ক্রীড়া ডেস্ক
১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন। একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। ৪১ বছর পরে বোথামের সেই রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে মিরাজ অপরাজিত ছিলেন ১৬ রানে। আজ তৃতীয় দিনে তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে কার্যকর দুটি জুটি গড়ে তুলে নেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরির সৌজন্যে দল পায় ২১৭ রানের লিড, তাতে তৈরি হয় জয়ের ভিতও। মিরাজের থামেন ১০৪ রানে।
বল হাতেও জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দেন মিরাজ। দ্রুত ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ওপেনার বেন কারেন ও অধিনায়ক ক্রেইগ আরভিন প্রতিরোধের চেষ্টা করেন। এ জুটি ভেঙে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। দুই ব্যাটারকেই ফেরান ঘূর্ণি জাদুতে। তারপর ওয়েসলে মাধেভেরে ও তাফাদজাওয়া সিগাকে রানের খাতা খোলার আগেই ফেরান। মিরাজের অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে তাইজুল ইসলামের হাতে ধরা পড়েন ওয়েলিংটন মাসাকাদজা। তাতেই বোথামের সঙ্গে একই রেকর্ড ভাগ করে ফেলেছেন মিরাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে বোথামের সেই ইনিংস ম্যাচ জিততে পারেনি। ইংল্যান্ড সেই ম্যাচ ড্র করেছিল। কিন্তু মিরাজের বীরত্বে বাংলাদেশ জিতল চট্টগ্রাম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে রানের দিক থেকে যৌথভাবে সবচেয়ে বড় জয়—ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে। ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার।
১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন। একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। ৪১ বছর পরে বোথামের সেই রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে মিরাজ অপরাজিত ছিলেন ১৬ রানে। আজ তৃতীয় দিনে তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে কার্যকর দুটি জুটি গড়ে তুলে নেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরির সৌজন্যে দল পায় ২১৭ রানের লিড, তাতে তৈরি হয় জয়ের ভিতও। মিরাজের থামেন ১০৪ রানে।
বল হাতেও জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দেন মিরাজ। দ্রুত ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ওপেনার বেন কারেন ও অধিনায়ক ক্রেইগ আরভিন প্রতিরোধের চেষ্টা করেন। এ জুটি ভেঙে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। দুই ব্যাটারকেই ফেরান ঘূর্ণি জাদুতে। তারপর ওয়েসলে মাধেভেরে ও তাফাদজাওয়া সিগাকে রানের খাতা খোলার আগেই ফেরান। মিরাজের অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে তাইজুল ইসলামের হাতে ধরা পড়েন ওয়েলিংটন মাসাকাদজা। তাতেই বোথামের সঙ্গে একই রেকর্ড ভাগ করে ফেলেছেন মিরাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে বোথামের সেই ইনিংস ম্যাচ জিততে পারেনি। ইংল্যান্ড সেই ম্যাচ ড্র করেছিল। কিন্তু মিরাজের বীরত্বে বাংলাদেশ জিতল চট্টগ্রাম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে রানের দিক থেকে যৌথভাবে সবচেয়ে বড় জয়—ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে। ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৩৬ মিনিট আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
২ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৩ ঘণ্টা আগে