১৯৭২ সালে অ্যাপোলোর পর পেরেগ্রিন হতে পারত চাঁদে অবতরণ করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চন্দ্রযান। কিন্তু বেসরকারি মার্কিন মহাকাশ কোম্পানির নেতৃত্বে প্রথম চন্দ্রযাত্রা ব্যর্থ হয়েছে। উড়াল দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই অভিযান পরিত্যাগের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রোবটিক টেকনোলজি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর দিয়েছে।
কোম্পানিটি বলেছে, ট্যাংক ফুটো হয়ে তেল বের হওয়ায় প্রপেলারের ক্ষমতা কমেছে ব্যাপক। সোমবার সকালে চন্দ্রাভিযান শুরুর কয়েক ঘণ্টা পর এটি ব্যর্থ হওয়ার কথা জানানো হয়।
৫০ বছরেরও বেশি সময় পর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সোমবার সকালে মার্কিন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
ভলকান নামের এই মহাকাশযানটি তৈরি করেছে বোয়িং এবং লকহিড মার্টিনের ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স- ইউএলএ। মহাকাশযানে রয়েছে অ্যাস্ট্রোবোটিক টেকনোলজির চন্দ্রযান পেরেগ্রিন।
চাঁদে যান অবতরণকারী প্রথম বেসরকারি সংস্থা হওয়ার লক্ষ্যেই এই মিশন পরিচালনা করছে পিটসবার্গভিত্তিক প্রাইভেট স্পেস রোবোটিক্স ফার্ম ইউএলএ।
১৯৭২ সালে অ্যাপোলোর পর পেরেগ্রিন হতে পারত চাঁদে অবতরণ করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চন্দ্রযান। কিন্তু বেসরকারি মার্কিন মহাকাশ কোম্পানির নেতৃত্বে প্রথম চন্দ্রযাত্রা ব্যর্থ হয়েছে। উড়াল দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই অভিযান পরিত্যাগের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রোবটিক টেকনোলজি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর দিয়েছে।
কোম্পানিটি বলেছে, ট্যাংক ফুটো হয়ে তেল বের হওয়ায় প্রপেলারের ক্ষমতা কমেছে ব্যাপক। সোমবার সকালে চন্দ্রাভিযান শুরুর কয়েক ঘণ্টা পর এটি ব্যর্থ হওয়ার কথা জানানো হয়।
৫০ বছরেরও বেশি সময় পর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সোমবার সকালে মার্কিন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
ভলকান নামের এই মহাকাশযানটি তৈরি করেছে বোয়িং এবং লকহিড মার্টিনের ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স- ইউএলএ। মহাকাশযানে রয়েছে অ্যাস্ট্রোবোটিক টেকনোলজির চন্দ্রযান পেরেগ্রিন।
চাঁদে যান অবতরণকারী প্রথম বেসরকারি সংস্থা হওয়ার লক্ষ্যেই এই মিশন পরিচালনা করছে পিটসবার্গভিত্তিক প্রাইভেট স্পেস রোবোটিক্স ফার্ম ইউএলএ।
মহাকাশে নতুন দুই স্যাটেলাইট পাঠালো নাসা। স্যাটেলাটি দুটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সূর্য থেকে আসা তড়িৎ-আধানযুক্ত সৌর বাতাসের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করবে। এই প্রক্রিয়ার ফলেই তৈরি হয় ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশ আবহাওয়া, যা কখনো কখনো স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ হত
২ দিন আগেশতাব্দীর পর শতাব্দী ধরে সস্তা ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করেছেন বহু মানুষ। মধ্যযুগীয় ইউরোপে ধন-সম্পদ ও মর্যাদার আশায় বহু মানুষ সোনা উৎপাদনের স্বপ্নে বিভোর ছিলেন। ‘ক্রাইসোপোইয়া’ নামে পরিচিত এই প্রক্রিয়াকে আজকাল অনেকে নিছক অলৌকিক কল্পনা মনে করেন। তবে আধুনিক বিজ্ঞান বলে ভিন্ন কথা।
২ দিন আগেপ্রথমবারের মতো কোনো নক্ষত্রকে ঘিরে নতুন সৌরজগতের জন্ম হতে দেখেছেন বিশ্বের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা। এটি গ্রহ সৃষ্টি প্রক্রিয়ার এতটাই প্রাথমিক স্তর যে, আগে কখনো এমন দৃশ্যমান হয়নি বলে জানিয়েছেন গবেষকরা।
৪ দিন আগেযুক্তরাজ্যের চিকিৎসকেরা এক যুগান্তকারী পদ্ধতি ব্যবহার করে আট সুস্থ শিশুর জন্ম দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই পদ্ধতিতে তিন ব্যক্তির ডিএনএ সমন্বয় করে আইভিএফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন) ভ্রূণ তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল, যাতে শিশুরা দুরারোগ্য জিনগত ব্যাধি উত্তরাধিকারসূত্রে পাওয়া থেকে রক্ষা পায়।
৯ দিন আগে