Ajker Patrika

টি-টোয়েন্টির বদলা কি ওয়ানডেতে নেবে বাংলাদেশ

লাইছ ত্বোহা, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯: ৪৩
টি-টোয়েন্টির বদলা কি ওয়ানডেতে নেবে বাংলাদেশ

প্রথম ওয়ানডের পর চট্টগ্রামের কিউরেটরকে ওয়ানিন্দু হাসারাঙ্গা বলেই বসলেন, ‘তোমরা আমাদের সঙ্গে প্রতারণা করেছ!’ আবহাওয়া নিয়ে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকে সঠিক তথ্য নাকি দেননি তাঁরা। সারা দিন রৌদ্রোজ্জ্বল, রাতে বৃষ্টির মতো শিশির ঝরেছে। আবহাওয়ার মতিগতি এভাবে বদলে যাবে, সেটা ভাবেননি কিউরেটরও। 

আবহাওয়া নিয়ে যে তথ্য পেয়েছিল, সেটি ভাবনায় রেখে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। রাত বেড়ে যাওয়ায় ভেজা বলে গ্রিপ করতে বেশ হিমশিম খেতে হয়েছে সফরকারী বোলারদের। আর কন্ডিশন কাজে লাগিয়ে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 

প্রথম ওয়ানডে এবং গতকালের আবহাওয়া ভাবনায় রাখলে আজ দ্বিতীয় ম্যাচেও টস হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। গতকাল সকাল থেকে রোদের ঝলকানি থাকলেও দুপুর হতেই মেঘে ঢাকা আকাশ। পরে ঝিরিঝিরি বৃষ্টি। বিকেলে সূর্যের আর দেখাই মেলেনি। কাল লঙ্কানরা বিশ্রামে দিন পার করলেও সিরিজ জিততে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ। গতকাল ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন সাত ক্রিকেটার। গভীর দৃষ্টিতে উইকেট দেখে গেছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ হারের ‘প্রতিশোধ’ নিতে ওয়ানডেতে মরিয়া বাংলাদেশ দল। আত্মতুষ্টির জায়গা নেই হাথুরুর অভিধানে। 

নিক পোথাস, ডেভিড হেম্পদের ক্লাসে ঐচ্ছিক অনুশীলনে একটু বেশি অনুশীলন করলেন ছন্দের খোঁজে থাকা সৌম্য সরকার। অনুশীলনের শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন ব্যাটিং। সৌম্যের মতো বারবার দৃষ্টিকটু আউট হচ্ছেন তাওহীদ হৃদয়ও। তাঁকেও আনা হয়েছে অনুশীলনে। ছিলেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিমের মতো একাদশের বাইরে থাকা ক্রিকেটাররাও। লিটন দাসের সঙ্গে আজও ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্যকে। 

শিশির আর কন্ডিশনের কথা বিবেচনা করে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও রিশাদ হোসেনও নেটে বোলিং করেছেন বেশ কিছুক্ষণ। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ ছন্দে রয়েছেন অধিনায়ক শান্ত। এই ম্যাচের আগে তাঁদের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। সেবার মিরপুরে প্রথম দুই ম্যাচে হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল। এবার চট্টগ্রামে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে বাংলাদেশ, আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই আরেকটি সিরিজ জয় যুক্ত হবে অর্জনের তালিকায়। নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তর সুযোগ ছন্দ ধরে রেখে নিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের। 

দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ৬টিতে। ২টি সিরিজ সমতায় আর ১টি সিরিজে জিতেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে আগে কুশল মেন্ডিসকে থামাতে হবে স্বাগতিক বোলারদের। ভয়ংকর চারিত আসালাঙ্কা আর পাতুম নিসাঙ্কার উইকেটও নিতে হবে দ্রুত। দক্ষতার সঙ্গে মুশফিকদের মোকাবিলা করতে হবে হাসারাঙ্গার ঘূর্ণি-জাদু। শিষ্যদের প্রতি গতকাল নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বার্তা, ‘(প্রথম ওয়ানডেতে) ব্যক্তিগত পারফরম্যান্সগুলো দারুণ ছিল। তবে আমাদের কাছে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক মানসিকতা, শান্ত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ রাখা।’ 

আজই যদি সিরিজ নিশ্চিত করা যায়, কাজটি নিশ্চয়ই শেষ ম্যাচের জন্য ফেলে রাখবেন না শান্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত