দেশের দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের মতো মাশরাফি-সাকিবদের কাছেও পদ্মা সেতু অন্য রকম এক আবেগের নাম। আজ উদ্বোধনের দিনে পদ্মা সেতু নিয়ে তাঁরাও উচ্ছ্বসিত।
মাশরাফি বিন মুর্তজা, সাবেক অধিনায়ক
এটা তো বলার অবকাশ রাখে না যে এটার মূল্য কী। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা বিরাট বিষয় আমাদের দেশের জন্য। আমাদের দেশ ভালো একটা জিনিস অর্জন করা এবং সেটার সুনাম হওয়া—এটা একটা বিরাট ব্যাপার। নিজস্ব আবেগের অনেক বিষয় থাকে, অনেক সময় অনেক মানুষের ক্ষতিও দেখেছি চোখের সামনে (যখন পদ্মা সেতু ছিল না)। তারা এমন এমন প্রাকৃতিক দুর্যোগে পড়েছে, এমন এমন সময় ছিল মানুষের পার হওয়ার প্রয়োজনেও হতে পারেনি। অনেক ব্যবসায়ীর অনেক ক্ষতি হয়েছে। এটা যে কত বড় একটা আশীর্বাদ আমাদের জন্য, একমাত্র যারা এই পথে যাওয়া আসা করছে সারা জীবন, তারাই বলতে পারবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে সাহসিকতা দেখিয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমার কাছে মনে হয়, এটা যদি রাজনৈতিকভাবে চিন্তা না করা হয়, তাহলে আমাদের একটা বিরাট গর্বের জায়গা।
সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক, বাংলাদেশ
আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সেদিক থেকে আমার জন্য আরও বড় ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত। এটা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান রাখবে। পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
হরষিত বিশ্বাস, জাতীয় ভলিবল দলের অধিনায়ক
এটা স্বপ্নের মতো। ক্রীড়াঙ্গনে স্বপ্নের মতো ব্যাপার। আগে আমরা যখন ঢাকা থেকে নড়াইলে যেতাম, তখন কমপক্ষে পাঁচ-ছয় ঘণ্টা সময় লেগে যেত। এখন সেতু হওয়ায় দুই-তিন ঘণ্টার বেশি লাগবে না। যখন ম্যাচ থাকত, তখন সারা রাত জেগে আমাদের ঢাকায় যেতে হতো। খুব কষ্ট হতো। এখন একদিন আগেই কিংবা দিনে দিনে গিয়ে ম্যাচ খেলে আসা সম্ভব। সকালে রওনা হলে দেখা যাবে আমরা দুপুর ১২টার মধ্যেই পৌঁছে গেছি। আবার খেলা শেষ করে নিজ শহরে চলে যেতে পারব। আগে টুর্নামেন্ট শেষ করে ফিরে যেতে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। সেতু হওয়ায় সেই সমস্যা হবে না, যানজটের দুর্ভোগ পোহাতে হবে না। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইলের মানুষ বুঝতে পারছে পদ্মা সেতু আসলে তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কখনো ভাবতেই পারিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে খেলতে যাব। শুধু অপেক্ষায় ছিলাম কবে পদ্মা সেতুটা হবে। সংশয়ে ছিলাম, পদ্মা সেতু হতে হতে খেলার মতো অবস্থায় থাকব কি না। তবে এত দ্রুত সেতু হয়ে যাবে ভাবতেই পারিনি।
রাকিব হোসেন, জাতীয় ফুটবল দলের উইঙ্গার
আগে কত কষ্ট করে আমরা বাড়ি যেতাম। এক ফেরিতে গাদাগাদি করে হাজার হাজার মানুষ বাড়ি যেত, ঢাকায় ফিরত। এই গাদাগাদি করে যেতে গিয়ে মানুষ মারাও গেল। যাত্রী বেশি দেখলে পারাপারের সময় পরিবহনের খরচও বাড়িয়ে দেওয়া হতো। আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতাটা এই পদ্মা পার হওয়ার সময়ই। একবার জরুরি কাজে বরিশালে ফিরছিলাম। তখন জরুরি সতর্কসংকেত ছিল। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে ফেরিতে পানি উঠে গেল। ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ফেরিতে থাকা মানুষ তখন ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল। আগে বরিশাল থেকে ঢাকায় যাওয়া-আসার জন্য ভালো বাসের ব্যবস্থা ছিল না। দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতটা ছিল খুব কঠিন। আর এ কারণে খেলাধুলার উন্নয়নটাও আসলে উল্লেখযোগ্য হারে হয়নি। এখন বরিশালে আশা করছি ভালো একটা পরিবর্তন হবে।
দেশের দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের মতো মাশরাফি-সাকিবদের কাছেও পদ্মা সেতু অন্য রকম এক আবেগের নাম। আজ উদ্বোধনের দিনে পদ্মা সেতু নিয়ে তাঁরাও উচ্ছ্বসিত।
মাশরাফি বিন মুর্তজা, সাবেক অধিনায়ক
এটা তো বলার অবকাশ রাখে না যে এটার মূল্য কী। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা বিরাট বিষয় আমাদের দেশের জন্য। আমাদের দেশ ভালো একটা জিনিস অর্জন করা এবং সেটার সুনাম হওয়া—এটা একটা বিরাট ব্যাপার। নিজস্ব আবেগের অনেক বিষয় থাকে, অনেক সময় অনেক মানুষের ক্ষতিও দেখেছি চোখের সামনে (যখন পদ্মা সেতু ছিল না)। তারা এমন এমন প্রাকৃতিক দুর্যোগে পড়েছে, এমন এমন সময় ছিল মানুষের পার হওয়ার প্রয়োজনেও হতে পারেনি। অনেক ব্যবসায়ীর অনেক ক্ষতি হয়েছে। এটা যে কত বড় একটা আশীর্বাদ আমাদের জন্য, একমাত্র যারা এই পথে যাওয়া আসা করছে সারা জীবন, তারাই বলতে পারবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে সাহসিকতা দেখিয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমার কাছে মনে হয়, এটা যদি রাজনৈতিকভাবে চিন্তা না করা হয়, তাহলে আমাদের একটা বিরাট গর্বের জায়গা।
সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক, বাংলাদেশ
আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সেদিক থেকে আমার জন্য আরও বড় ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত। এটা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান রাখবে। পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
হরষিত বিশ্বাস, জাতীয় ভলিবল দলের অধিনায়ক
এটা স্বপ্নের মতো। ক্রীড়াঙ্গনে স্বপ্নের মতো ব্যাপার। আগে আমরা যখন ঢাকা থেকে নড়াইলে যেতাম, তখন কমপক্ষে পাঁচ-ছয় ঘণ্টা সময় লেগে যেত। এখন সেতু হওয়ায় দুই-তিন ঘণ্টার বেশি লাগবে না। যখন ম্যাচ থাকত, তখন সারা রাত জেগে আমাদের ঢাকায় যেতে হতো। খুব কষ্ট হতো। এখন একদিন আগেই কিংবা দিনে দিনে গিয়ে ম্যাচ খেলে আসা সম্ভব। সকালে রওনা হলে দেখা যাবে আমরা দুপুর ১২টার মধ্যেই পৌঁছে গেছি। আবার খেলা শেষ করে নিজ শহরে চলে যেতে পারব। আগে টুর্নামেন্ট শেষ করে ফিরে যেতে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। সেতু হওয়ায় সেই সমস্যা হবে না, যানজটের দুর্ভোগ পোহাতে হবে না। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইলের মানুষ বুঝতে পারছে পদ্মা সেতু আসলে তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কখনো ভাবতেই পারিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে খেলতে যাব। শুধু অপেক্ষায় ছিলাম কবে পদ্মা সেতুটা হবে। সংশয়ে ছিলাম, পদ্মা সেতু হতে হতে খেলার মতো অবস্থায় থাকব কি না। তবে এত দ্রুত সেতু হয়ে যাবে ভাবতেই পারিনি।
রাকিব হোসেন, জাতীয় ফুটবল দলের উইঙ্গার
আগে কত কষ্ট করে আমরা বাড়ি যেতাম। এক ফেরিতে গাদাগাদি করে হাজার হাজার মানুষ বাড়ি যেত, ঢাকায় ফিরত। এই গাদাগাদি করে যেতে গিয়ে মানুষ মারাও গেল। যাত্রী বেশি দেখলে পারাপারের সময় পরিবহনের খরচও বাড়িয়ে দেওয়া হতো। আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতাটা এই পদ্মা পার হওয়ার সময়ই। একবার জরুরি কাজে বরিশালে ফিরছিলাম। তখন জরুরি সতর্কসংকেত ছিল। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে ফেরিতে পানি উঠে গেল। ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ফেরিতে থাকা মানুষ তখন ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল। আগে বরিশাল থেকে ঢাকায় যাওয়া-আসার জন্য ভালো বাসের ব্যবস্থা ছিল না। দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতটা ছিল খুব কঠিন। আর এ কারণে খেলাধুলার উন্নয়নটাও আসলে উল্লেখযোগ্য হারে হয়নি। এখন বরিশালে আশা করছি ভালো একটা পরিবর্তন হবে।
লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
৪০ মিনিট আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোচদের ‘ব্র্যান্ড’ হিসেবে খ্যাতি রয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনের। তাঁর হাত ধরেই সাকিব আল হাসান থেকে শুরু করে হালের জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা তৈরি হচ্ছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
২ ঘণ্টা আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
২ ঘণ্টা আগে