Ajker Patrika

ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি, সাধারণ মানুষেরও পরামর্শ নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি, সাধারণ মানুষেরও পরামর্শ নেওয়ার নির্দেশ

‍কদিন আগেই এক বিজ্ঞপ্তি দিয়ে ক্রীড়া সংস্থার বিভাগীয়, জেলা ও উপজেলার কমিটি ভেঙে দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন করে কার্য পরিচালনার জন্য এবার অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে তারা। 

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় আলাদা আলাদাভাবে ৭ সদস্যের কমিটি গঠন করতে হবে। পদাধিকারবলে বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক হবেন বিভাগীয় কমিশনার। কমিটিতে ৫ জন থাকবেন সদস্য এবং একজন সদস্যসচিব। 

সদস্য হওয়ার ক্ষেত্রে সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি থাকবেন দুইজন (খেলোয়াড়, কোচ, রেফারি), একজন সদস্য থাকবেন ক্রীড়া সাংবাদিক, স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়, ক্রীড়ানুরাগী, সংগঠক ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে বেছে নিতে হবে বাকি ২ সদস্য। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হবেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব। 

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক হবেন জেলা প্রশাসক। বাকি ৫ সদস্যের ক্ষেত্রে বিভাগীয় সংস্থার মতোই একই নিয়ম রাখা হয়েছে। সদস্যসচিব হবেন জেলা ক্রীড়া কর্মকর্তা। উপজেলা ক্রীড়া সংস্থায় আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্যসচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। 

এ ছাড়া বিশেষ সহযোগিতা বা পরামর্শের জন্য অ্যাডহক কমিটির সভায় যেকোনো ব্যক্তি বা কর্মকর্তা উপস্থিত থাকতে পারবেন। সভাপতির অনুমতিক্রমেই সেটি হবে। অ্যাডহক কমিটি গঠন করে উপজেলার প্রস্তাব স্ব-স্ব জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত