পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রদবদলের পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে; বিশেষ করে শহিদ আফ্রিদি অন্তর্বর্তীকালীন নির্বাচকের প্রধান হিসেবে আসার পর থেকেই। দেশটির সাবেক অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তানকে দুটি ‘জাতীয় দল’ করবেন তিনি।
আফ্রিদি বলেছেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুটি দল তৈরি করতে চাই।’ তবে তিনি করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা চলমান নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে আফ্রিদির ভাবনাটি ক্রিকেটে নতুন নয়। এর আগে ‘তিন মোড়ল’ খ্যাত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এমনটি করে দেখিয়েছে। প্রায় একই সময়ে দুটি ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দল পাঠিয়েছে তারা। গত বছর জুনে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে এমনটি করেছে ইংল্যান্ড। ১৯৯৮ সালে এমনটি করে দেখিয়েছে ভারত। শেষবার শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে তারা। অস্ট্রেলিয়াও এমনটি করেছে একবার। এবার সেই লক্ষ্যে পাকিস্তানকে তৈরি করতে চান আফ্রিদি। লক্ষ্যপূরণে তাঁকে সহায়তা করবেন দেশটির সাবেক দুই ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম।
দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। তবে যে পিচে খেলি, তা আমাদের খুব সহায়তা করছে না। এমন পিচ বোলারদের জন্য ভালো নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাউন্সি পিচ করার চেষ্টা করব আমরা।’
এ জন্য বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলোও সমাধান করতে চান আফ্রিদি; বিশেষ করে যোগাযোগের বিষয়টি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘অতীতে অনেক যোগাযোগের ঘাটতি ছিল। ক্রিকেটারকে সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে বিষয়টি বুঝতে পেরেছি। সরাসরি হারিস ও ফখরের সঙ্গে কথা বলে তাদের পরীক্ষা নিয়েছি। বিশ্বাস করি, খেলোয়াড় ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগের লাইন থাকা উচিত।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রদবদলের পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে; বিশেষ করে শহিদ আফ্রিদি অন্তর্বর্তীকালীন নির্বাচকের প্রধান হিসেবে আসার পর থেকেই। দেশটির সাবেক অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তানকে দুটি ‘জাতীয় দল’ করবেন তিনি।
আফ্রিদি বলেছেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুটি দল তৈরি করতে চাই।’ তবে তিনি করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা চলমান নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে আফ্রিদির ভাবনাটি ক্রিকেটে নতুন নয়। এর আগে ‘তিন মোড়ল’ খ্যাত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এমনটি করে দেখিয়েছে। প্রায় একই সময়ে দুটি ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দল পাঠিয়েছে তারা। গত বছর জুনে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে এমনটি করেছে ইংল্যান্ড। ১৯৯৮ সালে এমনটি করে দেখিয়েছে ভারত। শেষবার শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে তারা। অস্ট্রেলিয়াও এমনটি করেছে একবার। এবার সেই লক্ষ্যে পাকিস্তানকে তৈরি করতে চান আফ্রিদি। লক্ষ্যপূরণে তাঁকে সহায়তা করবেন দেশটির সাবেক দুই ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম।
দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। তবে যে পিচে খেলি, তা আমাদের খুব সহায়তা করছে না। এমন পিচ বোলারদের জন্য ভালো নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাউন্সি পিচ করার চেষ্টা করব আমরা।’
এ জন্য বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলোও সমাধান করতে চান আফ্রিদি; বিশেষ করে যোগাযোগের বিষয়টি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘অতীতে অনেক যোগাযোগের ঘাটতি ছিল। ক্রিকেটারকে সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে বিষয়টি বুঝতে পেরেছি। সরাসরি হারিস ও ফখরের সঙ্গে কথা বলে তাদের পরীক্ষা নিয়েছি। বিশ্বাস করি, খেলোয়াড় ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগের লাইন থাকা উচিত।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে