Ajker Patrika

বিসিবির সভাপতি পরিবর্তন কীভাবে হবে, জানালেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৭: ৪৩
বিসিবির সভাপতি পরিবর্তন কীভাবে হবে, জানালেন ক্রীড়া উপদেষ্টা

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ । অফিস শুরুর প্রথম দিনেই বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলোয় কীভাবে পরিবর্তন আসবে, সংক্ষেপে জানালেন ক্রীড়া উপদেষ্টা।  

নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে আসেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ কথাই তিনি বলেছেন বিসিবিকে নিয়ে। জানিয়েছেন তিনটি সিদ্ধান্তের কথা। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি যেহেতু আইসিসির অধীনে সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। বিসিবির পরিচালক যাঁরা আছেন, তাঁদের পরামর্শ দিয়েছি। তাঁরা এ ব্যাপারে আইসিসির আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, তাঁরা সে বিষয়ে পরে আমাদের রিপোর্ট দেবেন এবং এ বিষয়ে প্রক্রিয়াটা চালু রাখব। এই তিনটি সিদ্ধান্ত বা প্রক্রিয়া যা-ই বলেন, আপনাদের জানাতে পেরেছি।’

সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত হয়েছে। আজ আসিফের কথায় এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও, ‘বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অনুপস্থিত।’ 

সময়ের স্বল্পতার কারণে গণমাধ্যমকে বেশি সময় দিতে পারেননি আসিফ। নবগঠিত সরকারের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিসিবির পাশাপাশি অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে ফেডারেশনগুলো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আসিফ। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজ আমি সময় দিতে পারছি না। আপনারা জানেন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান আছে। আমরা আরও বিস্তারিত কথা বলব। আসলে আজ সময় স্বল্পতার কারণে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সঙ্গে আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ দেওয়ার দরকার হলে পরামর্শ দেব। অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে কাজগুলো করতে হবে।’

অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়েছিল। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত