Ajker Patrika

যে রেকর্ড শুধু বোথাম আর মিরাজের

ক্রীড়া ডেস্ক    
ইয়ান বোথামের পাশে মেহেদী হাসান মিরাজ। ছবি: এএফপি
ইয়ান বোথামের পাশে মেহেদী হাসান মিরাজ। ছবি: এএফপি

১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র‍্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন। একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। ৪১ বছর পরে বোথামের সেই রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে মিরাজ অপরাজিত ছিলেন ১৬ রানে। আজ তৃতীয় দিনে তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে কার্যকর দুটি জুটি গড়ে তুলে নেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরির সৌজন্যে দল পায় ২১৭ রানের লিড, তাতে তৈরি হয় জয়ের ভিতও। মিরাজের থামেন ১০৪ রানে।

বল হাতেও জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দেন মিরাজ। দ্রুত ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ওপেনার বেন কারেন ও অধিনায়ক ক্রেইগ আরভিন প্রতিরোধের চেষ্টা করেন। এ জুটি ভেঙে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। দুই ব্যাটারকেই ফেরান ঘূর্ণি জাদুতে। তারপর ওয়েসলে মাধেভেরে ও তাফাদজাওয়া সিগাকে রানের খাতা খোলার আগেই ফেরান। মিরাজের অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে তাইজুল ইসলামের হাতে ধরা পড়েন ওয়েলিংটন মাসাকাদজা। তাতেই বোথামের সঙ্গে একই রেকর্ড ভাগ করে ফেলেছেন মিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বোথামের সেই ইনিংস ম্যাচ জিততে পারেনি। ইংল্যান্ড সেই ম্যাচ ড্র করেছিল। কিন্তু মিরাজের বীরত্বে বাংলাদেশ জিতল চট্টগ্রাম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে রানের দিক থেকে যৌথভাবে সবচেয়ে বড় জয়—ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে। ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত