১৮ বছর পর চট্টগ্রামে ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বংসী শুরু করে শ্রীলঙ্কা। সফরকারী লঙ্কানরাই এখন ধুঁকছে তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কার আজ ওপেনিংয়ে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাংকা। প্রথম ওভারে বোলিংয়ে আসা শরীফুল ইসলামের ওভার থেকে নিতে পারে ২ রান। তবে বিধ্বংসী ব্যাটিং শুরু হয় দ্বিতীয় ওভার থেকে। তাসকিন আহমেদের সেই ওভার (দ্বিতীয় ওভার) থেকে লঙ্কানরা নেয় ১২ রান। একটি করে চার মারেন আভিস্কা ও নিশাংকা। ঝোড়ো ব্যাটিং করতে থাকা লঙ্কানরা প্রথম ৯ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে ফেলে। দলীয় ৭১ রানে ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। দশম ওভারের পঞ্চম বলে আভিস্কাকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তানজিম সাকিব। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আভিস্কা।
এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে আবারও শ্রীলঙ্কাকে ধাক্কা দেন তানজিম সাকিব। ১২ তম ওভারের প্রথম বলে তানজিম সাকিবকে পুল করতে যান নিশাংকা। এজ হওয়া বল তৃতীয় স্লিপে সহজেই লুফে নেন সৌম্য সরকার। নিশাংকা ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নেমেও সাদিরা সামারাবিক্রমা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৪ তম ওভারের প্রথম বলে সাদিরাকে ফেরান তানজিম সাকিবই। উইকেটরক্ষক মুশফিক এবার দুর্দান্ত ক্যাচ ধরেছেন।
তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে ১৩.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রানে পরিণত হয় লঙ্কানরা। পাঁচ নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন চারিথ আসালাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৭ ওভার শেষে করেছে ৩ উইকেটে ৯৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২২ বলে ১১ রানে ব্যাটিং করছেন। ১৪ বলে ৭ রানে অপরাজিত আসালাঙ্কা।
১৮ বছর পর চট্টগ্রামে ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বংসী শুরু করে শ্রীলঙ্কা। সফরকারী লঙ্কানরাই এখন ধুঁকছে তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কার আজ ওপেনিংয়ে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাংকা। প্রথম ওভারে বোলিংয়ে আসা শরীফুল ইসলামের ওভার থেকে নিতে পারে ২ রান। তবে বিধ্বংসী ব্যাটিং শুরু হয় দ্বিতীয় ওভার থেকে। তাসকিন আহমেদের সেই ওভার (দ্বিতীয় ওভার) থেকে লঙ্কানরা নেয় ১২ রান। একটি করে চার মারেন আভিস্কা ও নিশাংকা। ঝোড়ো ব্যাটিং করতে থাকা লঙ্কানরা প্রথম ৯ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে ফেলে। দলীয় ৭১ রানে ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। দশম ওভারের পঞ্চম বলে আভিস্কাকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তানজিম সাকিব। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আভিস্কা।
এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে আবারও শ্রীলঙ্কাকে ধাক্কা দেন তানজিম সাকিব। ১২ তম ওভারের প্রথম বলে তানজিম সাকিবকে পুল করতে যান নিশাংকা। এজ হওয়া বল তৃতীয় স্লিপে সহজেই লুফে নেন সৌম্য সরকার। নিশাংকা ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নেমেও সাদিরা সামারাবিক্রমা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৪ তম ওভারের প্রথম বলে সাদিরাকে ফেরান তানজিম সাকিবই। উইকেটরক্ষক মুশফিক এবার দুর্দান্ত ক্যাচ ধরেছেন।
তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে ১৩.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রানে পরিণত হয় লঙ্কানরা। পাঁচ নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন চারিথ আসালাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৭ ওভার শেষে করেছে ৩ উইকেটে ৯৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২২ বলে ১১ রানে ব্যাটিং করছেন। ১৪ বলে ৭ রানে অপরাজিত আসালাঙ্কা।
ফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
৮ মিনিট আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২৭ মিনিট আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
৩৮ মিনিট আগেরাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১১ ঘণ্টা আগে