নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ । অফিস শুরুর প্রথম দিনেই বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলোয় কীভাবে পরিবর্তন আসবে, সংক্ষেপে জানালেন ক্রীড়া উপদেষ্টা।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে আসেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ কথাই তিনি বলেছেন বিসিবিকে নিয়ে। জানিয়েছেন তিনটি সিদ্ধান্তের কথা। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি যেহেতু আইসিসির অধীনে সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। বিসিবির পরিচালক যাঁরা আছেন, তাঁদের পরামর্শ দিয়েছি। তাঁরা এ ব্যাপারে আইসিসির আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, তাঁরা সে বিষয়ে পরে আমাদের রিপোর্ট দেবেন এবং এ বিষয়ে প্রক্রিয়াটা চালু রাখব। এই তিনটি সিদ্ধান্ত বা প্রক্রিয়া যা-ই বলেন, আপনাদের জানাতে পেরেছি।’
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত হয়েছে। আজ আসিফের কথায় এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও, ‘বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অনুপস্থিত।’
সময়ের স্বল্পতার কারণে গণমাধ্যমকে বেশি সময় দিতে পারেননি আসিফ। নবগঠিত সরকারের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিসিবির পাশাপাশি অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে ফেডারেশনগুলো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আসিফ। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজ আমি সময় দিতে পারছি না। আপনারা জানেন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান আছে। আমরা আরও বিস্তারিত কথা বলব। আসলে আজ সময় স্বল্পতার কারণে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সঙ্গে আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ দেওয়ার দরকার হলে পরামর্শ দেব। অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে কাজগুলো করতে হবে।’
অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়েছিল। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ । অফিস শুরুর প্রথম দিনেই বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলোয় কীভাবে পরিবর্তন আসবে, সংক্ষেপে জানালেন ক্রীড়া উপদেষ্টা।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে আসেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ কথাই তিনি বলেছেন বিসিবিকে নিয়ে। জানিয়েছেন তিনটি সিদ্ধান্তের কথা। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি যেহেতু আইসিসির অধীনে সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। বিসিবির পরিচালক যাঁরা আছেন, তাঁদের পরামর্শ দিয়েছি। তাঁরা এ ব্যাপারে আইসিসির আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, তাঁরা সে বিষয়ে পরে আমাদের রিপোর্ট দেবেন এবং এ বিষয়ে প্রক্রিয়াটা চালু রাখব। এই তিনটি সিদ্ধান্ত বা প্রক্রিয়া যা-ই বলেন, আপনাদের জানাতে পেরেছি।’
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত হয়েছে। আজ আসিফের কথায় এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও, ‘বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অনুপস্থিত।’
সময়ের স্বল্পতার কারণে গণমাধ্যমকে বেশি সময় দিতে পারেননি আসিফ। নবগঠিত সরকারের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিসিবির পাশাপাশি অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে ফেডারেশনগুলো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আসিফ। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজ আমি সময় দিতে পারছি না। আপনারা জানেন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান আছে। আমরা আরও বিস্তারিত কথা বলব। আসলে আজ সময় স্বল্পতার কারণে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সঙ্গে আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ দেওয়ার দরকার হলে পরামর্শ দেব। অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে কাজগুলো করতে হবে।’
অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়েছিল। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
১ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
২ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
২ ঘণ্টা আগেঅ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
৩ ঘণ্টা আগে