Ajker Patrika

আরাভ খান ইস্যুতে সাকিবের পাশে থাকবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
Thumbnail image

দুবাইয়ে আরাভ খান নামে এক ব্যবসায়ীর জুয়েলারি শপ উদ্বোধনে যাওয়া নিয়ে সাকিব আল হাসানকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। গত কদিন এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। বিতর্কের মাঝে আজ প্রথমবার বিসিবির কোনো কর্মকর্তা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'অবশ্যই (বিতর্কিত ইস্যুতে সাকিবের পাশে থাকা নিয়ে)। কারণ, সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দেখভাল করা আমাদের দায়িত্ব।' সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ফাঁকে জালাল ইউনুস এ কথা বলেছেন।

সাকিবের দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিসিবি জানত না বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, 'আমরা জানতাম না। আমার ক্রিকেট অপারেশন্স জানে না ব্যাপারটা। গ্যাপের (ইংল্যান্ড সিরিজ) মাঝখানে একটা ছুটি ছিল। দুটা সিরিজের মাঝখানে একটা ছুটির মতো ছিল, সেটা সে নিয়েছে। আমরা জানতাম, ১৭ তারিখ দলের সঙ্গে যোগ করবে। কোথায় গেছে কী করেছে, বা কার সঙ্গে কী ছিল, বাণিজ্যিক ইনভলমেন্ট ছিল কি না, এটা আমরা পরে জানতে পেরেছি।'

বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে জালাল ইউনুস আরও বলেছেন, 'এখানে ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখবো, কেন্দ্রিয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে সাংঘষিক করে কি না। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারি কমিটিতে আমরা রেফার করতে পারি। এজন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত