Ajker Patrika

আকাশে চাঁদের সঙ্গে সারিবদ্ধভাবে দেখা গেল ৫ গ্রহ  

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩: ২০
আকাশে চাঁদের সঙ্গে সারিবদ্ধভাবে দেখা গেল ৫ গ্রহ  

গত সোমবার সন্ধ্যার আকাশে বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, মঙ্গল গ্রহ ও চাঁদ সারিবদ্ধভাবে দেখা গেছে। পশ্চিম আকাশে সূর্যাস্তের পরে এটি দেখা গেছে। অনেকে এর কিছু অংশ খালি চোখেও দেখতে পেয়েছেন। এই অবস্থাকে সাধারণত ‘গ্রহের কুচকাওয়াজ’ বলা হয়। পরিষ্কার আকাশে এই সারিবদ্ধকরণ সবচেয়ে ভালোভাবে দেখা যায়। গত গ্রীষ্মে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ বিরলভাবে এভাবে একত্রিত হয়েছিল।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই পাঁচ গ্রহ মার্চের শেষ দিনগুলোতে একে অপরের চারপাশে ঘুরতে থাকে। গত ২৭ মার্চ এগুলো সবচেয়ে পরিষ্কারভাবে দেখা গেছে। রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী জেক ফস্টার বলেছেন, শুধু পৃথিবী থেকেই মনে হয় গ্রহগুলো সারিবদ্ধভাবে রয়েছে। মূলত গ্রহগুলো সারিবদ্ধ নয়, এগুলো সমস্ত সৌরজগৎজুড়ে ছড়িয়ে রয়েছে, তবে আমাদের অবস্থান থেকে কখনো কখনো মনে হয় এগুলো সারিবদ্ধভাবে রয়েছে।

জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) জানিয়েছে, চাঁদের নিচে এই সময়টাতে শুক্র দেখা যাওয়ার কারণ হচ্ছে ফেব্রুয়ারির শেষ দিকে শুক্র ও বৃহস্পতি সংযোগের পরে তাদের নিজস্ব পৃথক পথে চলতে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

এলাকার খবর
Loading...