Ajker Patrika

সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১: ৪১
সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করার পরও হারতে হয়েছে বাংলাদেশকে। বলতে গেলে জয়টা হাতছাড়াই করেছেন মাহমুদউল্লাহরা। লিটন দাসের ওই দুটি ক্যাচ না ফসকালে ম্যাচটা বাংলাদেশও জিততে পারত। স্বাভাবিকভাবে এমন হারের পর ক্রিকেটারদের বেশ সমালোচনাই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার, ওমানের মতো দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয়ের পরও একই সমালোচনায় পড়তে হয়েছিল মুশফিক-সাকিবদের। এমন সমালোচনা মানতে পারছেন না মুশফিকও। 

আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘মাঠের বাইরে তো নানা রকম কথা হবেই। ক্রিকেটার হিসেবে আপনি ভালো করলে সবাই তালি দেবে আর খারাপ করলে গালি দেবে এটাই নিয়ম। আর এটা আমার প্রথম বছর না। ১৬ বছর ধরে আমি এসব দেখে আসছি। আর যারা আমাদের নিয়ে এসব বলে তাদের উচিত নিজেদের চেহারা আয়নায় দেখা। কারণ, তারা তো বাংলাদেশের হয়ে খেলে না। আমরা খেলছি। আমরা সবাই ভালো করার চেষ্টা করি। কোনো দিন হয় কোনো দিন হয় না।’ 

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে দলকে পথ দেখিয়েছেন চারিথ আশালঙ্কা ও ভানুকা রাজাপক্ষে। সে সময়েই বাউন্ডারিতে লিটন সহজ দুটি ক্যাচ ফেলেন। জীবন পেয়ে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে কেড়ে নেন দুই লঙ্কান তরুণ। 

মুশফিকও মনে করছেন লিটন ক্যাচ দুটি ধরতে পারলে গল্পটা ভিন্নও হতে পারত। তবে ক্যাচ ছাড়া নিয়ে লিটনকে দোষ দিতে চান না মুশি, ‘আসলে দায় দেওয়ার কিছু নেই। যত রানই করি না কেন, ছোটখাটো কিছু ভুল থাকেই আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হলো লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভালো মানের ফিল্ডার। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের দুই বাঁহাতি দারুণ ব্যাট করছিল। ওই সময় দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত