Ajker Patrika

আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনা শান্তর কাছে অযৌক্তিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনা শান্তর কাছে অযৌক্তিক

২০২৪ আইপিএলে রীতিমতো রানের বন্যা হচ্ছে। ২০০ রান তাড়া করে জয়ের ঘটনাও বেশ নিয়মিত। আইপিএলের উল্টো চিত্র আজ শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে। পাঁচ ম্যাচের কোনোটিতেও ২০০ রানের ইনিংস দেখা যায়নি। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ ব্যাপারটি নিয়ে ভাবছেন না মোটেও। 

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান হয়েছে তৃতীয় টি-টোয়েন্টিতে। চট্টগ্রামে সেই ম্যাচে স্কোর করেছে বাংলাদেশই। চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথম ১১ ওভারে ১০০ রান করলেও ধস নেমে অলআউট হয়েছে ১৪৩ রানে। এই রানও তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। পুরো সিরিজ জুড়েই ব্যাটারদের রানের জন্য সংগ্রাম করতে হয়েছে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। শান্তর মতে, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের তেমন একটা পার্থক্য হবে না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয়, গত বছর পিএসএলেও এমন রান হয়েছে। ২০০ এর বেশি, আড়াইশ রানও হয়েছে। কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০,২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর। এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে। ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের রান ডিফেন্ড করতে হবে বা রান তাড়া করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিক।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে লড়াই করতে হয়েছে আবহাওয়ার সঙ্গেও। চট্টগ্রামে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি দুই ম্যাচেই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টিও। বৃষ্টির বাগড়ায় ব্যাটাররা মোমেন্টাম ধরে রাখতে পারেননি বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা হয়তো অনেকে বাইরে থেকে দেখলে মনে করবে, চট্টগ্রামের উইকেটে রান হয় অনেক। তবে এইবার আমরা যে তিনটা ম্যাচ খেলেছি, নতুন বলে কঠিন ছিল ব্যাটিং করাটা। তার মধ্যে দুইটা ম্যাচে বৃষ্টির কারণে থেমে থেমে ব্যাটিং করা লেগেছে। তাই মোমেন্টামটা সেভাবে পাইনি। এইগুলো সব মনে হতে পারে অজুহাত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত