নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনিংসের তখন মাত্র দ্বিতীয় ওভারের প্রথম বল, ওপেনার জাকির হাসান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। এরপরই উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কাটা বাংলাদেশকে বুঝতেই দেননি এই বাঁহাতি ব্যাটার। পাল্টা আক্রমণে আফগানিস্তানের বোলিং লাইনআপ এলোমেলো করে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
বাঁহাতি স্পিনার আমির হামজার বলে একটি সিংগেল বের করে শান্ত পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হেলমেট খুলে উদ্যাপনে আকাশ ছুঁতে চাইলেন। চাইবেন না-ই-বা কেন! এই সাফল্যগুলো তো রানের জন্য শান্তর সংগ্রামের দিনগুলো মনে করিয়ে দেয়। আকাশে উড়তে চাওয়ার পরিচিত আরেকটি উদ্যাপনও করেছেন শান্ত। ব্যাটের ওপর উড়ন্ত চুমু আঁকলেন। ঠিক যেমনটা চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর করেছিলেন। চেমসফোর্ড থেকে মিরপুর—শান্তর আরেকটি ‘চুমুময়’ সেঞ্চুরির সাক্ষী হলেন বাংলাদেশের দর্শক।
আমির হামজার বলেই ছক্কা মারতে গিয়ে পরে মিডউইকেটে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ১৭৫ বলে ১৪৬ রানের ইনিংসে ছিল ২৩টি চার ও ২টি ছয়। কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে ইনিংসের প্রশংসার সঙ্গে শান্তর হেলমেট খুলে লাফিয়ে ওঠা এবং চুমুময় উদ্যাপনের ব্যাপারটিও আলোচনায় আসে।
এই উদ্যাপনের ব্যাখ্যা কী–কারও উদ্দেশে কি শান্ত এ উদ্যাপন করেন? শান্ত জানালেন তেমন কিছুই নয়। সংবাদ সম্মেলনে বললেন, ‘উদ্যাপন তো আসলে রান যখন করি না, তখন তো করতে পারি না। রান করার পর মন চায় উদ্যাপন করতে, এ জন্য করি আর কী। এটা কারও উদ্দেশে নয়। আমার নিজের ভালো লাগার জন্য করি।’
তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৭০ ম্যাচ খেলা হয়ে গেছে শান্তর। কিন্তু দেশের মাঠে ছিল না কোনো সেঞ্চুরি। অবশেষে সেটিও আজ হয়ে গেল। এর আগে তিনটি সেঞ্চুরি করেছিলেন–পাল্লেকেলে, হারারেতে ও চেমসফোর্ডে। তবে দেশের মাঠে প্রথম সেঞ্চুরিকে ‘স্পেশাল’ বললেন শান্ত, ‘টেস্ট ম্যাচে সেঞ্চুরি অবশ্যই বিশেষ কিছু। আর নিজেদের মাঠে খেললে তো অবশ্যই বিশেষ। আর এটা আমাদের ওয়ান অব দ্য বেস্ট গ্রাউন্ড, সে হিসেবে অবশ্য একটু বেশি স্পেশাল।’
গত কিছুদিনে দুর্দান্ত ছন্দে থাকলেও টেস্টে সেঞ্চুরির খরা কাটাল শান্তর। হারারেতে তাঁর সর্বশেষ সেঞ্চুরি ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি শান্ত পূর্ণ করেছেন ১১৮ বলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের টেস্টে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শান্তর চেয়ে কম বলে মিরপুরে সেঞ্চুরির কৃতিত্ব আছে তামিম ইকবালের। ভারতের বিপক্ষে ১০১ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার।
ইনিংসের তখন মাত্র দ্বিতীয় ওভারের প্রথম বল, ওপেনার জাকির হাসান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। এরপরই উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কাটা বাংলাদেশকে বুঝতেই দেননি এই বাঁহাতি ব্যাটার। পাল্টা আক্রমণে আফগানিস্তানের বোলিং লাইনআপ এলোমেলো করে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
বাঁহাতি স্পিনার আমির হামজার বলে একটি সিংগেল বের করে শান্ত পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হেলমেট খুলে উদ্যাপনে আকাশ ছুঁতে চাইলেন। চাইবেন না-ই-বা কেন! এই সাফল্যগুলো তো রানের জন্য শান্তর সংগ্রামের দিনগুলো মনে করিয়ে দেয়। আকাশে উড়তে চাওয়ার পরিচিত আরেকটি উদ্যাপনও করেছেন শান্ত। ব্যাটের ওপর উড়ন্ত চুমু আঁকলেন। ঠিক যেমনটা চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর করেছিলেন। চেমসফোর্ড থেকে মিরপুর—শান্তর আরেকটি ‘চুমুময়’ সেঞ্চুরির সাক্ষী হলেন বাংলাদেশের দর্শক।
আমির হামজার বলেই ছক্কা মারতে গিয়ে পরে মিডউইকেটে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ১৭৫ বলে ১৪৬ রানের ইনিংসে ছিল ২৩টি চার ও ২টি ছয়। কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে ইনিংসের প্রশংসার সঙ্গে শান্তর হেলমেট খুলে লাফিয়ে ওঠা এবং চুমুময় উদ্যাপনের ব্যাপারটিও আলোচনায় আসে।
এই উদ্যাপনের ব্যাখ্যা কী–কারও উদ্দেশে কি শান্ত এ উদ্যাপন করেন? শান্ত জানালেন তেমন কিছুই নয়। সংবাদ সম্মেলনে বললেন, ‘উদ্যাপন তো আসলে রান যখন করি না, তখন তো করতে পারি না। রান করার পর মন চায় উদ্যাপন করতে, এ জন্য করি আর কী। এটা কারও উদ্দেশে নয়। আমার নিজের ভালো লাগার জন্য করি।’
তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৭০ ম্যাচ খেলা হয়ে গেছে শান্তর। কিন্তু দেশের মাঠে ছিল না কোনো সেঞ্চুরি। অবশেষে সেটিও আজ হয়ে গেল। এর আগে তিনটি সেঞ্চুরি করেছিলেন–পাল্লেকেলে, হারারেতে ও চেমসফোর্ডে। তবে দেশের মাঠে প্রথম সেঞ্চুরিকে ‘স্পেশাল’ বললেন শান্ত, ‘টেস্ট ম্যাচে সেঞ্চুরি অবশ্যই বিশেষ কিছু। আর নিজেদের মাঠে খেললে তো অবশ্যই বিশেষ। আর এটা আমাদের ওয়ান অব দ্য বেস্ট গ্রাউন্ড, সে হিসেবে অবশ্য একটু বেশি স্পেশাল।’
গত কিছুদিনে দুর্দান্ত ছন্দে থাকলেও টেস্টে সেঞ্চুরির খরা কাটাল শান্তর। হারারেতে তাঁর সর্বশেষ সেঞ্চুরি ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি শান্ত পূর্ণ করেছেন ১১৮ বলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের টেস্টে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শান্তর চেয়ে কম বলে মিরপুরে সেঞ্চুরির কৃতিত্ব আছে তামিম ইকবালের। ভারতের বিপক্ষে ১০১ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৮ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২৯ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে