১৮ বছর পর চট্টগ্রামে ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বংসী শুরু করে শ্রীলঙ্কা। সফরকারী লঙ্কানরাই এখন ধুঁকছে তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কার আজ ওপেনিংয়ে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাংকা। প্রথম ওভারে বোলিংয়ে আসা শরীফুল ইসলামের ওভার থেকে নিতে পারে ২ রান। তবে বিধ্বংসী ব্যাটিং শুরু হয় দ্বিতীয় ওভার থেকে। তাসকিন আহমেদের সেই ওভার (দ্বিতীয় ওভার) থেকে লঙ্কানরা নেয় ১২ রান। একটি করে চার মারেন আভিস্কা ও নিশাংকা। ঝোড়ো ব্যাটিং করতে থাকা লঙ্কানরা প্রথম ৯ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে ফেলে। দলীয় ৭১ রানে ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। দশম ওভারের পঞ্চম বলে আভিস্কাকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তানজিম সাকিব। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আভিস্কা।
এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে আবারও শ্রীলঙ্কাকে ধাক্কা দেন তানজিম সাকিব। ১২ তম ওভারের প্রথম বলে তানজিম সাকিবকে পুল করতে যান নিশাংকা। এজ হওয়া বল তৃতীয় স্লিপে সহজেই লুফে নেন সৌম্য সরকার। নিশাংকা ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নেমেও সাদিরা সামারাবিক্রমা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৪ তম ওভারের প্রথম বলে সাদিরাকে ফেরান তানজিম সাকিবই। উইকেটরক্ষক মুশফিক এবার দুর্দান্ত ক্যাচ ধরেছেন।
তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে ১৩.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রানে পরিণত হয় লঙ্কানরা। পাঁচ নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন চারিথ আসালাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৭ ওভার শেষে করেছে ৩ উইকেটে ৯৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২২ বলে ১১ রানে ব্যাটিং করছেন। ১৪ বলে ৭ রানে অপরাজিত আসালাঙ্কা।
১৮ বছর পর চট্টগ্রামে ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বংসী শুরু করে শ্রীলঙ্কা। সফরকারী লঙ্কানরাই এখন ধুঁকছে তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কার আজ ওপেনিংয়ে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাংকা। প্রথম ওভারে বোলিংয়ে আসা শরীফুল ইসলামের ওভার থেকে নিতে পারে ২ রান। তবে বিধ্বংসী ব্যাটিং শুরু হয় দ্বিতীয় ওভার থেকে। তাসকিন আহমেদের সেই ওভার (দ্বিতীয় ওভার) থেকে লঙ্কানরা নেয় ১২ রান। একটি করে চার মারেন আভিস্কা ও নিশাংকা। ঝোড়ো ব্যাটিং করতে থাকা লঙ্কানরা প্রথম ৯ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে ফেলে। দলীয় ৭১ রানে ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। দশম ওভারের পঞ্চম বলে আভিস্কাকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তানজিম সাকিব। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আভিস্কা।
এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে আবারও শ্রীলঙ্কাকে ধাক্কা দেন তানজিম সাকিব। ১২ তম ওভারের প্রথম বলে তানজিম সাকিবকে পুল করতে যান নিশাংকা। এজ হওয়া বল তৃতীয় স্লিপে সহজেই লুফে নেন সৌম্য সরকার। নিশাংকা ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নেমেও সাদিরা সামারাবিক্রমা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৪ তম ওভারের প্রথম বলে সাদিরাকে ফেরান তানজিম সাকিবই। উইকেটরক্ষক মুশফিক এবার দুর্দান্ত ক্যাচ ধরেছেন।
তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে ১৩.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রানে পরিণত হয় লঙ্কানরা। পাঁচ নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন চারিথ আসালাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৭ ওভার শেষে করেছে ৩ উইকেটে ৯৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২২ বলে ১১ রানে ব্যাটিং করছেন। ১৪ বলে ৭ রানে অপরাজিত আসালাঙ্কা।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে