আজ প্রথমবার বিসিবির কোনো কর্মকর্তা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'অবশ্যই (বিতর্কিত ইস্যুতে সাকিবের পাশে থাকা নিয়ে)। কারণ, সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দেখভাল করা আমাদের দায়িত্ব।' সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ফাঁকে জালাল ইউনুস এ কথা বলেছেন।

সাকিবের দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিসিবি জানত না বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, 'আমরা জানতাম না। আমার ক্রিকেট অপারেশন্স জানে না ব্যাপারটা। গ্যাপের (ইংল্যান্ড সিরিজ) মাঝখানে একটা ছুটি ছিল। দুটা সিরিজের মাঝখানে একটা ছুটির মতো ছিল, সেটা সে নিয়েছে। আমরা জানতাম, ১৭ তারিখ দলের সঙ্গে যোগ করবে। কোথায় গেছে কী করেছে, বা কার সঙ্গে কী ছিল, বাণিজ্যিক ইনভলমেন্ট ছিল কি না, এটা আমরা পরে জানতে পেরেছি।'

বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে জালাল ইউনুস আরও বলেছেন, 'এখানে ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখবো, কেন্দ্রিয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে সাংঘষিক করে কি না। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারি কমিটিতে আমরা রেফার করতে পারি। এজন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত