Ajker Patrika

শ্রীলঙ্কার বিপক্ষে এমন ভরাডুবি কখনোই হয়নি অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো
শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের বাজিয়ে দেখার শেষ সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আইসিসির এই ইভেন্টের আগে অজিদের নাকানিচুবানি খাইয়েছে শ্রীলঙ্কা। অথচ এই লঙ্কানদেরই চ্যাম্পিয়নস ট্রফিতে দর্শক হয়ে থাকতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ৫০ বা তার বেশি রানে শ্রীলঙ্কার জয়ের রেকর্ড এত দিন ছিল ৫টি। তবে তিন অঙ্কের রানে জেতার কীর্তি ছিল না। লঙ্কানরা আজ ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকে। কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানে হারিয়ে সর্বোচ্চ রানে জেতার রেকর্ড গড়ল লঙ্কানরা। রেকর্ড গড়ার দিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে অজিদের ২-০ ব্যবধানে ধবলধোলাই করল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার সামনে ছিল ২৮২ রানের লক্ষ্য। সমতায় ফিরতে অজিরা আক্রমণাত্মক খেলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৬.৪ ওভারে ৩ উইকেটে ৩৩ রানে পরিণত হয় সফরকারীরা। তিনটি উইকেটই নিয়েছেন আসিথা ফার্নান্দো। যার মধ্যে বিস্ফোরক ওপেনার ট্রাভিস হেডের উইকেট। হেড ১৮ বলে ১৮ রান করে ফিরেছেন। সপ্তম ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোকে সজোরে পুল করেন হেড। ডিপ স্কয়ার লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন বদলি ফিল্ডার আভিস্কা ফার্নান্দো।

চাপে পড়া অস্ট্রেলিয়া এরপর এগোতে থাকে সাবলীলভাবে। চতুর্থ উইকেটে স্টিভ স্মিথ ও জস ইংলিস গড়েন ৫০ বলে ৪৬ রানের জুটি। ১৫তম ওভারের পঞ্চম বলে ইংলিসকে এক আর্ম বলে বোল্ড করে জুটি ভাঙেন দুনিথ ভেল্লালাগে। এখান থেকে চোখের পলকেই শেষ অজিদের ইনিংস। ২৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৪.২ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন স্মিথ। শ্রীলঙ্কার ভেল্লালাগে নিয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আসিথা।

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের পর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুশল মেন্ডিস। ১১৫ বলে ১১ চারে ১০১ রান করেছেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। দুই ম্যাচের ওয়ানডে সিরিজে চারিথ আসালাঙ্কার পারফরম্যান্সকে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বলা যায়। সিরিজে সর্বোচ্চ ২০৫ রান এবং বোলিংয়ে ১ উইকেট নিয়ে তিনি পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। ২০৫ গড় চোখ কপালে ওঠার মতো। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেছেন।

কলম্বোতে আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। অজিদের মিস ফিল্ডিং ও ক্যাচ মিসের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে লঙ্কানরা। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ২৮১ রান করে স্বাগতিকেরা। পাঁচ নম্বরে নেমে আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, বেন ডোয়ারশুইস, শন অ্যাবট, অ্যারন হার্ডি প্রত্যেকেই ১টি করে উইকেট পেয়েছেন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শ্রীলঙ্কা ২৩ ওয়ানডে খেলে জিতেছে ১৫টিতে। হেরেছে ৫ ওয়ানডে, ১টি টাই হয়েছে ও ২ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এই সময়ে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মতো দলকেও ওয়ানডে সিরিজে হারিয়েছে লঙ্কানরা। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস! এই শ্রীলঙ্কাকেই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা সাকিব আল হাসানের ‘টাইমড আউটের’ ম্যাচটা হেরেই সর্বনাশ হয়েছিল লঙ্কানদের। আর বাংলাদেশ ৩ উইকেটে জিতে কেটেছে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত