পদার্থের তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী পরিচিত মেরি কুরি। তিনি তেজস্ক্রিয় ধাতু পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। উচ্চমাত্রার এসব তেজস্ক্রিয় পদার্থ নিয়ে দীর্ঘদিন কাজ করার ফলে কুরি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান। পদার্থগুলো এতটাই তেজস্ক্রিয় যে মেরি কুরির ব্যবহৃত জিনিস আরও দেড় হাজার বছর তেজস্ক্রিয় থাকবে।
কুরিই প্রথম ও একমাত্র নারী যিনি দুটি ভিন্ন বিভাগে (পদার্থবিদ্যা ও রসায়ন) নোবেল পুরস্কার পেয়েছেন। ১৮৯৬ সালে ইউরেনিয়াম আবিষ্কারের মাধ্যমে এই গবেষণা আরও একধাপ এগিয়ে নিয়ে যান ফরাসি পদার্থবিদ হেনরি বেকরেল।
মেরি কুরি তাঁর ফরাসি পদার্থবিদ স্বামী পিয়েরে কুরির সঙ্গে মিলে ১৮৯৮ সালে আরও একটি তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন। এ বিজ্ঞানী জুটি নতুন তেজস্ক্রিয় পদার্থের নাম দেন—পোলোনিয়াম। মেরির দেশ পোল্যান্ডের নামানুসারে এই নাম রাখা হয়।
শর্ট হিস্টোরি অব নিয়ারলি এভরিথিং বইয়ের লেখক বিল ব্রাইসন বলেন, কুরির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেমন–জামাকাপড়, আসবাব, রান্নার বইপত্র ও গবেষণাগারের নোটগুলোর বয়স ১০০ বছরের বেশি। এগুলো এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
জাতীয় ও বৈজ্ঞানিক সম্পদ হিসেবে বিবেচিত হয় কুরির এসব ব্যবহৃত জিনিস। কুরির গবেষণাগারের নোটবুকগুলো ফ্রান্সের প্যারিসের বিবলিওথেক ন্যাশনালে (জাতীয় গ্রন্থাগার) সিসার বাক্সে সংরক্ষণ করা হয়েছে।
ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর অনুসারে, গ্রন্থাগারের দর্শনার্থীদের কুরির পাণ্ডুলিপি দেখার জন্য অনুমতি দেওয়া হয়। ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর অনুসারে, এই পাণ্ডুলিপি দেখার জন্য দর্শনার্থীদের একটি দায়মুক্তি মুচলেকাতে সই করতে হয় ও প্রতিরক্ষামূলক জামা পরতে হয়। কারণ, এসব জিনিস রেডিয়াম ২২৬ তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে দূষিত। আর রেডিয়ামের অর্ধায়ু ১ হাজার ৬০০ বছর। অর্থাৎ রেডিয়ামের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয় হতে ১ হাজার ৬০০ বছর লাগবে। তাই মেরি কুরির ব্যবহৃত জিনিস থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
দীর্ঘদিন ধরে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার কারণে মেরির শরীরেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এ জন্য তাঁর কফিনটির ভেতরে প্রায় এক ইঞ্চি পুরু সিসায় মোড়ানো হয়েছে।
কুরি দম্পতিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যানথিওনে সমাহিত করা হয়েছে। এখানে ফ্রান্সের বিশিষ্ট নাগরিকেরা শায়িত রয়েছেন। যেমন—ফরাসি দার্শনিক রুশো এবং ভলতেয়ারের সমাধিও এখানে।
কুরির সময়ের চেয়ে এখনকার যুগে তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কে আরও অনেক কিছু জানা যায়। চিকিৎসা ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে এর ব্যবহার ছাড়াও তেজস্ক্রিয় পদার্থগুলো ফল ও শাকসবজিকে জীবাণুমুক্ত করতে, ঢালাই পরীক্ষার জন্য এবং জীবাশ্মের বয়স গণনা করতে ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
পদার্থের তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী পরিচিত মেরি কুরি। তিনি তেজস্ক্রিয় ধাতু পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। উচ্চমাত্রার এসব তেজস্ক্রিয় পদার্থ নিয়ে দীর্ঘদিন কাজ করার ফলে কুরি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান। পদার্থগুলো এতটাই তেজস্ক্রিয় যে মেরি কুরির ব্যবহৃত জিনিস আরও দেড় হাজার বছর তেজস্ক্রিয় থাকবে।
কুরিই প্রথম ও একমাত্র নারী যিনি দুটি ভিন্ন বিভাগে (পদার্থবিদ্যা ও রসায়ন) নোবেল পুরস্কার পেয়েছেন। ১৮৯৬ সালে ইউরেনিয়াম আবিষ্কারের মাধ্যমে এই গবেষণা আরও একধাপ এগিয়ে নিয়ে যান ফরাসি পদার্থবিদ হেনরি বেকরেল।
মেরি কুরি তাঁর ফরাসি পদার্থবিদ স্বামী পিয়েরে কুরির সঙ্গে মিলে ১৮৯৮ সালে আরও একটি তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন। এ বিজ্ঞানী জুটি নতুন তেজস্ক্রিয় পদার্থের নাম দেন—পোলোনিয়াম। মেরির দেশ পোল্যান্ডের নামানুসারে এই নাম রাখা হয়।
শর্ট হিস্টোরি অব নিয়ারলি এভরিথিং বইয়ের লেখক বিল ব্রাইসন বলেন, কুরির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেমন–জামাকাপড়, আসবাব, রান্নার বইপত্র ও গবেষণাগারের নোটগুলোর বয়স ১০০ বছরের বেশি। এগুলো এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
জাতীয় ও বৈজ্ঞানিক সম্পদ হিসেবে বিবেচিত হয় কুরির এসব ব্যবহৃত জিনিস। কুরির গবেষণাগারের নোটবুকগুলো ফ্রান্সের প্যারিসের বিবলিওথেক ন্যাশনালে (জাতীয় গ্রন্থাগার) সিসার বাক্সে সংরক্ষণ করা হয়েছে।
ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর অনুসারে, গ্রন্থাগারের দর্শনার্থীদের কুরির পাণ্ডুলিপি দেখার জন্য অনুমতি দেওয়া হয়। ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর অনুসারে, এই পাণ্ডুলিপি দেখার জন্য দর্শনার্থীদের একটি দায়মুক্তি মুচলেকাতে সই করতে হয় ও প্রতিরক্ষামূলক জামা পরতে হয়। কারণ, এসব জিনিস রেডিয়াম ২২৬ তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে দূষিত। আর রেডিয়ামের অর্ধায়ু ১ হাজার ৬০০ বছর। অর্থাৎ রেডিয়ামের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয় হতে ১ হাজার ৬০০ বছর লাগবে। তাই মেরি কুরির ব্যবহৃত জিনিস থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
দীর্ঘদিন ধরে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার কারণে মেরির শরীরেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এ জন্য তাঁর কফিনটির ভেতরে প্রায় এক ইঞ্চি পুরু সিসায় মোড়ানো হয়েছে।
কুরি দম্পতিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যানথিওনে সমাহিত করা হয়েছে। এখানে ফ্রান্সের বিশিষ্ট নাগরিকেরা শায়িত রয়েছেন। যেমন—ফরাসি দার্শনিক রুশো এবং ভলতেয়ারের সমাধিও এখানে।
কুরির সময়ের চেয়ে এখনকার যুগে তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কে আরও অনেক কিছু জানা যায়। চিকিৎসা ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে এর ব্যবহার ছাড়াও তেজস্ক্রিয় পদার্থগুলো ফল ও শাকসবজিকে জীবাণুমুক্ত করতে, ঢালাই পরীক্ষার জন্য এবং জীবাশ্মের বয়স গণনা করতে ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
২৫ এপ্রিল ভোরে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে এক ‘হাস্যোজ্জ্বল মুখ’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দিন ভোরে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন বিশ্ববাসী—যার নাম ‘ট্রিপল কনজাংকশন’।
৯ ঘণ্টা আগেমহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১ দিন আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১ দিন আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
২ দিন আগে