পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। ঘূর্ণি জাদুতে পাকিস্তানকে তো বোকা বানাচ্ছেনই। অলরাউন্ডার মিরাজ ছন্দে আছেন ব্যাটিংয়েও। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে এবার লোয়ার অর্ডারের ধস ঠেকানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মিরাজ। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস।
সিরিজে টিকে থাকতে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে হারাতে যে কতটা মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, সেটা রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় দিনের খেলা দেখলে বোঝা যাবে। টিভি স্ক্রিন থেকে চোখ সরতে না সরতেই একের পর এক উইকেট হারাচ্ছেন সফরকারীরা। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেছেন মিরাজ ও লিটন। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ।সপ্তম উইকেটে মিরাজ-লিটনের জুটি থেকে এরই মধ্যে এসেছে ৪৯ রান।
কোনো উইকেট না হারিয়ে ১০ রানে বাংলাদেশ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে। খেলা শুরু হতে না হতেই জীবন পান জাকির হাসান। পঞ্চম ওভারের প্রথম বলে খুররম শাহজাদকে ফ্লিক করেন জাকির। স্কয়ার লেগে বাঁ দিকে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন আবরার আহমেদ। জাকির আউট হয়েছেন কি না, সেটা যাচাই করেন তৃতীয় আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় আবরারের কাছে যাওয়ার আগেই বল ঘাস স্পর্শ করেছে। তবে ভুল থেকে তো শিক্ষা নেননি জাকির। ষষ্ঠ ওভারের শেষ বলে খুররমকে ফ্লিক করতে গিয়ে জাকির ধরা পড়েন শর্ট মিড উইকেটে। এবার সহজেই তালুবন্দী করেন আবরার।
জাকিরের উইকেট পতনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে জোড়া ধাক্কা দিলেন খুররম। অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে খুররম ফিরিয়েছেন সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্ত দুজনেই হয়েছেন বোল্ড। টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে একমাত্র সাদমান দুই অঙ্ক ছুঁয়েছেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। জাকির ও শান্ত করেন ১ ও ৪ রান। বাংলাদেশ অধিনায়কের রানটি এসেছে বাউন্ডারি থেকে।
সতীর্থ খুররমকে দেখে মীর হামজাও যেন উদ্দীপ্ত হয়ে উঠলেন। নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে। যেখানে মুমিনুল ক্যাচিং অনুশীলন করিয়েছেন পাকিস্তানকে। নবম ওভারের প্রথম বলে আলতো ফ্লিক করেন মুমিনুল। মিড অনে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ আলী। অন্যদিকে মুশফিক দ্বিধাদ্বন্দ্বে থেকে নিজের উইকেট হারিয়েছেন। ১১তম ওভারের তৃতীয় বলে মুশফিক ডিফেন্স করতে গেলে এজ হওয়া বল তালুবন্দী করেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিক এবার আউট হয়েছেন ৩ রানে।
মুশফিক আউট হতে না হতেই ফিরেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। ১২ তম ওভারের তৃতীয় বলে সাকিবের বিপক্ষে খুররম এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলে আউট হয়েছেন। তাতে ১১.৩ ওভারে ৬ উইকেটে ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ। ৮ নম্বরে নেমে বিপর্যস্ত বাংলাদেশের ইনিংসের হাল ধরেছেন মিরাজ। ব্যাটিং করছেন আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে। ৪৮ বলে ৭ চারে ৩৩ রান করে অপরাজিত বাংলাদেশের এই অলরাউন্ডার।
মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই একটি রিভিউ নষ্ট করে পাকিস্তান। ২৪তম ওভারের শেষ বলে লিটনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন আবরার। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। এই আবরারকে ২৬তম ওভারে পুরোটা খেলেছেন লিটন। মধ্যাহ্নভোজের আগে এটাই শেষ ওভার।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। ঘূর্ণি জাদুতে পাকিস্তানকে তো বোকা বানাচ্ছেনই। অলরাউন্ডার মিরাজ ছন্দে আছেন ব্যাটিংয়েও। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে এবার লোয়ার অর্ডারের ধস ঠেকানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মিরাজ। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস।
সিরিজে টিকে থাকতে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে হারাতে যে কতটা মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, সেটা রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় দিনের খেলা দেখলে বোঝা যাবে। টিভি স্ক্রিন থেকে চোখ সরতে না সরতেই একের পর এক উইকেট হারাচ্ছেন সফরকারীরা। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেছেন মিরাজ ও লিটন। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ।সপ্তম উইকেটে মিরাজ-লিটনের জুটি থেকে এরই মধ্যে এসেছে ৪৯ রান।
কোনো উইকেট না হারিয়ে ১০ রানে বাংলাদেশ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে। খেলা শুরু হতে না হতেই জীবন পান জাকির হাসান। পঞ্চম ওভারের প্রথম বলে খুররম শাহজাদকে ফ্লিক করেন জাকির। স্কয়ার লেগে বাঁ দিকে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন আবরার আহমেদ। জাকির আউট হয়েছেন কি না, সেটা যাচাই করেন তৃতীয় আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় আবরারের কাছে যাওয়ার আগেই বল ঘাস স্পর্শ করেছে। তবে ভুল থেকে তো শিক্ষা নেননি জাকির। ষষ্ঠ ওভারের শেষ বলে খুররমকে ফ্লিক করতে গিয়ে জাকির ধরা পড়েন শর্ট মিড উইকেটে। এবার সহজেই তালুবন্দী করেন আবরার।
জাকিরের উইকেট পতনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে জোড়া ধাক্কা দিলেন খুররম। অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে খুররম ফিরিয়েছেন সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্ত দুজনেই হয়েছেন বোল্ড। টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে একমাত্র সাদমান দুই অঙ্ক ছুঁয়েছেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। জাকির ও শান্ত করেন ১ ও ৪ রান। বাংলাদেশ অধিনায়কের রানটি এসেছে বাউন্ডারি থেকে।
সতীর্থ খুররমকে দেখে মীর হামজাও যেন উদ্দীপ্ত হয়ে উঠলেন। নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে। যেখানে মুমিনুল ক্যাচিং অনুশীলন করিয়েছেন পাকিস্তানকে। নবম ওভারের প্রথম বলে আলতো ফ্লিক করেন মুমিনুল। মিড অনে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ আলী। অন্যদিকে মুশফিক দ্বিধাদ্বন্দ্বে থেকে নিজের উইকেট হারিয়েছেন। ১১তম ওভারের তৃতীয় বলে মুশফিক ডিফেন্স করতে গেলে এজ হওয়া বল তালুবন্দী করেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিক এবার আউট হয়েছেন ৩ রানে।
মুশফিক আউট হতে না হতেই ফিরেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। ১২ তম ওভারের তৃতীয় বলে সাকিবের বিপক্ষে খুররম এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলে আউট হয়েছেন। তাতে ১১.৩ ওভারে ৬ উইকেটে ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ। ৮ নম্বরে নেমে বিপর্যস্ত বাংলাদেশের ইনিংসের হাল ধরেছেন মিরাজ। ব্যাটিং করছেন আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে। ৪৮ বলে ৭ চারে ৩৩ রান করে অপরাজিত বাংলাদেশের এই অলরাউন্ডার।
মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই একটি রিভিউ নষ্ট করে পাকিস্তান। ২৪তম ওভারের শেষ বলে লিটনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন আবরার। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। এই আবরারকে ২৬তম ওভারে পুরোটা খেলেছেন লিটন। মধ্যাহ্নভোজের আগে এটাই শেষ ওভার।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে