১৯৭২ সালে অ্যাপোলোর পর পেরেগ্রিন হতে পারত চাঁদে অবতরণ করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চন্দ্রযান। কিন্তু বেসরকারি মার্কিন মহাকাশ কোম্পানির নেতৃত্বে প্রথম চন্দ্রযাত্রা ব্যর্থ হয়েছে। উড়াল দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই অভিযান পরিত্যাগের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রোবটিক টেকনোলজি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর দিয়েছে।
কোম্পানিটি বলেছে, ট্যাংক ফুটো হয়ে তেল বের হওয়ায় প্রপেলারের ক্ষমতা কমেছে ব্যাপক। সোমবার সকালে চন্দ্রাভিযান শুরুর কয়েক ঘণ্টা পর এটি ব্যর্থ হওয়ার কথা জানানো হয়।
৫০ বছরেরও বেশি সময় পর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সোমবার সকালে মার্কিন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
ভলকান নামের এই মহাকাশযানটি তৈরি করেছে বোয়িং এবং লকহিড মার্টিনের ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স- ইউএলএ। মহাকাশযানে রয়েছে অ্যাস্ট্রোবোটিক টেকনোলজির চন্দ্রযান পেরেগ্রিন।
চাঁদে যান অবতরণকারী প্রথম বেসরকারি সংস্থা হওয়ার লক্ষ্যেই এই মিশন পরিচালনা করছে পিটসবার্গভিত্তিক প্রাইভেট স্পেস রোবোটিক্স ফার্ম ইউএলএ।
১৯৭২ সালে অ্যাপোলোর পর পেরেগ্রিন হতে পারত চাঁদে অবতরণ করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চন্দ্রযান। কিন্তু বেসরকারি মার্কিন মহাকাশ কোম্পানির নেতৃত্বে প্রথম চন্দ্রযাত্রা ব্যর্থ হয়েছে। উড়াল দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই অভিযান পরিত্যাগের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রোবটিক টেকনোলজি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর দিয়েছে।
কোম্পানিটি বলেছে, ট্যাংক ফুটো হয়ে তেল বের হওয়ায় প্রপেলারের ক্ষমতা কমেছে ব্যাপক। সোমবার সকালে চন্দ্রাভিযান শুরুর কয়েক ঘণ্টা পর এটি ব্যর্থ হওয়ার কথা জানানো হয়।
৫০ বছরেরও বেশি সময় পর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সোমবার সকালে মার্কিন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
ভলকান নামের এই মহাকাশযানটি তৈরি করেছে বোয়িং এবং লকহিড মার্টিনের ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স- ইউএলএ। মহাকাশযানে রয়েছে অ্যাস্ট্রোবোটিক টেকনোলজির চন্দ্রযান পেরেগ্রিন।
চাঁদে যান অবতরণকারী প্রথম বেসরকারি সংস্থা হওয়ার লক্ষ্যেই এই মিশন পরিচালনা করছে পিটসবার্গভিত্তিক প্রাইভেট স্পেস রোবোটিক্স ফার্ম ইউএলএ।
মহাবিশ্বের সবচেয়ে পুরোনো ‘ব্ল্যাক হোল’ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে তারা জানান, এমন একটি ব্ল্যাক হোলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যার জন্ম হতে পারে বিগ ব্যাংয়ের মাত্র এক সেকেন্ডেরও কম সময় পরে
১৬ ঘণ্টা আগেঢাকার সময় অনুযায়ী, আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হবে। বাংলাদেশসহ এশিয়ার বিস্তীর্ণ অংশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে।
২ দিন আগেপ্রায় দুই শতাব্দী ধরে বিজ্ঞানের পাঠ্যপুস্তকে শেখানো হয়ে আসছে যে, বরফের ওপর চাপ বা ঘর্ষণের ফলে তার পৃষ্ঠে একটি পাতলা তরল স্তর তৈরি হয়, আর এই তরল স্তরই বরফকে পিচ্ছিল করে তোলে। শীতপ্রধান দেশে বরফে ঢাকা ফুটপাতে হাঁটার সময় হঠাৎ পিছলে পড়ে যাওয়ার ঘটনা তাই অনেকেই এভাবে ব্যাখ্যা করতেন।
৩ দিন আগেপ্রকৃতি আবার সাজিয়েছে এক মায়াবী আয়োজন। আগামী ৭ সেপ্টেম্বর রাতে আবারও ফিরে আসছে ‘ব্লাড মুন’। অর্থাৎ চাঁদ রূপ বদলে হয়ে উঠবে লাল। এই রক্তিম আভা রাতের আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে। আর বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবে এই দুর্লভ চন্দ্রগ্রহণ।
৪ দিন আগে